ETV Bharat / state

পুলিশ পরিচয় দিয়ে মেদিনীপুরে বৃদ্ধার গয়না নিয়ে উধাও দুষ্কৃতীরা - গয়না নিয়ে উধাও দুষ্কৃতীরা

Jewellery Theft in Midnapore: পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দার গয়না চুরি মেদিনীপুর শহরে ৷ দুষ্কৃতীদের পাতানো জালে নকল গয়না নিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Jewellery Theft in Midnapore
মেদিনীপুর শহরে চুরি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 3:16 PM IST

পুলিশ পরিচয় দিয়ে মেদিনীপুরে বৃদ্ধার গয়না নিয়ে উধাও দুষ্কৃতীরা

মেদিনীপুর, 3 মার্চ: পুলিশের নাম করে মেদিনীপুর শহরে চুরি ৷ দিনে দুপুরে লক্ষাধিক টাকার গয়না খোয়ালেন বৃদ্ধা । যদিও এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 1টা নাগাদ মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার কর্মচারী ভবন সংলগ্ন এলাকায় ৷ ষাটোর্ধ্ব বৃদ্ধা নমিতা বেরা জানান, হাতারমাঠ এলাকার বাসিন্দা তিনি ৷ শনিবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে বাড়ি ফিরছিলেন । সেসময় কর্মচারী ভবনের কাছাকাছি পৌঁছতেই বৃদ্ধার জন্য অপেক্ষা করছিল তিন দুষ্কৃতী ৷ তার মধ্যে একজন গিয়ে বৃদ্ধাকে উলটোদিকের গলিতে 'পুলিশ' পরিচয় দিয়ে ডেকে আনেন । তারপর তাঁকে বলেন, "আমরা পুলিশের লোক । এত গয়না পরে যাচ্ছেন কেন? শহরে প্রচুর ছিনতাই হচ্ছে, গয়নাগুলো খুলুন, আমরা কাগজে মুড়ে দিচ্ছি ।" সহজ-সরল ওই বৃদ্ধা নিজের সোনার গয়নাগুলো খুলে তাদের হাতে দেন বলে দাবি করেছেন ৷

নমিতা বেরা বলেন, "ওরা আমাকে কাগজে মুড়িয়ে গয়নাগুলো ফেরত দেয় ৷ চোখের নিমেষে এই ঘটনা ঘটায়, আমি তখন কিছু বুঝতে পারনি । তবে বাড়ি গিয়ে প্যাকেট খুলে দেখি সব গয়না নকল ৷ এরপরই আমি পুলিশের দ্বারস্থ হই ৷" বৃদ্ধার দাবি অনুযায়ী, একটি বালা, একটি নোয়া এবং একটি আংটি-সহ প্রায় 19 গ্রাম ওজনের গয়না নিয়ে তিন দুষ্কৃতী চম্পট দেয় এলাকা থেকে ।

প্রসঙ্গত, কিছুদিন আগে কোতোয়ালি থানার 200 মিটারের মধ্যে রাতের অন্ধকারে 15টি গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটে । তাছাড়া তার কিছুদিন আগে পুলিশের নাকের ডগায় গোলকুঁয়া চকে তিনটি দোকান ঘর জেসিবি মেশিন দিয়ে রাতারাতি ভেঙে দেওয়া হয় । আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই ঘটনারও কিনারা হয়নি এখনও । এরই মধ্যে পুলিশের পরিচয় দিয়ে গয়না হাতিয়ে নেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নিরাপত্তা নিয়ে । যদিও ঘটনার 50 মিটারের মধ্যে মুখ্যমন্ত্রী আসার তোড়ঝোড় চলছে প্রশাসনের । তারপরেও এই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন:

  1. বড়দিনে ডাকাতদলের হানা চাঁচলে, কোটি টাকার সোনার গয়না সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা
  2. পরিবারের পুরুষদের বেঁধে বিদেশি মুদ্রা-গয়না-টাকা লুট! পালানোর আগে বাড়ির ঘুগনি-মুড়িও খেল ডাকাতদল
  3. মিনিবাসে কয়েক লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে শ্রীঘরে দম্পতি !

পুলিশ পরিচয় দিয়ে মেদিনীপুরে বৃদ্ধার গয়না নিয়ে উধাও দুষ্কৃতীরা

মেদিনীপুর, 3 মার্চ: পুলিশের নাম করে মেদিনীপুর শহরে চুরি ৷ দিনে দুপুরে লক্ষাধিক টাকার গয়না খোয়ালেন বৃদ্ধা । যদিও এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 1টা নাগাদ মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার কর্মচারী ভবন সংলগ্ন এলাকায় ৷ ষাটোর্ধ্ব বৃদ্ধা নমিতা বেরা জানান, হাতারমাঠ এলাকার বাসিন্দা তিনি ৷ শনিবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে বাড়ি ফিরছিলেন । সেসময় কর্মচারী ভবনের কাছাকাছি পৌঁছতেই বৃদ্ধার জন্য অপেক্ষা করছিল তিন দুষ্কৃতী ৷ তার মধ্যে একজন গিয়ে বৃদ্ধাকে উলটোদিকের গলিতে 'পুলিশ' পরিচয় দিয়ে ডেকে আনেন । তারপর তাঁকে বলেন, "আমরা পুলিশের লোক । এত গয়না পরে যাচ্ছেন কেন? শহরে প্রচুর ছিনতাই হচ্ছে, গয়নাগুলো খুলুন, আমরা কাগজে মুড়ে দিচ্ছি ।" সহজ-সরল ওই বৃদ্ধা নিজের সোনার গয়নাগুলো খুলে তাদের হাতে দেন বলে দাবি করেছেন ৷

নমিতা বেরা বলেন, "ওরা আমাকে কাগজে মুড়িয়ে গয়নাগুলো ফেরত দেয় ৷ চোখের নিমেষে এই ঘটনা ঘটায়, আমি তখন কিছু বুঝতে পারনি । তবে বাড়ি গিয়ে প্যাকেট খুলে দেখি সব গয়না নকল ৷ এরপরই আমি পুলিশের দ্বারস্থ হই ৷" বৃদ্ধার দাবি অনুযায়ী, একটি বালা, একটি নোয়া এবং একটি আংটি-সহ প্রায় 19 গ্রাম ওজনের গয়না নিয়ে তিন দুষ্কৃতী চম্পট দেয় এলাকা থেকে ।

প্রসঙ্গত, কিছুদিন আগে কোতোয়ালি থানার 200 মিটারের মধ্যে রাতের অন্ধকারে 15টি গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটে । তাছাড়া তার কিছুদিন আগে পুলিশের নাকের ডগায় গোলকুঁয়া চকে তিনটি দোকান ঘর জেসিবি মেশিন দিয়ে রাতারাতি ভেঙে দেওয়া হয় । আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই ঘটনারও কিনারা হয়নি এখনও । এরই মধ্যে পুলিশের পরিচয় দিয়ে গয়না হাতিয়ে নেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের নিরাপত্তা নিয়ে । যদিও ঘটনার 50 মিটারের মধ্যে মুখ্যমন্ত্রী আসার তোড়ঝোড় চলছে প্রশাসনের । তারপরেও এই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন:

  1. বড়দিনে ডাকাতদলের হানা চাঁচলে, কোটি টাকার সোনার গয়না সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা
  2. পরিবারের পুরুষদের বেঁধে বিদেশি মুদ্রা-গয়না-টাকা লুট! পালানোর আগে বাড়ির ঘুগনি-মুড়িও খেল ডাকাতদল
  3. মিনিবাসে কয়েক লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে শ্রীঘরে দম্পতি !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.