কলকাতা, 23 এপ্রিল: বুধবার ফের নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী । আগামিকাল থেকে টানা তিনদিন রাজ্যে থেকে নির্বাচনী প্রচার সারবেন তিনি । 24 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত রাজ্যে প্রচার সারবেন তিনি । আগামিকাল বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য মিঠুনের প্রচার রয়েছে মালদা উত্তরে । বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে প্রচার করবেন সারবেন মিঠুন । মালদা উত্তরে পরপর দু’টি কর্মসূচি রয়েছে তাঁর । প্রথমে রোড-শো, তারপর জনসভা করবেন তিনি ।
পরদিন অর্থাৎ 25 এপ্রিল গৌরীশংকর ঘোষের সমর্থনে মুর্শিদাবাদে প্রচার সারবেন তিনি । 26 এপ্রিল বহরমপুর ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন অভিনেতা । বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে সভা করবেন তিনি ৷ বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষের জন্য নির্বাচনী প্রচারে নামছেন মহাগুরু ।
অভিনেতা তথা বিজেপি নেতা দলের স্টার ক্যাম্পেনার ৷ মিঠুন চক্রবর্তী আগেই আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি নির্বাচন লড়বেন না ৷ যদিও রাজ্যে দলের হয়ে প্রচারে কোনও খামতি রাখছেন না তিনি । তাই শুটিংয়ের শত ব্যস্ততার মধ্যেও তিনি একের পর এক প্রচার সারছেন । বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ‘স্টার ক্যাম্পেনার’ হিসেবে অনেকের নাম থাকলেও, বাংলার মানুষের কাছে যে মিঠুন চক্রবর্তীর অ্যাপিল অনেক বেশি, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না ।
তাই তিনি যদি কোনও প্রার্থীর সমর্থনে ভোট চাইতে যান তাহলে ভোটারদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলে । গত বছর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ হয়ে ওঠে শুটিংয়ের একাধিক কাজ শেষ করেছেন ৷ তারপরেই ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি ।
আরও পড়ুন: