ETV Bharat / state

বঙ্গোপসাগরে ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - West Bengal Monsoon Update - WEST BENGAL MONSOON UPDATE

West Bengal Weather Forecast: ঘনাচ্ছে নিম্নচাপ ৷ জন্মাষ্টমীতেও বৃষ্টির হাত থেকে রক্ষা নেই বঙ্গবাসীর ৷ সোমবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Forecast
জন্মাষ্টমীতে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 7:08 AM IST

কলকাতা, 26 অগস্ট: বঙ্গোপসাগরের উপর ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ ৷ ফলে জন্মাষ্টমীতেও বৃষ্টিতে ভিজবে বাংলা ৷ সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে । সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সূর্যের দেখা মিলতে পারে মঙ্গলবার । তবে বৃষ্টি পরিস্থিতিতে রাশ পড়লেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে ছিটেফোঁটা বৃষ্টির বজায় থাকবে রাজ্যে ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, হুগলি, নদীয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের কিছু কিছু জায়গায় ৷ এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেইসঙ্গে উত্তরবঙ্গের মালদা ও জলপাইগুড়িতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ৷ বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 89 শতাংশ ৷

হাওয়া অফিসের রিপোর্ট, দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এই নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে । এর ফলে বৃষ্টির এই পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে । ইতিমধ্যেই, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় মিটে যাওয়ার কথা হাওয়া অফিস জানিয়েছে । এই মুহূর্তে বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে 20 শতাংশ থেকে কমে 17 শতাংশ হয়েছে । আবহাওয়া দফতরের ক্যালেণ্ডার অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। প্রথম দু'মাস দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে হয়নি । ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল ৷ কিন্তু, চলতি মাসে নিয়মিত ব্যবধানে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সেই ঘাটতি কমে গিয়েছে ৷

কলকাতা, 26 অগস্ট: বঙ্গোপসাগরের উপর ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ ৷ ফলে জন্মাষ্টমীতেও বৃষ্টিতে ভিজবে বাংলা ৷ সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে । সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সূর্যের দেখা মিলতে পারে মঙ্গলবার । তবে বৃষ্টি পরিস্থিতিতে রাশ পড়লেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে ছিটেফোঁটা বৃষ্টির বজায় থাকবে রাজ্যে ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, হুগলি, নদীয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের কিছু কিছু জায়গায় ৷ এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেইসঙ্গে উত্তরবঙ্গের মালদা ও জলপাইগুড়িতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ৷ বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 89 শতাংশ ৷

হাওয়া অফিসের রিপোর্ট, দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এই নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে । এর ফলে বৃষ্টির এই পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে । ইতিমধ্যেই, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় মিটে যাওয়ার কথা হাওয়া অফিস জানিয়েছে । এই মুহূর্তে বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে 20 শতাংশ থেকে কমে 17 শতাংশ হয়েছে । আবহাওয়া দফতরের ক্যালেণ্ডার অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। প্রথম দু'মাস দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে হয়নি । ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল ৷ কিন্তু, চলতি মাসে নিয়মিত ব্যবধানে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সেই ঘাটতি কমে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.