কলকাতা, 1 জুলাই: বর্ষণমুখর দিন গাঙ্গেয় বঙ্গে বর্ষার পুরোপুরি প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। দিনভর দফায় দফায় বৃষ্টিতে এখন স্বস্তির আবহ। কারণ, প্রাণান্তকর খরতাপ আর অনুভূত হচ্ছে না। তবে বাতাসে জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে উপস্থিতিতে অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি রয়েছে । আপাতত, আগামী ছয় দিন পাহাড় এবং সমতলে প্রচুর বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । এমনকী, কয়েকটি অঞ্চলে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সমগ্র পশ্চিমবঙ্গেই বর্ষা প্রবেশ করেছে । সারাদিনই মেঘলা আকাশ রয়েছে । আজ, সোমবার পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে । আজ থেকে 6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে ।
- আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে ৷ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির হলেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে । তাপমাত্রা কমবে বৃষ্টির ফলে ।
- আগামিকাল, মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷
- আগামী 3 তারিখ অর্থাৎ বুধবার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৷ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং, নদিয়া এবং দুই 24 পরগনায় ৷
- আগমী 4 তারিখ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷
- এর পরবর্তী দু'দিন অর্থাৎ 6 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 88 শতাংশ। সোমবার দিনের আকাশ মেঘলা । কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।