দুর্গাপুর, 28 এপ্রিল: দুর্গাপুরে কেন্দ্রীয় এনআইটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে চাঞ্চল্য ৷ রবিবার সকালে পরীক্ষা দিয়ে আসার পর হস্টেলে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত অর্পণ ঘোষ মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এদিন পরীক্ষা দিয়ে আসার পর হস্টেলে যখন কেউ ছিলেন না সেই সময় তিনি ফিরে আসে। কিছুক্ষণ পর তার সহপাঠীরা হস্টেলে যেতেই অর্পণকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। দুর্গাপুর থানার পুলিশকেও ঘটনার কথা জানানো হয়। পুলিশ এসে ওই ছাত্রকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত এই ছাত্রের বাড়ি ব্যান্ডেলে। কিন্তু কী কারণে পরীক্ষা দিয়ে আসার পর ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল, তা নিয়ে ধন্দ রয়েছে ৷ ওই ছাত্র মেধাবী বলেও জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এনআইটি'র অধিকর্তা অরবিন্দ চৌবে বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ছাত্রটি পড়াশুনার বাইরেও শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সুসম্পর্ক গড়ে তোলার জন্য যে সমস্ত ক্লাব ও সংগঠন রয়েছে সেগুলিতে প্রধান ভূমিকা গ্রহণ করত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানেও তার অগ্রণী ভূমিকা ছিল। আমরাও তার এই মৃত্যুর কারণ বুঝতে পারছি না। ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত। মৃত ছাত্রের পরিবারকে আমরা ঘটনার কথা জানিয়েছি।" তবে ঠিক কীভাবে অর্পণের মৃত্যুর ঘটনা ঘটল, তা নিয়ে এখনও সংশয রয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন
উত্তপ্ত কলকাতা ! বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, কসবায় মাথা ফাটল বিজেপি নেত্রীর
যুবকের হাত ধরে ছাড়েন ঘর, বাড়ি ফিরতেই গৃহবধূর চুল কেটে নিল গ্রামবাসীরা !