ETV Bharat / state

দীর্ঘ আন্দোলনের জের ! বরখাস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রনেতা মুস্তাফিজুর - Midnapore Medical College Hospital - MIDNAPORE MEDICAL COLLEGE HOSPITAL

TMCP Leader Mostafizur Rahman Threats End: ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মল্লিককে বরখাস্ত করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ছাত্রনেতার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ডাক্তার ও চিকিৎসক পড়ুয়াদের উপর অত্যাচারের অভিযোগ ছিল ৷

TMCP Leader Mostafizur Rahman Threats E
বরখাস্ত ছাত্রনেতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 10:46 AM IST

মেদিনীপুর, 3 সেপ্টেম্বর: হাসপাতালে ঢুকে ডাক্তার এবং পড়ুয়াদের মারধরের হুমকি ! অবশেষে অভিযুক্ত শাসক দলের ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মল্লিককে বরখাস্ত করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অধ্য়ক্ষ মৌসুমী নন্দী জানিয়েছেন, হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে অভিযুক্ত তাঁর বিরুদ্ধে কড়া নিষধাজ্ঞা জারি করা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে নিজেদের বড় জয় হিসেবে দেখছেন ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা ৷

ছাত্রনেতার বরখাস্তের দাবিতে বিক্ষোভ (ইটিভি ভারত)

গত বৃহস্পতিবার অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ জানান ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা ৷ তাঁদের অভিযোগ, হাসপাতালে ঢুকে তাঁদেরকে মারধরের হুমকি, ব়্যাগিং, এমনকী পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন মুস্তাফিজুর ৷ সেই সঙ্গে পড়ুয়াদের দাবি, অভিযুক্ত ছাত্রনেতা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ৷ পড়ুয়াদের অভিযোগ হাতে পেয়ে ওই ছাত্রনেতার বিরুদ্ধে নোটিশ জারি করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ৷ কিন্তু 24 ঘণ্টার মধ্যেই বদলে যায় সেই নোটিশ ৷ নতুন নোটিশে বলা হয়, অভিযুক্ত ছাত্রনেতা হাসপাতালের হাউসস্টাফ ৷

এমনকী, ছাত্রনেতা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় সেই বিষয়ে কিছু উল্লেখ নেই ৷ বরং সেখানে বলা হয়েছে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ 'নট ভেরিফাইড'। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে দেন বিক্ষুব্ধ ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা ৷ সেই ঘটনার পরই সোমবার অভিযুক্ত ছাত্রনেতাকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এই প্রসঙ্গে অধ্যক্ষ মৌসুমী নন্দী বলেন, "আমাদের আজ একটি বৈঠক ছিল ৷ সেই বৈঠকে ছাত্রদের সমস্ত অভিযোগ শুনে আলোচনা করা হয়েছে ৷ নতুন নোটিশ জারি করে বিষয়টি সকলকে জানিয়ে দেওয়া হবে ৷ তবে মুস্তাফিজুর আজ থেকে এই কলেজে ঢুকতে পারবে না ৷" এক চিকিৎসক পড়ুয়া বলেন, "আমাদের অল্প হলেও জয় হয়েছে ৷ যদিও আরজি করের ঘটনার প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে ৷"

মেদিনীপুর, 3 সেপ্টেম্বর: হাসপাতালে ঢুকে ডাক্তার এবং পড়ুয়াদের মারধরের হুমকি ! অবশেষে অভিযুক্ত শাসক দলের ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মল্লিককে বরখাস্ত করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অধ্য়ক্ষ মৌসুমী নন্দী জানিয়েছেন, হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে অভিযুক্ত তাঁর বিরুদ্ধে কড়া নিষধাজ্ঞা জারি করা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে নিজেদের বড় জয় হিসেবে দেখছেন ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা ৷

ছাত্রনেতার বরখাস্তের দাবিতে বিক্ষোভ (ইটিভি ভারত)

গত বৃহস্পতিবার অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ জানান ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা ৷ তাঁদের অভিযোগ, হাসপাতালে ঢুকে তাঁদেরকে মারধরের হুমকি, ব়্যাগিং, এমনকী পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন মুস্তাফিজুর ৷ সেই সঙ্গে পড়ুয়াদের দাবি, অভিযুক্ত ছাত্রনেতা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ৷ পড়ুয়াদের অভিযোগ হাতে পেয়ে ওই ছাত্রনেতার বিরুদ্ধে নোটিশ জারি করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ৷ কিন্তু 24 ঘণ্টার মধ্যেই বদলে যায় সেই নোটিশ ৷ নতুন নোটিশে বলা হয়, অভিযুক্ত ছাত্রনেতা হাসপাতালের হাউসস্টাফ ৷

এমনকী, ছাত্রনেতা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় সেই বিষয়ে কিছু উল্লেখ নেই ৷ বরং সেখানে বলা হয়েছে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ 'নট ভেরিফাইড'। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে দেন বিক্ষুব্ধ ডাক্তার ও চিকিৎসক পড়ুয়ারা ৷ সেই ঘটনার পরই সোমবার অভিযুক্ত ছাত্রনেতাকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এই প্রসঙ্গে অধ্যক্ষ মৌসুমী নন্দী বলেন, "আমাদের আজ একটি বৈঠক ছিল ৷ সেই বৈঠকে ছাত্রদের সমস্ত অভিযোগ শুনে আলোচনা করা হয়েছে ৷ নতুন নোটিশ জারি করে বিষয়টি সকলকে জানিয়ে দেওয়া হবে ৷ তবে মুস্তাফিজুর আজ থেকে এই কলেজে ঢুকতে পারবে না ৷" এক চিকিৎসক পড়ুয়া বলেন, "আমাদের অল্প হলেও জয় হয়েছে ৷ যদিও আরজি করের ঘটনার প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.