ETV Bharat / state

ক্ষুণ্ণ মমতা, সরানো হল পূর্ব মেদিনীপুরে জেলাশাসককে - Nabanna - NABANNA

District Magistrate Transferred: ভোট মিটতেই সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্তকে ৷ রবিবার এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে ৷

Nabanna
নবান্ন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 10:59 PM IST

কলকাতা, 9 জুন: লোকসভা নির্বাচন মিটতেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হল। এই জেলার দুটি গুরুত্বপূর্ণ আসন তমলুক এবং কাঁথিতে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে রিটার্নিং অফিসারের ভূমিকা পালন করছিলেন জেলাশাসক জয়শী।

শনিবারই দলীয় সাংসদদের বৈঠকে পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খুশি নন, সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন। সূত্রের খবর, সেখানে বিজেপি প্রার্থী কমিশনের সাহায্য পেয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বাভাবিকভাবেই জেলাশাসক হিসেবে যে ভূমিকায় তাঁকে দেখা যাবে মনে করা হচ্ছিল, তা না-হওয়ার জন্যই কি এই সিদ্ধান্ত নবান্নের তরফে, উঠছে প্রশ্ন ৷

যদিও নবান্নের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। আলাদা করে পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের নাম ঘোষণা করা না হলেও জয়শী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁকে পরবর্তী অগ্রগতি না-হওয়া পর্যন্ত পার্সোনেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্টে যোগদান করার কথা বলা হয়েছে। আগামী মঙ্গলবার নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে প্রশাসনিক বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করতে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে সমস্ত জেলার জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

তাঁর এই বৈঠকের আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই নিয়ে কিছু বলেন কি না, সেটাই এখন দেখার। প্রসঙ্গত, শনিবারই কালীঘাটের বাড়িতে জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনিক সেই বৈঠক শেষে, কেন্দ্রে বিজেপির সরকার গঠন ও জোট সদস্যদের নিয়েও মুখ খোলেন তিনি ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানেও তৃণমূলের প্রতিনিধিরা যাবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 9 জুন: লোকসভা নির্বাচন মিটতেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হল। এই জেলার দুটি গুরুত্বপূর্ণ আসন তমলুক এবং কাঁথিতে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে রিটার্নিং অফিসারের ভূমিকা পালন করছিলেন জেলাশাসক জয়শী।

শনিবারই দলীয় সাংসদদের বৈঠকে পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খুশি নন, সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন। সূত্রের খবর, সেখানে বিজেপি প্রার্থী কমিশনের সাহায্য পেয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বাভাবিকভাবেই জেলাশাসক হিসেবে যে ভূমিকায় তাঁকে দেখা যাবে মনে করা হচ্ছিল, তা না-হওয়ার জন্যই কি এই সিদ্ধান্ত নবান্নের তরফে, উঠছে প্রশ্ন ৷

যদিও নবান্নের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। আলাদা করে পূর্ব মেদিনীপুরে জেলাশাসকের নাম ঘোষণা করা না হলেও জয়শী দাশগুপ্তকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁকে পরবর্তী অগ্রগতি না-হওয়া পর্যন্ত পার্সোনেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্টে যোগদান করার কথা বলা হয়েছে। আগামী মঙ্গলবার নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে প্রশাসনিক বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করতে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে সমস্ত জেলার জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

তাঁর এই বৈঠকের আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই নিয়ে কিছু বলেন কি না, সেটাই এখন দেখার। প্রসঙ্গত, শনিবারই কালীঘাটের বাড়িতে জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনিক সেই বৈঠক শেষে, কেন্দ্রে বিজেপির সরকার গঠন ও জোট সদস্যদের নিয়েও মুখ খোলেন তিনি ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানেও তৃণমূলের প্রতিনিধিরা যাবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.