কলকাতা, 25 জুন: কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালে মঙ্গলবার সকাল পর্যন্ত আবেদন জমা পড়ল প্রায় 3 লক্ষ। কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় অভিন্ন পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এ রাজ্যেও। শিক্ষাদফতর সূত্রে খবর, এ পর্যন্ত 90 হাজারের বেশি ছাত্রছাত্রী রেজিস্টার করেছেন এই পোর্টালে। আবেদনকারী সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে ৷ আগামিদিনে এই আবেদন সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে শিক্ষা দফতর। এই পোর্টাল অনুযায়ী আসন সংখ্যা আছে 9 লক্ষ 46 হাজার। আবেদন করার সময়সীমা 7 জুলাই পর্যন্ত।
রবিবার রাত 12টা থেকে চালু হয়েছে কেন্দ্রের অভিন্ন এই অ্যাডমিশন পোর্টালে আবেদন প্রক্রিয়া। যে পোর্টাল থেকে একজন পড়ুয়া 25টি (কোর্স এবং কলেজ মিলিয়ে) আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য কোনও মূল্য লাগবে না । কলেজে ভর্তির আবেদন করার প্রক্রিয়াতে প্রথমে banglaruchchashiksha.wb.gov.in বা wbsche.wb.gov.in এ যেতে হবে। সেখানে "Centralised Admission Portal" ট্যাবটি ক্লিক করতে হবে। অথবা সরাসরি wbcap.in এ যেতে হবে। সেখানে একটি ফর্ম পূরণ করে পড়ুয়াদের একটি আইডেন্টিটি নম্বর তৈরি করতে হবে।
ঠিক কী সমস্যা হয়েছিল ?
কেন্দ্রের এই অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির পক্রিয়া সোমবার থেকে চালু হয়েছে ৷ আবেদন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল পড়ুয়াদের। এই পোর্টালের মাধ্যমে ফর্ম পূরণ করতে গেলে পড়ুয়াদের মোবাইল নম্বর ও ইমেল আইডি নথিভুক্ত করতে হচ্ছে । তারপর মোবাইল ও ই-মেল আইডিতে ওটিপি আসছে (ওয়ান টাইম পাসওয়ার্ড) ৷ ফর্ম পূরণের সময় সংশ্লিষ্ট ওটিপি দিতে হবে। সমস্যা হয়েছিল মোবাইল নম্বরে ওটিপি আসলেও ই-মেলে আসছিল না ওটিপি।
নিয়মানুযায়ী ওটিপি আসার 48 সেকেন্ডে মধ্যে ফর্মে ওটিপি উল্লেখ করতে হবে। কিন্তু ই-মেলে ওটিপি না-আসায় সমস্যায় পড়ছিলেন আবেদনকারীরা। তবে এর কিছুক্ষণের মধ্যেই সমস্যা সমাধানের কথা ঘোষণা করে শিক্ষা দফতর । ঘোষণা করা হয়েছে, ফোনে আসা ওটিপি ওই ইমেলের ওটিপি দু'টোই এক। দু’টো জায়গাতেই ওই একই নম্বর দিতে হবে ৷ এরপর ধীরে ধীরে পডুয়াদের কাছে ব্যাপারটি সহজ হয়ে যায় ৷ তাঁরা সফলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন ৷ একবারই রেজিস্ট্রেশন করে একজন ছাত্র বা ছাত্রী একাধিক কোর্স ও কলেজে ভর্তির আবেদন করতে পারবেন ৷