ETV Bharat / state

দুর্ঘটনা রোধে আসানসোল ডিভিশনে আধুনিক মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার - MSDAC at Asansol Division - MSDAC AT ASANSOL DIVISION

Multi Section Digital Axle Counter at Asansol Railway Division: রেল দুর্ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে আসানসোল রেল ডিভিশন ৷ যার জন্য এবার রেললাইনে বসানো হচ্ছে আধুনিক মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার ৷ যার মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়াই লক্ষ্য রেলের ৷

Multi Section Digital Axle Counter
দুর্ঘটনা রোধে আসানসোল ডিভিশনে আধুনিক মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 9:00 PM IST

আসানসোল, 23 অগস্ট: উন্নত ও অত্যাধুনিক রেল পরিষেবা দিতে এবং দুর্ঘটনা এড়াতে, এবার আসানসোল রেল ডিভিশনে মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার (MSDAC) বসানো হচ্ছে ৷ এই উন্নত ডিভাইসের মাধ্যমে রেল ট্র‍্যাকে ট্রেন আছে, কি নেই তা সহজেই জানা যাবে ৷ ফলে একই ট্র‍্যাকে দু’টি ট্রেন চলে আসার মতো ঘটনা আটকানো যাবে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, ট্রেনের চাকা গণনা করতেও সক্ষম এই ডিভাইস ৷ ফলে ট্রেন কত গতিতে চলছে, তাও জানা যাবে ৷

ইদানিং কালে একই ট্র‍্যাকে ট্রেন ও মালগাড়ি আসায় ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ ৷ আর যাতে সেই ধরনের ঘটনা না ঘটে ও যাত্রী সুরক্ষার স্বার্থে এবার আসানসোল রেল ডিভিশনে মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার (MSDAC) ডিভাইস লাগানো হচ্ছে ৷ এটি হল, ট্রেন শনাক্তকরণের অত্যাধুনিক ব্যবস্থা ৷ একদিকে উন্নত সিগন্যালিং নিরাপত্তা, অন্যদিকে সময়ানুবর্তিতা বাড়াতে, এই ডিভাইস ব্যবহৃত হয় বলে রেল সূত্রে জানা গেছে ৷

এই ডিভাইসে থাকছে উন্নত সেন্সর ৷ রেল ট্র‍্যাকের উপর এই ডিভাইস লাগানো হচ্ছে ৷ ট্র‍্যাকের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় এই ডিভাইসের সেন্সর ট্রেনের চাকার সংখ্যা গণনা করে নিজের কাজ করবে ৷ ডিজিটাল প্রযুক্তি দিয়ে তৈরি এই উপযোগী ডিভাইস, খারাপ আবহাওয়াতেও সঠিকভাবে কাজ করবে ৷ বর্ষাকালে রেললাইন বৃষ্টিতে ডুবে গেলেও, এই ডিভাইস নষ্ট হবে না ৷

ট্রেনের গতি মাপার পাশাপাশি, ট্র‍্যাকে ট্রেন আছে কি নেই, এই সেন্সর তা জানান দেবে ৷ ফলে দক্ষ ও নির্ভরযোগ্য ট্রেন পরিষেবা পাওয়া যাবে এই মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টারের মাধ্যমে ৷ সিগন্যালিং ব্যর্থতার ঝুঁকি কমাবে এই ডিভাইস ৷ যার ফলে রেলের অপারেশনগুলির সামগ্রিক নিরাপত্তা বৃদ্ধি পাবে ৷

অত্যাধুনিক এই সিস্টেম ট্র্যাকে ট্রেনের উপস্থিতি বা অনুপস্থিতি শনাক্ত করতে সক্ষম ৷ ট্রেনের পরিচালনা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ডেটা সরবরাহ করবে মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার ৷ আসানসোল রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ডিভিশনের কুলটি, বরাকর, কুমারডুবি, মুগমা, থাপারনগর, কালুবাথান, ছোট আম্বানা, বাসুকিনাথ এবং দুমকা, মোট নয়টি স্টেশনে ইতিমধ্যেই এই সিস্টেম ইনস্টল করা হয়েছে ৷ এই ডিভাইস লাগাতে খরচ হয়েছে 23.41 কোটি টাকা ৷

