ETV Bharat / state

1 ডিসেম্বর একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল, এক নজরে সেই তালিকা

রেললাইনে উন্নয়নমূলক কাজ করা হবে ৷ সেই কারণে বহরমপুর কোর্ট শাখায় একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷

MANY TRAIN CANCELLED
উন্নয়নমূলক কাজের জন্য বাতিল একাধিক ট্রেন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

হাওড়া, 30 নভেম্বর: বহরমপুর কোর্ট স্টেশন এলাকায় সাবওয়ে নির্মাণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
কৃষ্ণনগর-লালগোলা বিভাগের বহরমপুর কোর্ট স্টেশন এলাকায় নম্বর ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণের কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । এই কাজের জন্য আগামী 1 ডিসেম্বর সকাল 10টা 30মিনিট থেকে রাত 8টা 30মিনিট পর্যন্ত 10 ঘণ্টা 'পাওয়ার ব্লকের' সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আগামী 1 ডিসেম্বর বাতিল হওয়া ট্রেনের তালিকা

  • বাতিল থাকবে 03193/03194 কলকাতা-লালগোলা ও কলকাতা মেমু প্যাসেঞ্জার
  • বাতিল থাকবে 03019 কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল
  • 03020 আজিমগঞ্জ-কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন

সংক্ষিপ্ত যাত্রা করবে যেসমস্ত ট্রেন

  • সারগাছি পর্যন্ত চলবে 31773 রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল ৷
  • সারগাছি পর্যন্ত চলবে 31770 লালগোলা-রানাঘাট লোকাল ।
  • কৃষ্ণনগর পর্যন্ত চলবে 03115 শিয়ালদা-লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার স্পেশাল ৷
  • কৃষ্ণনগর সিটি পর্যন্ত চলবে 03196 লালগোলা-শিয়ালদা লোকাল ৷
  • সারগাছি পর্যন্ত চলবে 31861 কৃষ্ণনগর সিটি-লালগোলা ইএমইউ লোকাল ।
  • সারগাছি পর্যন্ত চলবে 31774 লালগোলা-রানাঘাট লোকাল ৷
  • সারগাছি পর্যন্ত চলবে 31769 রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল ।
  • সারগাছি থেকে ছাড়বে 31864 লালগোলা-কৃষ্ণনগর সিটি লোকাল ৷
  • কৃষ্ণনগর থেকে ছেড়ে রাত 8টা 10 মিনিটে লালগোলায় পৌঁছবে 03192 লালগোলা-শিয়ালদহ স্পেশাল ৷

কোন কোন ট্রেনের সময়সূচির পরিবর্তন হয়েছে ?

  • কলকাতা স্টেশন থেকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছাড়বে 13117 কলকাতা-লালগোলা ধনধান্য এক্সপ্রেস ।
  • রানাঘাট থেকে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে 31771 রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল ।
  • লালগোলা থেকে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা দেরিতে ছাড়বে 13114 লালগোলা-কলকাতা হাজারদুয়ারী এক্সপ্রেস ।
  • লালগোলা থেকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছাড়বে 04198 লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার । ট্রেনটি কাশিমবাজার পর্যন্ত চলবে ।
  • শিয়ালদা থেকে নির্ধারিত সময়ের সাত ঘণ্টা দেরিতে ছাড়বে 03183 শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার ।
  • নির্ধারিত সময়ের 15 মিনিট দেরিতে ছাড়বে 31772 লালগোলা-রানাঘাট ইএমইউ লোকাল ।
পড়ুন: কুয়াশার জেরে হাওড়া শাখায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন ! রইল তালিকা...

হাওড়া, 30 নভেম্বর: বহরমপুর কোর্ট স্টেশন এলাকায় সাবওয়ে নির্মাণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
কৃষ্ণনগর-লালগোলা বিভাগের বহরমপুর কোর্ট স্টেশন এলাকায় নম্বর ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণের কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । এই কাজের জন্য আগামী 1 ডিসেম্বর সকাল 10টা 30মিনিট থেকে রাত 8টা 30মিনিট পর্যন্ত 10 ঘণ্টা 'পাওয়ার ব্লকের' সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আগামী 1 ডিসেম্বর বাতিল হওয়া ট্রেনের তালিকা

  • বাতিল থাকবে 03193/03194 কলকাতা-লালগোলা ও কলকাতা মেমু প্যাসেঞ্জার
  • বাতিল থাকবে 03019 কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল
  • 03020 আজিমগঞ্জ-কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন

সংক্ষিপ্ত যাত্রা করবে যেসমস্ত ট্রেন

  • সারগাছি পর্যন্ত চলবে 31773 রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল ৷
  • সারগাছি পর্যন্ত চলবে 31770 লালগোলা-রানাঘাট লোকাল ।
  • কৃষ্ণনগর পর্যন্ত চলবে 03115 শিয়ালদা-লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার স্পেশাল ৷
  • কৃষ্ণনগর সিটি পর্যন্ত চলবে 03196 লালগোলা-শিয়ালদা লোকাল ৷
  • সারগাছি পর্যন্ত চলবে 31861 কৃষ্ণনগর সিটি-লালগোলা ইএমইউ লোকাল ।
  • সারগাছি পর্যন্ত চলবে 31774 লালগোলা-রানাঘাট লোকাল ৷
  • সারগাছি পর্যন্ত চলবে 31769 রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল ।
  • সারগাছি থেকে ছাড়বে 31864 লালগোলা-কৃষ্ণনগর সিটি লোকাল ৷
  • কৃষ্ণনগর থেকে ছেড়ে রাত 8টা 10 মিনিটে লালগোলায় পৌঁছবে 03192 লালগোলা-শিয়ালদহ স্পেশাল ৷

কোন কোন ট্রেনের সময়সূচির পরিবর্তন হয়েছে ?

  • কলকাতা স্টেশন থেকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছাড়বে 13117 কলকাতা-লালগোলা ধনধান্য এক্সপ্রেস ।
  • রানাঘাট থেকে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে 31771 রানাঘাট-লালগোলা ইএমইউ লোকাল ।
  • লালগোলা থেকে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা দেরিতে ছাড়বে 13114 লালগোলা-কলকাতা হাজারদুয়ারী এক্সপ্রেস ।
  • লালগোলা থেকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছাড়বে 04198 লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার । ট্রেনটি কাশিমবাজার পর্যন্ত চলবে ।
  • শিয়ালদা থেকে নির্ধারিত সময়ের সাত ঘণ্টা দেরিতে ছাড়বে 03183 শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার ।
  • নির্ধারিত সময়ের 15 মিনিট দেরিতে ছাড়বে 31772 লালগোলা-রানাঘাট ইএমইউ লোকাল ।
পড়ুন: কুয়াশার জেরে হাওড়া শাখায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন ! রইল তালিকা...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.