ETV Bharat / state

নৈহাটিতে বিপুল ভোটে জয়ী তৃণমূল, দাগ কাটতে ব্যর্থ লিবারেশন - ASSEMBLY ELECTION 2024

বিজেপি ও বামেদের অপপ্রচারের বিরুদ্ধে রায় মানুষের, ভোটে জিতে প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী সনৎ দে’র ৷ দ্বিতীয় স্থানে শেষ করেছেন বিজেপির রূপক মিত্র ৷

SSEMBLY BYE ELECTION RESULT
নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 1:13 PM IST

Updated : Nov 23, 2024, 3:42 PM IST

নৈহাটি, 23 নভেম্বর: উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ শাসক দলের প্রার্থী সনৎ দে 49 হাজার 193 ভোটে জয়ী হয়েছেন ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র ৷ তবে, প্রচারে ঝড় তুললেও ভোটবাক্সে প্রভাব ফেলতে ব্যর্থ বাম সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার ৷ বলার মতো ভোট পেলেন না কংগ্রেস প্রার্থী পরেশ সরকারও ৷

ফল ঘোষণার পর সদ্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে বলেন, "নৈহাটির মানুষ বিজেপি ও বামেদের অপপ্রচারের বিরুদ্ধে রায় দিয়েছেন ৷ মানুষ প্রকৃত সত্য কোনটা তা বুঝেছেন ৷ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছেন ৷ বাংলার উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন ৷"

নৈহাটিতে বিপুল ভোটে জয়ী তৃণমূল (ইটিভি ভারত)

স্বাধীনতার পর থেকে উত্তর 24 পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র বামেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল ৷ আর তা ছিল 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার অনেক আগে থেকেই ৷ বাম সরকারের দাপুটে মন্ত্রী রঞ্জিত কুন্ডু নৈহাটি থেকে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ বিধানসভা উপনির্বাচনের খাস তালুকে বামেরা এবার উপযুক্ত প্রার্থী খুঁজে পায়নি ৷ ফলে আসনটি লিবারেশনকে ছেড়ে দেয় ৷ প্রার্থী করা হয় দলের প্রবীণ নেতা দেবজ্যোতি মজুমদারকে ৷

2011 সালে রাজ্যে পালাবদল হয় ৷ তখন থেকে পার্থ ভৌমিক পরপর তিনবার নৈহাটির বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ 2024 সালে পার্থকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দল প্রার্থী করে ৷ সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তিনি ৷ পার্থর ছেড়ে আসা আসনে শাসকদল নৈহাটি পুরসভার দু'বারের কাউন্সিলর তথা পুর পারিষদ সনৎ দে-কে প্রার্থী করে ৷ সনৎ নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন ৷ দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তাও রয়েছে ৷

Assembly Bye Election Results
নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, বিজেপি প্রার্থী করে রূপক মিত্রকে ৷ কংগ্রেসের প্রার্থী হন পরেশ সরকার ৷ তৃণমূলের বিরুদ্ধে লিবারেশন ও বিজেপি ব্যাপক প্রচার শুরু করে ৷ বামেদের কয়েকজন হেভিওয়েট নেতা লিবারেশন প্রার্থীর হয়ে নৈহাটিতে প্রচারও করেছেন ৷ বিজেপিও ভোট প্রচারে বিস্তর ঘাম ঝড়িয়েছে ৷ কিন্তু, ভোটের ফলাফলে দেখা গেল, বিরোধীদের ভোট প্রচারের কোনও টোটকাই কাজে লাগল না ৷ তৃণমূল প্রার্থী সনৎ দে হেসে-খেলে জয়লাভ করলেন ৷ তিনি জয়ী হলেন 49 হাজার 193 ভোটে ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন 29 হাজার 419 ভোট ৷

তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রথমবার বামেদের সমর্থনে নির্বাচনে লড়া লিবারেশন প্রার্থী দেবজ্যোতিকে নিয়ে নানা সম্ভাবনার কথা শোনা গিয়েছিল ৷ বিভিন্ন সংবাদমাধ্যমেও তাঁর অনেক খবর প্রকাশিত হয় ৷ কিন্তু, ভোট গণনার পর দেখা গেল, নামমাত্র ভোট পেয়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন ৷

ETV BHARAT
নৈহাটিতে তৃণমূলের বিজয়োল্লাস (নিজস্ব চিত্র)

ভোটের পরিসংখ্যান বলছে, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি কেন্দ্রে 18 হাজার ভোটে জয়লাভ করেছিলেন ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেও তৃণমূল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরে 15 হাজার ভোটে লিড পেয়েছিল ৷ মাত্র সাত মাসের ব্যবধানে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল নৈহাটি কেন্দ্রে জয়ের ব্যবধান অনেকটাই বাড়িয়ে ফেলেছে ৷

নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ভোট গণনা কেন্দ্রের বাইরে সংবাদমাধ্যমকে সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কল্যাণের জন্য অনেক জনমুখী প্রকল্প করেছেন ৷ কিন্তু বিজেপি ও বামেরা একজোট হয়ে তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার করেছে ৷ বাংলার মানুষ সেই ষড়যন্ত্র ও কুৎসার জবাব দিয়েছেন ৷ শুধু নৈহাটি নয়, রাজ্যের ছয় কেন্দ্রের উপনির্বাচনেই মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছেন ৷"

বিজেপির পরাজিত প্রার্থী রূপক মিত্র বলেন, "মানুষের এই রায় মাথা পেতে নিলাম ৷ তৃণমূলের জয়ী প্রার্থী সনৎ দে-কে আমার শুভেচ্ছা ৷ উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করছি ৷ উপনির্বাচনে কোথায় ত্রুটি-বিচ‍্যুতি হয়েছে, তা খুঁজে বের করা দরকার ৷ সেটা অবশ্যই খুঁজে বের করবে দলের রাজ‍্য নেতৃত্ব ৷"

নৈহাটি, 23 নভেম্বর: উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ শাসক দলের প্রার্থী সনৎ দে 49 হাজার 193 ভোটে জয়ী হয়েছেন ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র ৷ তবে, প্রচারে ঝড় তুললেও ভোটবাক্সে প্রভাব ফেলতে ব্যর্থ বাম সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার ৷ বলার মতো ভোট পেলেন না কংগ্রেস প্রার্থী পরেশ সরকারও ৷

ফল ঘোষণার পর সদ্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে বলেন, "নৈহাটির মানুষ বিজেপি ও বামেদের অপপ্রচারের বিরুদ্ধে রায় দিয়েছেন ৷ মানুষ প্রকৃত সত্য কোনটা তা বুঝেছেন ৷ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছেন ৷ বাংলার উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন ৷"

নৈহাটিতে বিপুল ভোটে জয়ী তৃণমূল (ইটিভি ভারত)

স্বাধীনতার পর থেকে উত্তর 24 পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র বামেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল ৷ আর তা ছিল 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার অনেক আগে থেকেই ৷ বাম সরকারের দাপুটে মন্ত্রী রঞ্জিত কুন্ডু নৈহাটি থেকে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ বিধানসভা উপনির্বাচনের খাস তালুকে বামেরা এবার উপযুক্ত প্রার্থী খুঁজে পায়নি ৷ ফলে আসনটি লিবারেশনকে ছেড়ে দেয় ৷ প্রার্থী করা হয় দলের প্রবীণ নেতা দেবজ্যোতি মজুমদারকে ৷

2011 সালে রাজ্যে পালাবদল হয় ৷ তখন থেকে পার্থ ভৌমিক পরপর তিনবার নৈহাটির বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ 2024 সালে পার্থকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দল প্রার্থী করে ৷ সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তিনি ৷ পার্থর ছেড়ে আসা আসনে শাসকদল নৈহাটি পুরসভার দু'বারের কাউন্সিলর তথা পুর পারিষদ সনৎ দে-কে প্রার্থী করে ৷ সনৎ নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন ৷ দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তাও রয়েছে ৷

Assembly Bye Election Results
নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, বিজেপি প্রার্থী করে রূপক মিত্রকে ৷ কংগ্রেসের প্রার্থী হন পরেশ সরকার ৷ তৃণমূলের বিরুদ্ধে লিবারেশন ও বিজেপি ব্যাপক প্রচার শুরু করে ৷ বামেদের কয়েকজন হেভিওয়েট নেতা লিবারেশন প্রার্থীর হয়ে নৈহাটিতে প্রচারও করেছেন ৷ বিজেপিও ভোট প্রচারে বিস্তর ঘাম ঝড়িয়েছে ৷ কিন্তু, ভোটের ফলাফলে দেখা গেল, বিরোধীদের ভোট প্রচারের কোনও টোটকাই কাজে লাগল না ৷ তৃণমূল প্রার্থী সনৎ দে হেসে-খেলে জয়লাভ করলেন ৷ তিনি জয়ী হলেন 49 হাজার 193 ভোটে ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন 29 হাজার 419 ভোট ৷

তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রথমবার বামেদের সমর্থনে নির্বাচনে লড়া লিবারেশন প্রার্থী দেবজ্যোতিকে নিয়ে নানা সম্ভাবনার কথা শোনা গিয়েছিল ৷ বিভিন্ন সংবাদমাধ্যমেও তাঁর অনেক খবর প্রকাশিত হয় ৷ কিন্তু, ভোট গণনার পর দেখা গেল, নামমাত্র ভোট পেয়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন ৷

ETV BHARAT
নৈহাটিতে তৃণমূলের বিজয়োল্লাস (নিজস্ব চিত্র)

ভোটের পরিসংখ্যান বলছে, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি কেন্দ্রে 18 হাজার ভোটে জয়লাভ করেছিলেন ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেও তৃণমূল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরে 15 হাজার ভোটে লিড পেয়েছিল ৷ মাত্র সাত মাসের ব্যবধানে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল নৈহাটি কেন্দ্রে জয়ের ব্যবধান অনেকটাই বাড়িয়ে ফেলেছে ৷

নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ভোট গণনা কেন্দ্রের বাইরে সংবাদমাধ্যমকে সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কল্যাণের জন্য অনেক জনমুখী প্রকল্প করেছেন ৷ কিন্তু বিজেপি ও বামেরা একজোট হয়ে তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার করেছে ৷ বাংলার মানুষ সেই ষড়যন্ত্র ও কুৎসার জবাব দিয়েছেন ৷ শুধু নৈহাটি নয়, রাজ্যের ছয় কেন্দ্রের উপনির্বাচনেই মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়েছেন ৷"

বিজেপির পরাজিত প্রার্থী রূপক মিত্র বলেন, "মানুষের এই রায় মাথা পেতে নিলাম ৷ তৃণমূলের জয়ী প্রার্থী সনৎ দে-কে আমার শুভেচ্ছা ৷ উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করছি ৷ উপনির্বাচনে কোথায় ত্রুটি-বিচ‍্যুতি হয়েছে, তা খুঁজে বের করা দরকার ৷ সেটা অবশ্যই খুঁজে বের করবে দলের রাজ‍্য নেতৃত্ব ৷"

Last Updated : Nov 23, 2024, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.