আসানসোল, 23 অগস্ট: উন্নত ও অত্যাধুনিক রেল পরিষেবা দিতে এবং দুর্ঘটনা এড়াতে, এবার আসানসোল রেল ডিভিশনে মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার (MSDAC) বসানো হচ্ছে ৷ এই উন্নত ডিভাইসের মাধ্যমে রেল ট্র‍্যাকে ট্রেন আছে, কি নেই তা সহজেই জানা যাবে ৷ ফলে একই ট্র‍্যাকে দু’টি ট্রেন চলে আসার মতো ঘটনা আটকানো যাবে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, ট্রেনের চাকা গণনা করতেও সক্ষম এই ডিভাইস ৷ ফলে ট্রেন কত গতিতে চলছে, তাও জানা যাবে ৷

ইদানিং কালে একই ট্র‍্যাকে ট্রেন ও মালগাড়ি আসায় ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ ৷ আর যাতে সেই ধরনের ঘটনা না ঘটে ও যাত্রী সুরক্ষার স্বার্থে এবার আসানসোল রেল ডিভিশনে মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার (MSDAC) ডিভাইস লাগানো হচ্ছে ৷ এটি হল, ট্রেন শনাক্তকরণের অত্যাধুনিক ব্যবস্থা ৷ একদিকে উন্নত সিগন্যালিং নিরাপত্তা, অন্যদিকে সময়ানুবর্তিতা বাড়াতে, এই ডিভাইস ব্যবহৃত হয় বলে রেল সূত্রে জানা গেছে ৷

এই ডিভাইসে থাকছে উন্নত সেন্সর ৷ রেল ট্র‍্যাকের উপর এই ডিভাইস লাগানো হচ্ছে ৷ ট্র‍্যাকের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় এই ডিভাইসের সেন্সর ট্রেনের চাকার সংখ্যা গণনা করে নিজের কাজ করবে ৷ ডিজিটাল প্রযুক্তি দিয়ে তৈরি এই উপযোগী ডিভাইস, খারাপ আবহাওয়াতেও সঠিকভাবে কাজ করবে ৷ বর্ষাকালে রেললাইন বৃষ্টিতে ডুবে গেলেও, এই ডিভাইস নষ্ট হবে না ৷

ট্রেনের গতি মাপার পাশাপাশি, ট্র‍্যাকে ট্রেন আছে কি নেই, এই সেন্সর তা জানান দেবে ৷ ফলে দক্ষ ও নির্ভরযোগ্য ট্রেন পরিষেবা পাওয়া যাবে এই মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টারের মাধ্যমে ৷ সিগন্যালিং ব্যর্থতার ঝুঁকি কমাবে এই ডিভাইস ৷ যার ফলে রেলের অপারেশনগুলির সামগ্রিক নিরাপত্তা বৃদ্ধি পাবে ৷

অত্যাধুনিক এই সিস্টেম ট্র্যাকে ট্রেনের উপস্থিতি বা অনুপস্থিতি শনাক্ত করতে সক্ষম ৷ ট্রেনের পরিচালনা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ডেটা সরবরাহ করবে মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার ৷ আসানসোল রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ডিভিশনের কুলটি, বরাকর, কুমারডুবি, মুগমা, থাপারনগর, কালুবাথান, ছোট আম্বানা, বাসুকিনাথ এবং দুমকা, মোট নয়টি স্টেশনে ইতিমধ্যেই এই সিস্টেম ইনস্টল করা হয়েছে ৷ এই ডিভাইস লাগাতে খরচ হয়েছে 23.41 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.