কলকাতা, 2 মার্চ: সুসংহত পৌর পরিষেবা দিতে কলকাতা-সহ একাধিক কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির ডিজিটাল ম্যাপ তৈরি করছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর। এই কর্মকাণ্ড হবে কেন্দ্রীয় আমরুত প্রকল্পের অর্থ সহায়তায়।
কলকাতা-সহ একাধিক পৌর এলাকার পুরনো মানচিত্রের অনেক ক্ষেত্রেই খোঁজ মেলে না। শহরে কোথা থেকে জলের লাইন, কোথা থেকেই বা নিকাশিনালা তা সঠিক আঁচ করতে পারা যায় না। ফলে কোনও নতুন প্রকল্প হলে দেখা যায় তার ধাক্কায় কখনও জলের কখনও নিকাশিনালার ক্ষতি হয়ে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তবে সেই হয়রানির দিন শেষ। আর ছোট বা বড় যে কোনও ধরনের কাজ করতে গেলে মানচিত্র পেতে বিন্দুমাত্র অসুবিধার মুখে পড়তে হবে না নির্মাণ সংস্থা বা ইঞ্জিনিয়ারদের।
জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমে তৈরি হচ্ছে ডিজিটাল ম্যাপে। তিন ধাপে গোটা বিষয়টি হবে। প্রথম দুই ধাপে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি কর্পোরেশন-সহ 97টি পৌরসভার ডিজিটাল ম্যাপ হবে। তারপর তৃতীয় ধাপে আরও 31টি পৌরসভার ম্যাপ হবে। কেন্দ্রের আমরুত প্রকল্পের আওতায় 55টি পৌরসভার ম্যাপ এবং আমরুত 2.0 প্রকল্পের আওতায় 42টি পৌরসভার ম্যাপ হবে। 70টি পৌরসভার কাজ শেষের মুখে। বউবাজার মেট্রো বিপর্যয় বা তারাতলার কাছে মেট্রোয় কাজ বারে বারে কলকাতার মাটির নীচে কোথায় কী ইউটিলিটি সার্ভিস সেই নকশা না-মেলায় সমস্যার মুখে পড়তে হয়েছে।
বেশকিছু জায়গার থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই নেই এমন ম্যাপ। শুধু কলকাতা নয় অন্যান্য মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও একই সমস্যা। তাই যে ম্যাপ তৈরি হচ্ছে তাতে পুঙ্খানপুঙ্খভাবে সব তথ্য থাকছে। এই প্রসঙ্গে এক আধিকারিক জানান, এই জিআইএস সিস্টেমে 35-40 টির বেশি লেয়ার থাকছে। কলকাতার কোন এলাকায়, কোন গলিতে কোন জায়গায় নিকাশি লাইন গিয়েছে, সেখানে ক'টা ড্রেন আছে, কত অংশ পুরনো ও ইটের তৈরি সব তথ্য থাকবে। ফলে এলাকায় যেমন যেমন কাজ হবে সব আপডেট হবে এক ক্লিকে। কোনও কাজ করতে গেলে সেখানে তথ্যের অভাবে ভুগতে হবে না।
আরও পড়ুন: