ETV Bharat / state

দক্ষিণবঙ্গে বর্ষা পরিস্থিতি আজ থেকেই, দুর্যোগ অব্যাহত উত্তরে - WB Weather Report

Monsoon in South Bengal: আগামী দিনচেরেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে ৷ ইতিমধ্যেই বিহার থেকে আসাম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। জানাল হাওয়া অফিস ৷

Weather Report
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বর্ষার প্রবেশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 7:17 AM IST

Updated : Jun 18, 2024, 9:04 AM IST

কলকাতা, 18জুন: দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের খবর স্বস্তি দিলেও, উত্তরবঙ্গের জনজীবন বৃষ্টিতে বিপর্যস্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও জারি রয়েছে উত্তরবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দখিনা বাতাস প্রবেশের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।"

সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য (ইটিভি ভারত)

কলকাতায় বৃষ্টি কবে ?
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন ৷ সঙ্গে থাকবে ঝোড়ো দমকা হাওয়া। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামী 48-72 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে ৷ আজও তাপপ্রবাহের পরিস্থিতিতে অস্বস্তিকর গরম অনুভূত হবে পশ্চিমের কয়েকটি জেলায়। তবে কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতার আশেপাশের জেলাগুলোতে ।

তবে কি আজ থেকে প্রাক বর্ষা:
মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । আকাশ মেঘলা থাকলেও আবহাওয়ার পরিবর্তন হবে ৷ বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। সবমিলিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে ৷ বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

উত্তরবঙ্গের দূর্যোগ পরিস্থিতি কবে কাটবে ?

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের দুর্যোগ ও দুর্ভোগ দুই-ই বাড়বে। সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যেগুলিতে প্রবল বৃষ্টির প্রভাব ভালোমতোই পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। আরও চার থেকে পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে । বিশেষ করে উপরের 5 জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে ।

সিকিম, ভূটান-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে। অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই তিন জেলার কয়েকটি জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। দার্জিলিং ও কালিম্পঙের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে । ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে । পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। ট্রাফিক ব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে, ফলত ব্যাহত হতে পারে যানবাহন চলাচল। নীচু এলাকা প্লাবিত হয়ে শস্যের ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি।

কেমন থাকবে তাপমাত্রার ওঠানামা:
সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.2ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62 শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত হতে পারে কয়েকটি অঞ্চলে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে ৷

কলকাতা, 18জুন: দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের খবর স্বস্তি দিলেও, উত্তরবঙ্গের জনজীবন বৃষ্টিতে বিপর্যস্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও জারি রয়েছে উত্তরবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দখিনা বাতাস প্রবেশের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।"

সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য (ইটিভি ভারত)

কলকাতায় বৃষ্টি কবে ?
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন ৷ সঙ্গে থাকবে ঝোড়ো দমকা হাওয়া। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামী 48-72 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে ৷ আজও তাপপ্রবাহের পরিস্থিতিতে অস্বস্তিকর গরম অনুভূত হবে পশ্চিমের কয়েকটি জেলায়। তবে কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতার আশেপাশের জেলাগুলোতে ।

তবে কি আজ থেকে প্রাক বর্ষা:
মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । আকাশ মেঘলা থাকলেও আবহাওয়ার পরিবর্তন হবে ৷ বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। সবমিলিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে ৷ বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

উত্তরবঙ্গের দূর্যোগ পরিস্থিতি কবে কাটবে ?

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের দুর্যোগ ও দুর্ভোগ দুই-ই বাড়বে। সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যেগুলিতে প্রবল বৃষ্টির প্রভাব ভালোমতোই পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। আরও চার থেকে পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে । বিশেষ করে উপরের 5 জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে ।

সিকিম, ভূটান-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে। অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই তিন জেলার কয়েকটি জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। দার্জিলিং ও কালিম্পঙের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে । ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে । পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। ট্রাফিক ব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে, ফলত ব্যাহত হতে পারে যানবাহন চলাচল। নীচু এলাকা প্লাবিত হয়ে শস্যের ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি।

কেমন থাকবে তাপমাত্রার ওঠানামা:
সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.2ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62 শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত হতে পারে কয়েকটি অঞ্চলে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে ৷

Last Updated : Jun 18, 2024, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.