ETV Bharat / state

পুজোয় আনন্দ করার কথা ভাবতে পারছেন না মীর, মেরুদণ্ড অক্ষুণ্ণ রাখার বার্তা কৌশিকের - Junior Doctors Mass Convention

Junior Doctors Mass Convention at SSKM: এসএসকেএমে জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে উপস্থিত ছিলেন মীর আসরাফ আলি এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ এই গণ কনভেশনে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বক্তৃতায় উঠে এল মেরুদণ্ড সোজা রাখার কথা ৷ অন্যদিকে, আসন্ন দুর্গাপুজোয় আনন্দ-ফুর্তি নয়, কেবল পুজোটাই হোক, বার্তা দিলেন অভিনেতা মীর ৷

Junior Doctors Mass Convention at SSKM
জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে মীর এবং কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2024, 2:07 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: উৎসব নয়, পুজো টুকুই হোক এবার ৷ জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে এমনই পরামর্শ অভিনেতা তথা সঞ্চালক মীর আসরাফ আলির ৷ আরজি কর-কাণ্ডে 50 দিন পেরিয়ে গিয়েছে ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত জুনিয়র ডাক্তারদের এই গণ কনভেনশনে উপস্থিত ছিলেন পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায়ও ৷ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তাঁর বক্তব্য ছিল, ভবিষ্যতেও যেন এভাবেই মেরুদণ্ড অক্ষুণ্ণ রেখে নিজেদের কর্মক্ষেত্রে এগিয়ে যান তাঁরা ৷

হাতেগোনা আর কিছুদিন, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ প্রতিবছর সারা শহর আলোয় সেজে ওঠে এই সময়ে ৷ তবে, এই বছর দেখা গেল অন্য চিত্র ৷ এবছর শহর কলকাতায় পুজো হলেও, উৎসবের আমেজ নেই বললেই চলে ৷ আরজি করের ঘটনায় ন্যায় বিচারের আশায় দিন গুনছে সকলে ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফেরার কথা বলেছিলেন ৷ এই নিয়েই পালটা প্রশ্ন তুলেছেন মীর। তিনি বলেন, "একটি বাড়িতে আনন্দ নেই ৷ সেখানে শাঁখ, ঢাক বাজবে না ৷ মাথা নিচু হয়ে যায় এটা ভেবে, কোন আনন্দে আমরা একটা নতুন জামা গায়ে দেব !

জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে মীর এবং কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

তবে, পুজো নষ্ট হোক তা কখনই চান না মীর ৷ তিনি বলেন, "আমরা চাই না পুজোটা নষ্ট হোক ৷ তবে, আমাদের অভয়ার বাড়ির কথা মনে রাখতে হবে ৷ চিকিৎসকরা তাঁদের উৎসবে রয়েছেন ৷ বন্যায় যেখানে ভয়াবহ চিত্র ধারণ করেছে ৷ সেখানেও তাঁরা ছুটে গিয়েছেন ৷ মানুষের প্রাণ বাঁচানোটা একটা উৎসব ৷ ফলে ডাক্তাররাও উৎসবে ফিরেছেন ৷ শুধু দৃষ্টিভঙ্গিটা আলাদা ৷"

এ দিন মঞ্চ থেকে মীর বলেন, "জুনিয়র ডাক্তাররা খুবই সংগঠিত এবং সচেতন ৷ ভবিষ্যতে হয়তো আমরা পার্লামেন্টে এদের দেখতে পাব ৷ অন্তত সৎ বিচারবুদ্ধি এই ডাক্তারদের রয়েছে ৷ যাঁদের জন্য কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমরা ভোট দিয়েছি, তাঁরা আসলে কিছুই করতে পারলেন না ৷ অথচ তাঁরাই আমাদের জনপ্রতিনিধি ৷"

এই গণ কনভেনশনে বক্তব্য রাখেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায় ফুটে ওঠে জুনিয়র ডাক্তারদের আন্দোলেন প্রসঙ্গ ৷ তিনি বলেন, "এটি একটি ঐতিহাসিক আন্দোলন ৷ ছোটো শিশু থেকে বয়স্ক মানুষ সবাই বলছেন, উই ডিমান্ড জাস্টিস ৷ তাই ওদের বলে এলাম, যখন কর্পোরেট মেডিক্যাল জগতে ঢুকবেন তখন নিজেদের মেরুদণ্ডটা অক্ষুণ্ণ রাখবেন ৷ তা না-হলে না ইতিহাসটা নষ্ট হয়ে যাবে ৷"

উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ কলকাতার একটি শপিংমলে এসএসকেএম হাসপাতালের অনুষ্ঠান ছিল ৷ মূলত, আরজি কর ইস্যুতে একটি প্রতিবাদী অনুষ্ঠান ছিল সেটি ৷ কিন্তু, শেষ মুহূর্তে অনুষ্ঠানের আয়োজনের অনুমতি খারিজ করে দেয় মল কর্তৃপক্ষ ৷ যেখানে উপস্থিত থাকার কথা ছিল সঙ্গীত শিল্পী অন্বেষার ৷ তবে, শুক্রবার তিনি গণ কনভেনশনে উপস্থিত ছিলেন ৷ সেখানেই অন্বেষা বলেন, "যারা ক্ষমতায় আছে আমরা স্বাভাবিকভাবে বিপদে পড়লে, তাঁদের কাছে যাব অভিভাবক ভেবে ৷ কিন্তু এখন বিষয়টা উলটে গিয়েছে ৷ তারা একটা অস্বস্তিকর পরিবেশ গড়ে তুলেছে ৷ সঙ্গে আমাদের গণতান্ত্রিক অধিকারটাও তারা কেড়ে নিয়েছে ৷"

