জলপাইগুড়ি, 18 ফেব্রুয়ারি: মেয়ের গৃহশিক্ষকের সঙ্গে প্রেম। পরে তারই সঙ্গে ভিন রাজ্যে পাড়ি দেন মা। কিন্তু শেষরক্ষা হল না! পরিবারের চাপে বাড়ি ফিরতে বাধ্য হলেও পথ আটকালেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দু'জনকেই আনা হল থানায়। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের। ছাত্রীর মায়ের সঙ্গে প্রেমের সর্ম্পকের জেরে একসঙ্গে তাঁরা দু'জনেই ভিন রাজ্যে চলে গিয়েছিলেন। তবে ভিন রাজ্য থেকে ফিরতেই বছর তেইশের প্রেমিকের ঠাঁই হল থানায়।
জানা যায়, গত কয়েক বছর থেকে ওই যুবক এক ছাত্রীকে পড়াতেন। সেই থেকেই ছাত্রীর বছর আটত্রিশের মায়ের সঙ্গে নিয়মিত নানা বিষয়ে আলাপ চলত। ওই শিক্ষক ও অভিভাবকের সর্ম্পক যে প্রেমে পরিণত হয়েছে তা দুই পরিবারের কেউই বুঝতে পারেননি। 20 দিন আগে প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে দু'জনে ভিন রাজ্যে চলে গিয়েছিলেন। দুই পরিবার নিজেদের মধ্যে আলোচনায় বসে। দু'জনকে ফিরে আসার প্রস্তাব দেওয়া হয়। সেই মতো শুক্রবার রাতে দু'জনে ধূপগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ৷
এরপর স্থানীয়রা তাঁদের রাস্তাতেই আটকে দেয়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দু'জনকেই আটক করে থানায় নিয়ে আসে ৷ এদিকে ওই ছাত্রীর মা তথা প্রেমিকাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে থানায় পৌঁছন তাঁর স্বামী। লিখিত দিয়ে স্ত্রী'কে সঙ্গে নিয়ে চলে যান । তবে প্রেমিকাকে ছাড়া কিন্তু বাড়ি ফিরবে না বলে দাবি করেন যুবক। প্রয়োজনে জেলে যেতেও রাজি তিনি ৷ ছেলের কু-কর্মের দায়িত্ব নিতে নারাজ ওই গৃহশিক্ষকের পরিবার ৷ ছেলের জন্য থানায় খোঁজও নিতে যায়নি বলে জানা গিয়েছে। গৃহশিক্ষকের এহেন কাণ্ডে উঠেছে নিন্দার ঝড় । ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ঝামেলা এড়াতে দু'জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরিবার আসলে তাঁদের হাতে তুলে দেওয়া হবে ছেলেকে।
আরও পড়ুন: