ETV Bharat / state

অদ্ভুতুড়ে কাণ্ড! পড়ুয়াদের ট্যাবের ফান্ড ভিন জেলার অ্যাকাউন্টে, উধাও টাকা - TARUNER SWAPNA SCHEME

স্কুল আসানসোলের ৷ পড়ুয়াদের ট্যাবের টাকা গিয়েছে উত্তর দিনাজপুরের ব্যাংকে ৷ উধাও টাকা ৷ অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ ৷

TARUNER SWAPNA SCHEME
অদ্ভুতুড়ে কাণ্ড! পড়ুয়াদের ট্যাবের ফান্ড ভিন জেলার অ্যাকাউন্টে, উধাও টাকা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 8:07 PM IST

আসানসোল, 11 নভেম্বর: সরকারি ফান্ড চলে গেল অন্য অ্যাকাউন্টে ! অদ্ভুতুড়ে কাণ্ড । আসানসোলের একটি সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ট্যাবের জন্য সরকারি ফান্ডের টাকা চলে গিয়েছে উত্তর দিনাজপুর জেলায় একটি ব্যাংকের শাখায় । সেই টাকা ওই অ্যাকাউন্টগুলো থেকে তুলে নেওয়াও হয়েছে । ঘটনার নেপথ্যে প্রতারণার অনুমান করে ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ । পাশাপাশি জেলার স্কুল পরিদর্শকের নজরেও আনা হয়েছে বিষয়টি ।

আসানসোলের কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 147 জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতাধীন হয়ে ট্যাব পাচ্ছে । সরকারি নিয়ম অনুসারে, এই ট্যাবের জন্য যে টাকা পাঠানো হয় সরকারের তরফে, তা ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ।

অদ্ভুতুড়ে কাণ্ড! পড়ুয়াদের ট্যাবের ফান্ড ভিন জেলার অ্যাকাউন্টে, উধাও টাকা (ইটিভি ভারত)

কিন্তু ওই স্কুলের 147 জন ছাত্রছাত্রীর মধ্যে সাতজন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি । বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টের বিবরণ যা তথ্য দেওয়া হয়েছিল, সেই অনুসারে টাকা উত্তর দিনাজপুরের একই ব্যাংকের অন্য একটি শাখায় চলে গিয়েছে । সেই টাকা তুলেও নেওয়া হয়েছে । ঘটনার কথা জানতে পেরেই মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের ৷

যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিৎ সুলেখাপুত্র জানিয়েছেন, তাঁরা যখন মাদার পোর্টালে ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্ট ডিটেইল পূরণ করেছিলেন, সেখানে কোথাও তাঁদের তরফে ভুল হয়নি । কারণ, এই অ্যাকাউন্ট নম্বরগুলি দেখলেই বোঝা যাচ্ছে, এটি অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ।

Taruner Swapna Scheme
আসানসোলের কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (নিজস্ব চিত্র)

তাহলে কীভাবে এই ঘটনা ঘটল ? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিৎ সুলেখাপুত্র বলেন, "গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা মধ্যে রয়েছি আমরা । আমরা ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি । সাইবার এক্সপার্টরাই বলতে পারবেন কীভাবে এই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল । পাশাপাশি আমরা জেলার স্কুল পরিদর্শককেও বিষয়টি জানিয়েছি । এখন দেখার কত তাড়াতাড়ি এই বিষয়ে সমাধান আসে ।’’

Taruner Swapna Scheme
আসানসোলের কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (নিজস্ব চিত্র)

পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । এই ঘটনার সঙ্গে কোনও প্রতারণা চক্র যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

আসানসোল, 11 নভেম্বর: সরকারি ফান্ড চলে গেল অন্য অ্যাকাউন্টে ! অদ্ভুতুড়ে কাণ্ড । আসানসোলের একটি সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ট্যাবের জন্য সরকারি ফান্ডের টাকা চলে গিয়েছে উত্তর দিনাজপুর জেলায় একটি ব্যাংকের শাখায় । সেই টাকা ওই অ্যাকাউন্টগুলো থেকে তুলে নেওয়াও হয়েছে । ঘটনার নেপথ্যে প্রতারণার অনুমান করে ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ । পাশাপাশি জেলার স্কুল পরিদর্শকের নজরেও আনা হয়েছে বিষয়টি ।

আসানসোলের কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 147 জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতাধীন হয়ে ট্যাব পাচ্ছে । সরকারি নিয়ম অনুসারে, এই ট্যাবের জন্য যে টাকা পাঠানো হয় সরকারের তরফে, তা ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ।

অদ্ভুতুড়ে কাণ্ড! পড়ুয়াদের ট্যাবের ফান্ড ভিন জেলার অ্যাকাউন্টে, উধাও টাকা (ইটিভি ভারত)

কিন্তু ওই স্কুলের 147 জন ছাত্রছাত্রীর মধ্যে সাতজন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি । বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টের বিবরণ যা তথ্য দেওয়া হয়েছিল, সেই অনুসারে টাকা উত্তর দিনাজপুরের একই ব্যাংকের অন্য একটি শাখায় চলে গিয়েছে । সেই টাকা তুলেও নেওয়া হয়েছে । ঘটনার কথা জানতে পেরেই মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের ৷

যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিৎ সুলেখাপুত্র জানিয়েছেন, তাঁরা যখন মাদার পোর্টালে ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্ট ডিটেইল পূরণ করেছিলেন, সেখানে কোথাও তাঁদের তরফে ভুল হয়নি । কারণ, এই অ্যাকাউন্ট নম্বরগুলি দেখলেই বোঝা যাচ্ছে, এটি অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ।

Taruner Swapna Scheme
আসানসোলের কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (নিজস্ব চিত্র)

তাহলে কীভাবে এই ঘটনা ঘটল ? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিৎ সুলেখাপুত্র বলেন, "গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা মধ্যে রয়েছি আমরা । আমরা ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি । সাইবার এক্সপার্টরাই বলতে পারবেন কীভাবে এই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল । পাশাপাশি আমরা জেলার স্কুল পরিদর্শককেও বিষয়টি জানিয়েছি । এখন দেখার কত তাড়াতাড়ি এই বিষয়ে সমাধান আসে ।’’

Taruner Swapna Scheme
আসানসোলের কন্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (নিজস্ব চিত্র)

পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । এই ঘটনার সঙ্গে কোনও প্রতারণা চক্র যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.