কলকাতা, 28 সেপ্টেম্বর: উৎসব নয়, পুজো টুকুই হোক এবার ৷ জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে এমনই পরামর্শ অভিনেতা তথা সঞ্চালক মীর আসরাফ আলির ৷ আরজি কর-কাণ্ডে 50 দিন পেরিয়ে গিয়েছে ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত জুনিয়র ডাক্তারদের এই গণ কনভেনশনে উপস্থিত ছিলেন পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায়ও ৷ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তাঁর বক্তব্য ছিল, ভবিষ্যতেও যেন এভাবেই মেরুদণ্ড অক্ষুণ্ণ রেখে নিজেদের কর্মক্ষেত্রে এগিয়ে যান তাঁরা ৷

হাতেগোনা আর কিছুদিন, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ প্রতিবছর সারা শহর আলোয় সেজে ওঠে এই সময়ে ৷ তবে, এই বছর দেখা গেল অন্য চিত্র ৷ এবছর শহর কলকাতায় পুজো হলেও, উৎসবের আমেজ নেই বললেই চলে ৷ আরজি করের ঘটনায় ন্যায় বিচারের আশায় দিন গুনছে সকলে ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফেরার কথা বলেছিলেন ৷ এই নিয়েই পালটা প্রশ্ন তুলেছেন মীর। তিনি বলেন, "একটি বাড়িতে আনন্দ নেই ৷ সেখানে শাঁখ, ঢাক বাজবে না ৷ মাথা নিচু হয়ে যায় এটা ভেবে, কোন আনন্দে আমরা একটা নতুন জামা গায়ে দেব !

জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে মীর এবং কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

তবে, পুজো নষ্ট হোক তা কখনই চান না মীর ৷ তিনি বলেন, "আমরা চাই না পুজোটা নষ্ট হোক ৷ তবে, আমাদের অভয়ার বাড়ির কথা মনে রাখতে হবে ৷ চিকিৎসকরা তাঁদের উৎসবে রয়েছেন ৷ বন্যায় যেখানে ভয়াবহ চিত্র ধারণ করেছে ৷ সেখানেও তাঁরা ছুটে গিয়েছেন ৷ মানুষের প্রাণ বাঁচানোটা একটা উৎসব ৷ ফলে ডাক্তাররাও উৎসবে ফিরেছেন ৷ শুধু দৃষ্টিভঙ্গিটা আলাদা ৷"

এ দিন মঞ্চ থেকে মীর বলেন, "জুনিয়র ডাক্তাররা খুবই সংগঠিত এবং সচেতন ৷ ভবিষ্যতে হয়তো আমরা পার্লামেন্টে এদের দেখতে পাব ৷ অন্তত সৎ বিচারবুদ্ধি এই ডাক্তারদের রয়েছে ৷ যাঁদের জন্য কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমরা ভোট দিয়েছি, তাঁরা আসলে কিছুই করতে পারলেন না ৷ অথচ তাঁরাই আমাদের জনপ্রতিনিধি ৷"

এই গণ কনভেনশনে বক্তব্য রাখেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায় ফুটে ওঠে জুনিয়র ডাক্তারদের আন্দোলেন প্রসঙ্গ ৷ তিনি বলেন, "এটি একটি ঐতিহাসিক আন্দোলন ৷ ছোটো শিশু থেকে বয়স্ক মানুষ সবাই বলছেন, উই ডিমান্ড জাস্টিস ৷ তাই ওদের বলে এলাম, যখন কর্পোরেট মেডিক্যাল জগতে ঢুকবেন তখন নিজেদের মেরুদণ্ডটা অক্ষুণ্ণ রাখবেন ৷ তা না-হলে না ইতিহাসটা নষ্ট হয়ে যাবে ৷"

উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ কলকাতার একটি শপিংমলে এসএসকেএম হাসপাতালের অনুষ্ঠান ছিল ৷ মূলত, আরজি কর ইস্যুতে একটি প্রতিবাদী অনুষ্ঠান ছিল সেটি ৷ কিন্তু, শেষ মুহূর্তে অনুষ্ঠানের আয়োজনের অনুমতি খারিজ করে দেয় মল কর্তৃপক্ষ ৷ যেখানে উপস্থিত থাকার কথা ছিল সঙ্গীত শিল্পী অন্বেষার ৷ তবে, শুক্রবার তিনি গণ কনভেনশনে উপস্থিত ছিলেন ৷ সেখানেই অন্বেষা বলেন, "যারা ক্ষমতায় আছে আমরা স্বাভাবিকভাবে বিপদে পড়লে, তাঁদের কাছে যাব অভিভাবক ভেবে ৷ কিন্তু এখন বিষয়টা উলটে গিয়েছে ৷ তারা একটা অস্বস্তিকর পরিবেশ গড়ে তুলেছে ৷ সঙ্গে আমাদের গণতান্ত্রিক অধিকারটাও তারা কেড়ে নিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.