মেমারি, 30 জুন: যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক নাবালিকার । ঘটনায় আহত হয়েছেন প্রায় 24 জন । রবিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে মেমারি-কাটোয়া রোডের দুর্গাডাঙা এলাকায় । আহতদের মধ্যে 18 জনকে উদ্ধার করে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । সেখানে এক শিশুকন্যার মৃত্যু হয় । তার নাম অন্বেষা কিস্কু (7) ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি সাতগাছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল । সেই সময় মেমারির দিক থেকে আসছিল একটা লরি । বাসটা দ্রুতগতিতে চলছিল বলে অভিযোগ । মেমারির দুর্গাডাঙা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা মারে । প্রচণ্ড জোরে ধাক্কার জেরে লরিটা আবার নিয়ন্ত্রণ হারিয়ে একটা স্কুটিকে ধাক্কা মারে ৷
অন্যদিকে স্কুটিটি একটা বাইকে ধাক্কা মেরে উলটে যায় । এদিকে বাসটি শেষে একটি ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা খায় । ঘটনায় প্রায় 24-25 জন আহত হয় ৷ তাদের মধ্যে 18 জনকে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ঘটনায় এক শিশুকন্যার মৃত্যু হয়েছে ৷ পুলিশ বাস ও লরিটি বাজেয়াপ্ত করেছে ।
এই বিষয়ে প্রত্যক্ষদর্শী অশোক সাহানী বলেন, "রাস্তায় কাজ চলছিল সেখানে দাঁড়িয়েছিলাম । হঠাৎ একটা আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি একটা বাস দুর্ঘটনা হয়েছে । বাসটা দুমড়ে মুচড়ে গিয়েছে । বেশ কয়েকজনের হাত মুখ ফেটে গিয়েছে । বাসটা সাতগাছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল । উলটো দিক থেকে লরিটা আসছিল । তাদের মুখোমুখি ধাক্কা লাগে । বাসের যাত্রীরা গুরুতর আহত হয় । একটা শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল ।"
আরেক প্রত্যক্ষদর্শী তথা মেমারির বাসিন্দা শেখ সোহেলের কথায়, "দুর্গাডাঙা এলাকায় বাইকে চেপে আসছিলাম । হঠাৎ দেখি দ্রুত গতিতে একটা বাস আসছে । আমি ভয়ে একদিকে সরে যাই । উলটো দিক থেকে একটা লরি আসছিল । বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা মারে । সেই ধাক্কায় লরিটা একটি স্কুটিকে ধাক্কা মারে । সেই স্কুটি ছিটকে আমার গাড়িতে ধাক্কা মারে । আমি পাশের মাঠে ছিটকে পড়ে যাই । এদিকে বাসটা একটা ইলেকট্রিক পোলে ধাক্কা মারে । সেখানে যারা ছিল কমবেশি আহত হয় । এরপর আহতদের উদ্ধার করা হয় ৷ বিভিন্ন স্টপেজে বাসগুলি বেশি যাত্রী তোলার জন্য সময় নেয় । এরপর নির্দিষ্ট সময়ে পৌঁছনোর জন্য দ্রুতগতিতে চলে । ফলে দুর্ঘটনা বাড়ছে । বাসটা নির্দিষ্ট গতিতে চললে নিয়ন্ত্রণ করতে পারত । দুর্ঘটনা এড়ানো যেত ৷"
বেপরোয়া বালি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হোমিওপ্যাথিক চিকিৎসকের ! গ্রেফতার চালক