ETV Bharat / state

শেষ দফা নির্বাচনের কয়েক ঘণ্টা আগে রাজ্যে উদ্ধার 9 লক্ষ টাকা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Money Seized from Howrah Bridge: ভোটের আগে রাজ্যে উদ্ধার টাকা ৷ হাওড়া ব্রিজে নাকা চেকিংয়ের সময় উদ্ধার 9 লক্ষ 15 হাজার টাকা ৷ ঘটনায় আটক 6 জন ৷

Money Seized from Howrah Bridge
রাজ্যে উদ্ধার 9 লক্ষ 15 হাজার টাকা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 11:00 PM IST

কলকাতা, 31 মে: রাত পোহালেই রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে রাজ্যে উদ্ধার 9 লক্ষ 15 হাজার টাকা ৷ শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা চেকিংয়ের সময় বেশ কয়েকজন বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার হয়েছে এই টাকা ৷

উদ্ধার লক্ষাধিক টাকা (ইটিভি ভারত)

শেষ দফায় রাজ্যের 9টি আসনে হবে ভোট ৷ নির্বাচনের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে ৷ শহরের আনাচে-কানাচে চলছে নাকা চেকিং ৷ তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি গাড়ি ও বাইকে ৷ এদিন নাকা চেকিংয়ের সময় এই টাকা উদ্ধার করেন গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ভোটের আগে এত টাকা কোথা থেকে এল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কোন উদ্দেশ্যেই বা এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরও খুঁজে পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷

যদিও টাকা নিয়ে অভিযোগকারীদের দাবি, অফিসের কাজে এই টাকা এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাচ্ছিলেন তারা ৷ এক অভিযোগকারী যশবন্ত সিং জানান, টাকাটা স্কাইকিং কুরিয়ার সার্ভিস নামক অফিসের টাকা ৷ জমা করার জন্য টাকাটা নিয়ে যাওয়া হচ্ছিল ৷

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে মিটেছে রাজ্যের ছয় দফার নির্বাচন ৷ শেষ দফার নির্বাচনেও যাতে একইরকমভাবে চিত্র বজায় থাকে, সেই লক্ষ্যে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে নারাজ প্রশাসন ৷ শেষ দফার নির্বাচনে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মণ্ড হারবার, যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে হবে নির্বাচন ৷

কলকাতা, 31 মে: রাত পোহালেই রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে রাজ্যে উদ্ধার 9 লক্ষ 15 হাজার টাকা ৷ শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা চেকিংয়ের সময় বেশ কয়েকজন বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার হয়েছে এই টাকা ৷

উদ্ধার লক্ষাধিক টাকা (ইটিভি ভারত)

শেষ দফায় রাজ্যের 9টি আসনে হবে ভোট ৷ নির্বাচনের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে ৷ শহরের আনাচে-কানাচে চলছে নাকা চেকিং ৷ তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি গাড়ি ও বাইকে ৷ এদিন নাকা চেকিংয়ের সময় এই টাকা উদ্ধার করেন গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ভোটের আগে এত টাকা কোথা থেকে এল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কোন উদ্দেশ্যেই বা এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরও খুঁজে পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷

যদিও টাকা নিয়ে অভিযোগকারীদের দাবি, অফিসের কাজে এই টাকা এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাচ্ছিলেন তারা ৷ এক অভিযোগকারী যশবন্ত সিং জানান, টাকাটা স্কাইকিং কুরিয়ার সার্ভিস নামক অফিসের টাকা ৷ জমা করার জন্য টাকাটা নিয়ে যাওয়া হচ্ছিল ৷

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে মিটেছে রাজ্যের ছয় দফার নির্বাচন ৷ শেষ দফার নির্বাচনেও যাতে একইরকমভাবে চিত্র বজায় থাকে, সেই লক্ষ্যে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে নারাজ প্রশাসন ৷ শেষ দফার নির্বাচনে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মণ্ড হারবার, যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে হবে নির্বাচন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.