ETV Bharat / state

মমতার মন্তব্যের বিরোধিতায় শহরে সাধুদের ধিক্কার মিছিল, ষষ্ঠ দফার আগে চাপে তৃণমূল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ষষ্ঠ দফার নির্বাচনের আগে শহরে সাধু-সন্তদের ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ ভোটের মুখে চাপে তৃণমূল ৷

saints-rally
সাধুদের মিছিল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 3:34 PM IST

Updated : May 21, 2024, 5:14 PM IST

কলকাতা, 21 মে: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তথা কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে নামতে চলেছেন সাধু-সন্তরা। আগামী 25 মে রাজ্যে রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন, তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শহরেই এক বিশাল ধিক্কার ও প্রতিবাদ মিছিলের আয়োজন করল সাধুদের সংগঠন ।

আগামী 24 মে এই ধিক্কার ও প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে। জানা গিয়েছে, মিছিল শুরু হবে বিকেল চারটের থেকে। বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। 'সন্ত স্বাভিমান যাত্রা' হিসেবে নামাঙ্কিত করা হয়েছে এই ধিক্কার মিছিলকে। বাগবাজার নিবেদিতা পার্কের সামনে জমায়েত করার পরে বাগবাজারে মায়ের বাড়ির সামনে থেকে শুরু হবে এই মিছিল। মিছিল যাবে সিমলা স্ট্রিটের স্বামীজীর জন্মভিটে পর্যন্ত। মিছিল গিরিশ অ্যাভিনিউ থেকে বাগবাজার, শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে বিধান সরণি পর্যন্ত যাবে।

প্রতিবাদী সন্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ন্যাসীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে তাঁরা খালি পায়ে এই মিছিলে হাঁটবেন ৷ এই মিছিলে শুধু সাধু-সন্তরাই নন, সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙার নির্বাচনী সভা করার সময় সভামঞ্চ থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং রামকৃষ্ণ মিশনের উদ্দেশে 'কুরুচিকর' মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের নাম উল্লেখ করেও তিনি বেশ কিছু মন্তব্য করেন।

এই ঘটনার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধু মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে দাবি জানিয়ে আইনি নোটিশও পাঠিয়েছেন কার্তিক মহারাজ। আর এই ঘটনায় সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি বিভিন্ন নির্বাচনী সভায় এই বিষয়টি উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নিন্দার তীর ছুঁড়ে দিয়েছেন।

উল্লেখ্য, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে উত্তর কলকাতায় রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর তার আগেই রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা আর এই ঘটনাকে কেন্দ্র করে সাধু-সন্তদের মহা মিছিল যে নরেন্দ্র মোদিকে কিছুটা অ্যাডভান্টেজ পয়েন্টে রাখবে সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন

  1. সন্দেশখালির ঘটনায় মর্মাহত, প্রার্থীর সমর্থনে বসিরহাটের সভা থেকে বললেন মমতা
  2. মমতাকে 'কুরুচিকর' মন্তব্য, কমিশনের কড়া শাস্তির মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ

কলকাতা, 21 মে: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তথা কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে নামতে চলেছেন সাধু-সন্তরা। আগামী 25 মে রাজ্যে রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন, তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শহরেই এক বিশাল ধিক্কার ও প্রতিবাদ মিছিলের আয়োজন করল সাধুদের সংগঠন ।

আগামী 24 মে এই ধিক্কার ও প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে। জানা গিয়েছে, মিছিল শুরু হবে বিকেল চারটের থেকে। বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। 'সন্ত স্বাভিমান যাত্রা' হিসেবে নামাঙ্কিত করা হয়েছে এই ধিক্কার মিছিলকে। বাগবাজার নিবেদিতা পার্কের সামনে জমায়েত করার পরে বাগবাজারে মায়ের বাড়ির সামনে থেকে শুরু হবে এই মিছিল। মিছিল যাবে সিমলা স্ট্রিটের স্বামীজীর জন্মভিটে পর্যন্ত। মিছিল গিরিশ অ্যাভিনিউ থেকে বাগবাজার, শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে বিধান সরণি পর্যন্ত যাবে।

প্রতিবাদী সন্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ন্যাসীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে তাঁরা খালি পায়ে এই মিছিলে হাঁটবেন ৷ এই মিছিলে শুধু সাধু-সন্তরাই নন, সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙার নির্বাচনী সভা করার সময় সভামঞ্চ থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং রামকৃষ্ণ মিশনের উদ্দেশে 'কুরুচিকর' মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের নাম উল্লেখ করেও তিনি বেশ কিছু মন্তব্য করেন।

এই ঘটনার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধু মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে দাবি জানিয়ে আইনি নোটিশও পাঠিয়েছেন কার্তিক মহারাজ। আর এই ঘটনায় সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি বিভিন্ন নির্বাচনী সভায় এই বিষয়টি উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নিন্দার তীর ছুঁড়ে দিয়েছেন।

উল্লেখ্য, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে উত্তর কলকাতায় রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর তার আগেই রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা আর এই ঘটনাকে কেন্দ্র করে সাধু-সন্তদের মহা মিছিল যে নরেন্দ্র মোদিকে কিছুটা অ্যাডভান্টেজ পয়েন্টে রাখবে সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন

  1. সন্দেশখালির ঘটনায় মর্মাহত, প্রার্থীর সমর্থনে বসিরহাটের সভা থেকে বললেন মমতা
  2. মমতাকে 'কুরুচিকর' মন্তব্য, কমিশনের কড়া শাস্তির মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ
Last Updated : May 21, 2024, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.