ETV Bharat / state

রাস্তায় ছড়িয়ে রয়েছে রুপোর বল, কোথা থেকে এল সেসব - Mysterious silver balls

Strange metal balls on the street: রাস্তায় ছড়িয়ে রয়েছে রপোর বল ৷ সেইসব কুড়োতেই ব্যস্ত স্থানীয় বাসিন্দারা ৷ কিন্তু কোথা থেকে, কীভাবে এল এত রূপোর বল ? তা জানতেও কৌতূহল কম নয় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 2:06 PM IST

Updated : Aug 7, 2024, 2:40 PM IST

SMALL SILVER BALLS ON STREET
রাস্তায় পড়ে রয়েছে রুপোর বল (ইটিভি ভারত)

মুর্শিদাবাদ, 7 অগস্ট: এক ঝলক দেখে মনে হবে রুপোর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে রাস্তাটি ৷ তবে ভ্রম কাটতে অবশ্য বেশি সময় লাগবে না ৷ ভালো করে দেখতেই বোঝা গেল রাস্তাজুড়ে পড়ে রয়েছে রপোর বল ৷ কোথা থেকে এল এই রূপোর বল সেসব ভুলে, তা কুড়োতেই ব্যস্ত স্থানীয় বাসিন্দারা ৷

চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গীর ঘোষপাড়া এলাকার ৷ কোথা থেকে, কীভাবে এল এত রূপোর বল ? জানতে কৌতূহল মানুষের ভিড় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, পাচারের সময়েও এই রুপো পড়ে গিয়ে থাকতে পারে ৷

রাস্তায় পরে থাকা রুপোর বল কুড়োতে ব্যস্ত এলাকাবাসী (ইটিভি ভারত)

চাঁদির দানা কুড়োনোর হুড়োহুড়িতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয় ৷ রাস্তার মধ্যে ছড়িয়ে থাকা চাঁদির দানা দেখে সবাই তা কুড়োতে শুরু করেন। আট থেকে আশি, সবাই এই আকস্মিকভাবে পাওয়া সম্পদ সংগ্রহে নেমে পড়েন। পথ চলতি মানুষের এই ছোট ছোট রুপোর বল কুড়োনোর হিরিক পড়ে যায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণত সীমান্তবর্তী এলাকায় রুপোর দানা পাচার করা হয় ৷ বেআইনিভাবে সেগুলি নিয়ে যাওয়ার সময়েই কোনওভাবে রাস্তায় পড়ে গিয়েছে । কোনওভাবে স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি চোখে পড়ে ৷ আর মানুষজন রাস্তার মধ্যে ছড়িয়ে থাকা চাঁদির দানা সংগ্রহ করতে শুরু করেন।

তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটল এবং এর পিছনে কারা দায়ী, তা এখনও স্পষ্ট নয়। অনেকে মনে করেন, পাচারের সময় কোনওভাবে চাঁদির দানা পড়ে গিয়েছে ৷ কিন্তু এর প্রকৃত কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ৷

মুর্শিদাবাদ, 7 অগস্ট: এক ঝলক দেখে মনে হবে রুপোর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে রাস্তাটি ৷ তবে ভ্রম কাটতে অবশ্য বেশি সময় লাগবে না ৷ ভালো করে দেখতেই বোঝা গেল রাস্তাজুড়ে পড়ে রয়েছে রপোর বল ৷ কোথা থেকে এল এই রূপোর বল সেসব ভুলে, তা কুড়োতেই ব্যস্ত স্থানীয় বাসিন্দারা ৷

চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গীর ঘোষপাড়া এলাকার ৷ কোথা থেকে, কীভাবে এল এত রূপোর বল ? জানতে কৌতূহল মানুষের ভিড় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, পাচারের সময়েও এই রুপো পড়ে গিয়ে থাকতে পারে ৷

রাস্তায় পরে থাকা রুপোর বল কুড়োতে ব্যস্ত এলাকাবাসী (ইটিভি ভারত)

চাঁদির দানা কুড়োনোর হুড়োহুড়িতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয় ৷ রাস্তার মধ্যে ছড়িয়ে থাকা চাঁদির দানা দেখে সবাই তা কুড়োতে শুরু করেন। আট থেকে আশি, সবাই এই আকস্মিকভাবে পাওয়া সম্পদ সংগ্রহে নেমে পড়েন। পথ চলতি মানুষের এই ছোট ছোট রুপোর বল কুড়োনোর হিরিক পড়ে যায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণত সীমান্তবর্তী এলাকায় রুপোর দানা পাচার করা হয় ৷ বেআইনিভাবে সেগুলি নিয়ে যাওয়ার সময়েই কোনওভাবে রাস্তায় পড়ে গিয়েছে । কোনওভাবে স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি চোখে পড়ে ৷ আর মানুষজন রাস্তার মধ্যে ছড়িয়ে থাকা চাঁদির দানা সংগ্রহ করতে শুরু করেন।

তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটল এবং এর পিছনে কারা দায়ী, তা এখনও স্পষ্ট নয়। অনেকে মনে করেন, পাচারের সময় কোনওভাবে চাঁদির দানা পড়ে গিয়েছে ৷ কিন্তু এর প্রকৃত কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Aug 7, 2024, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.