কলকাতা, 18 এপ্রিল: লোকসভা নির্বাচন শুরুর আগে অসুস্থ প্রবীণ রাজনীতিক মুকুল রায়। ভরতি করা হয়েছে হাসপাতালে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি । ছেলে শুভ্রাংশু রায় বলেন, "কয়েকদিন ধরেই বাবার শরীর ভালো যাচ্ছিল না। চিকিৎসকদের পরামর্শে এদিন ওনাকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বিকালেই চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে ৷ আগের থেকে শরীরের অবস্থা ভালো।"
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না এই প্রবীণ নেতার। খাওয়া-দাওয়া করছিলেন না। এই অবস্থায় পরিবারের তরফ থেকে মুকুল রায়কে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রচণ্ড গরমের কারণে গত কয়েক দিন ধরেই কষ্ট পাচ্ছিলেন প্রবীণ বিজেপি নেতা । এমনকী ঠিকমতো খাওয়া-দাওয়াও করছিলেন না। ফলে শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলেন। এদিন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান নেতা। তার পরেই চিকিৎসকদের পরামর্শে কাঁচরাপাড়ার বাড়ি থেকে ইএম বাইপাসের ধারের এক হাসপাতালে ভরতি করা হয়েছে মুকুল রায়কে।
প্রবল ভাবে রাজনৈতিক মনস্ক ব্যক্তি হয়েও লোকসভা ভোটের মরশুমে রাজনীতি থেকে অনেক দূরে রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। সবটার পিছনেই রয়েছে তাঁর শারীরিক অসুস্থতা। গত এক বছরের বেশি সময় ধরে শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হয়েছে তাঁর। ডিমেনসিয়া রোগে ভুগছেন তিনি। এই অবস্থায় ছেলে শুভ্রাংশু রায়ের কাছেই তাঁর কাঁচরাপাড়ার বাড়িতেই রয়েছেন মুকুল। রাজনীতি থেকে দূরে থাকলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন ৷ এমনকী, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-ও দেখা করে গিয়েছেন মুকুল রায়ের সঙ্গে ৷
আরও পড়ুন
1. আলুওয়ালিয়ার সামনেই হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা, ধেয়ে এল চেয়ারও
2. 'মিছিলে না এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ', তৃণমূল নেত্রীর মেসেজ ঘিরে শোরগোল
3. আহ্বায়ক পদ খোয়ালেন আরাবুল, একদা ‘তাজা নেতা’ আজ শুধুই তৃণমূল সদস্য