জলপাইগুড়ি, 29 জুলাই: পুরো ক্রাইম থ্রিলার ! জলপাইগুড়ির একটি ঘটনার যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, তা দেখে সেটাই মনে হবে ৷ দুষ্কৃতীদের ধাওয়া করে ধরছে পুলিশ ৷ আবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা ৷ এমনই ঘটনার ফুটেজ ভাইরাল হয়েছে ৷
ভাইরাল হওয়া ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, জলপাইগুড়ির দিনবাজারে সাদা পোশাকের পুলিশের একটি গাড়ি একটি হন্ডা সিটি গাড়িকে ধাওয়া করছে । এরপর মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের গাড়ি ও দুস্কৃতীদের গাড়িটির । পুলিশ গাড়ি থেকে নেমে এসে এক দুষ্কৃতীকে ধরে ফেলে ৷ তবে অন্যান্য দুস্কৃতীরা তখন পুলিশকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়তে থাকে । অল্পের জন্য প্রাণে বাঁচেন পুলিশকর্মী । তাঁর হাত থেকে পালায় দুষ্কৃতী ৷ এরপর পুলিশের গাড়ি নিয়েই চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা । তবে পুলিশ ধাওয়া করায় ফের পুলিশের গাড়ি থেকে নেমে তারা নিজেদের গাড়িতে ওঠে । এরপর গাড়ি ঘুরিয়ে তারা চম্পট দেয় ।
গত বৃহস্পতিবার ভোররাতে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হয়েছিল চার-পাঁচ জনের একটি দল । খবর যায় পুলিশের কাছে ৷ সে সময় পুলিশ চলে এলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা । এলাকার সিসিটিভি-র ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । দুষ্কৃতকারীরা বিহার গ্যাংয়ের সদস্য হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ ।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, "আমরা সিসিটিভি দেখে তদন্ত চালাচ্ছি । পুলিশ দুস্কৃতীকে ধরে ফেললেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় । কেন এরা এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । গাড়িটি পাহাড়পুরের দিক থেকে এসে ফের পাহাড়পুরের দিকেই বেরিয়ে গিয়েছে ।"
গত 25 জুলাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে জলপাইগুড়ি দিনবাজারে । পুলিশের টহলদারি ভ্যানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । জলপাইগুড়ি শহরের প্রাচীন ব্যবসায়িক প্রতিষ্ঠান দিনবাজারে গুলি চালানোর ঘটনার আতঙ্কিত ব্যবসায়ীরা ।