ETV Bharat / state

মা ও ছেলেকে বেধড়ক মার দুষ্কৃতীদের, ভাঙল হাত; প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ - Mob lynching - MOB LYNCHING

Lynching Incident in Belgharia: আবার রাজ্যে গণপিটুনির ঘটনা ৷ রাতের অন্ধকারে দুষ্কৃতীদের বেপরোয়া তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। হামলাকারীদের কড়া শাস্তির দাবিতে ইতিমধ্যে সরব হয়েছেন তাঁরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।

Lynching Incident in Belgharia
মা-ছেলেকে বেধড়ক মার দুষ্কৃতীদের (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 12:51 PM IST

Updated : Jul 2, 2024, 5:05 PM IST

বেলঘরিয়া, 2 জুলাই: সামান্য বচসা! তার জেরে মা ও কলেজপড়ুয়া ছেলেকে মাটিতে ফেলে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বেলঘরিয়ার আড়িয়াদহ এলাকায় । দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়ে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বুবুন পাঁজা ও তাঁর ছেলে সায়নদ্বীপ পাঁজা। দু'জনেরই চিকিৎসা চলছে ।

মা ও ছেলেকে বেধড়ক মার আড়িয়াদহে (ইটিভি ভারত)

রাজ‍্যে গণপিটুনির সংস্কৃতি যেন ক্রমশ জাঁকিয়ে বসছে ! যত দিন যাচ্ছে, ততই গণপিটুনির মতো 'ব‍্যাধি' ছোঁয়াচে রূপ নিতে শুরু করেছে । চোর অথবা ছেলেধরা সন্দেহে ইতিমধ্যে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে এসেছে এ রাজ্যে । তার জেরে এ পর্যন্ত প্রাণ-ও হারিয়েছেন পাঁচ জন । কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন ৷ তাতেও যেন এই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না । আবারও সামনে এল সেই গণপিটুনি । এবার ঘটনাস্থল বেলঘরিয়ার আড়িয়াদহ ।

এলাকাটি আবার কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে । ঘটনার সূত্রপাত সামান্য বচসাকে কেন্দ্র করে । সোমবার গভীর রাতে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন সূর্য দাস ও সায়নদ্বীপ পাঁজা । দু'জনেই একে অপরের বন্ধু। সেই সময় বাইক আরোহী এক মদ‍্যপ দুষ্কৃতীর আচরণের প্রতিবাদ করেন দু'জনে। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় দু'পক্ষের মধ্যে। তখনকার মতো ওই দুষ্কৃতী চলে গেলেও কিছুক্ষণ পর স্থানীয় একটি ক্লাব থেকে দলবল নিয়ে এসে ঘটনাস্থলে হাজির হয় সে।

এরপর দু'জনকেই মারধর শুরু করে দুষ্কৃতীরা। সায়নদ্বীপকে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। সেই দৃশ্য দেখে কলেজ পড়ুয়া ছেলেকে বাঁচাতে এলে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন মাও। এরপরই হকিস্টিক, লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় মা ও ছেলেকে। ঘটনায় নাম জড়িয়েছে জয়েন সিং নামে এলাকারই এক দুষ্কৃতীর । তাঁর নেতৃত্বেই হামলা চলে বলে অভিযোগ । ঘটনার দৃশ্য ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে ৷ সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে কীভাবে দুষ্কৃতীরা মহিলা ও তাঁর কলেজ পড়ুয়া ছেলেকে মাটিতে ফেলে পেটাচ্ছে । আর এই ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন এলাকার লোকজন ।

এদিকে, দুষ্কৃতী হামলায় সূর্য সেন নামে আর এক যুবক সামান্য জখম হলেও গুরুতর আহত হয়েছেন মহিলা ও তাঁর ছেলে । দু'জনেরই হাত, মুখ ও বুকে আঘাত লেগেছে। আক্রন্ত বুবুন পাঁজা নামে ওই মহিলার হাতের হাড় ভেঙে গিয়েছে বলে সূত্রের খবর। সায়নদ্বীপেরও বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছে। ফলে, দু'জনেরই অবস্থা বেশ সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে । অন‍্যদিকে, অভিযোগ পেয়ে পুলিশ 6 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে । কিন্তু, তার পরেও জয়েন সিংয়ের হামলার আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসী ।

