কলকাতা, 5 সেপ্টেম্বর: করম পুজোয় এবার সমস্ত সরকারি কর্মচারীরা ছুটি পাবেন । এতদিন পর্যন্ত করম পুজো এবং সবেবরাতে সেকশনাল হলিডে পেতেন সরকারি কর্মচারীরা । এক্ষেত্রে যে সম্প্রদায়ের এই উৎসব, তাঁরাই শুধুমাত্র ছুটি পেতেন । এবার সেই পরম্পরায় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার ৷ এক বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন জানিয়েছে, সমস্ত সরকারি কর্মচারীরা করম পুজোর ছুটি পাবেন । ফলে 14 সেপ্টেম্বর বন্ধ থাকবে সরকারি অফিস ।
গত বছর নবান্নে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার থেকে সবেবরাত ও করম পুজোয় সকলকে জন্য ছুটি দেওয়া হবে । সবেবরাত ও করম পুজোয় ছুটির দাবি ছিল দীর্ঘদিনের । এবার সরকারের তরফে সেই দাবিই মেনে নেওয়া হল । তবে এবছর রাজ্য অর্থ দফতরের প্রকাশিত ছুটির তালিকায় করম পুজোর উল্লেখ ছিল না । গতকাল প্রকাশিত বিজ্ঞপ্তিতে সমস্ত সরকারি কর্মীদের জন্য এই ছুটি ঘোষণা করা হল ৷
তিথি মতে, ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর দিন হয় করম পুজো । আমাদের রাজ্যের জঙ্গলমহলের জেলাগুলিতে এই পুজোর প্রস্তুতি শুরু হয় দিন সাতেক আগে থেকে । কংসাবতী নদীর চর থেকে মাটি সংগ্রহ করে সেখানে নানা শস্যদানা রোপণ করেন মহিলারা । এরপর সেসব অঙ্কুরিত হয় । করম পুজোর দিন তা তুলে পুজো হয়, চলে নাচগান । কুড়মি ছাড়াও আদিবাসীরা সম্প্রদায়ের মানুষজন করম উৎসবে মেতে ওঠেন । মূলত বাংলার প্রাচীন জনজাতির এই উৎসবের মাধ্যমে উৎসবের মরশুমের সূচনা হয় বঙ্গে ।