বেলঘরিয়া, 2 জুলাই: সামান্য বচসা! তার জেরে মা ও কলেজপড়ুয়া ছেলেকে মাটিতে ফেলে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বেলঘরিয়ার আড়িয়াদহ এলাকায় । দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়ে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বুবুন পাঁজা ও তাঁর ছেলে সায়নদ্বীপ পাঁজা। দু'জনেরই চিকিৎসা চলছে ।

মা ও ছেলেকে বেধড়ক মার আড়িয়াদহে (ইটিভি ভারত)

রাজ‍্যে গণপিটুনির সংস্কৃতি যেন ক্রমশ জাঁকিয়ে বসছে ! যত দিন যাচ্ছে, ততই গণপিটুনির মতো 'ব‍্যাধি' ছোঁয়াচে রূপ নিতে শুরু করেছে । চোর অথবা ছেলেধরা সন্দেহে ইতিমধ্যে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে এসেছে এ রাজ্যে । তার জেরে এ পর্যন্ত প্রাণ-ও হারিয়েছেন পাঁচ জন । কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন ৷ তাতেও যেন এই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না । আবারও সামনে এল সেই গণপিটুনি । এবার ঘটনাস্থল বেলঘরিয়ার আড়িয়াদহ ।

এলাকাটি আবার কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে । ঘটনার সূত্রপাত সামান্য বচসাকে কেন্দ্র করে । সোমবার গভীর রাতে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন সূর্য দাস ও সায়নদ্বীপ পাঁজা । দু'জনেই একে অপরের বন্ধু। সেই সময় বাইক আরোহী এক মদ‍্যপ দুষ্কৃতীর আচরণের প্রতিবাদ করেন দু'জনে। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় দু'পক্ষের মধ্যে। তখনকার মতো ওই দুষ্কৃতী চলে গেলেও কিছুক্ষণ পর স্থানীয় একটি ক্লাব থেকে দলবল নিয়ে এসে ঘটনাস্থলে হাজির হয় সে।

এরপর দু'জনকেই মারধর শুরু করে দুষ্কৃতীরা। সায়নদ্বীপকে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। সেই দৃশ্য দেখে কলেজ পড়ুয়া ছেলেকে বাঁচাতে এলে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন মাও। এরপরই হকিস্টিক, লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় মা ও ছেলেকে। ঘটনায় নাম জড়িয়েছে জয়েন সিং নামে এলাকারই এক দুষ্কৃতীর । তাঁর নেতৃত্বেই হামলা চলে বলে অভিযোগ । ঘটনার দৃশ্য ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে ৷ সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে কীভাবে দুষ্কৃতীরা মহিলা ও তাঁর কলেজ পড়ুয়া ছেলেকে মাটিতে ফেলে পেটাচ্ছে । আর এই ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন এলাকার লোকজন ।

এদিকে, দুষ্কৃতী হামলায় সূর্য সেন নামে আর এক যুবক সামান্য জখম হলেও গুরুতর আহত হয়েছেন মহিলা ও তাঁর ছেলে । দু'জনেরই হাত, মুখ ও বুকে আঘাত লেগেছে। আক্রন্ত বুবুন পাঁজা নামে ওই মহিলার হাতের হাড় ভেঙে গিয়েছে বলে সূত্রের খবর। সায়নদ্বীপেরও বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছে। ফলে, দু'জনেরই অবস্থা বেশ সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে । অন‍্যদিকে, অভিযোগ পেয়ে পুলিশ 6 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে । কিন্তু, তার পরেও জয়েন সিংয়ের হামলার আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসী ।

Last Updated : Jul 2, 2024, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.