ETV Bharat / state

চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ - MINOR GIRL RAPE ALIPURDUAR

ফালাকাটার পর ফের নাবালিকাকে ধর্ষণের ঘটনা আলিপুরদুয়ারের কুমারগ্রামে। গ্রেফতার এক অভিযুক্ত ৷

MINOR GIRL RAPE ALIPURDUAR
নাবালিকাকে ধর্ষণ (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 8:12 PM IST

আলিপুরদুয়ার, 2 নভেম্বর: ফালাকাটার পর ফের নাবালিকা ধর্ষণ ৷ এবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে। ঘটনায় গ্রেফতার এক। জয়গাঁও এবং ফালাকাটার পর আলিপুরদুয়ার জেলার প্রান্তিক ব্লক কুমারগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ।

চকোলেটের লোভ দেখিয়ে এক নাবালিকাকে স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ভারত ভুটান সীমান্তের কুমারগ্রাম থানা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, 9 বছরের ওই মেয়েটি কালীপুজোর প্রসাদ খেয়ে বাড়ির পিছনে খেলছিল। সেসময় অভিযুক্ত মেয়েটিকে প্রলোভন দেখিয়ে সংকোশ নদী পার করে স্থানীয় জঙ্গলে নিয়ে যায়। নির্জন জঙ্গলে মেয়েটিক ধর্ষণ করে ওই যুবক। ঘটনার কথা বাড়িতে জানালে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত।

দীর্ঘক্ষণ মেয়ের খোঁজ না-পেয়ে বাড়ির লোকজন মেয়েকে খুঁজতে বের হন। পথে ওই যুবকের সঙ্গে মেয়েকে আসতে দেখে বাড়ি নিয়ে যায় মেয়ের মা। বাড়ি ফিরে মেয়ের গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে দেখে মেয়েটির মা কী হয়েছে জানতে চাইলে মেয়ে সব কিছু খুলে বলে। এরপর মেয়েটির বাবা ওই প্রতিবেশী যুবককে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের ফাঁসি চাইছে পরিবার।

অতিরিক্ত রক্তপাতের কারণে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি নির্যাতিতাকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পাশবিক অত্যাচারের কারণে আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

শনিবার অভিযুক্ত ওই যুবককে আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল জানান, মেয়েটিকে খুব খারাপ অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। এখন অবশ্য সে অনেকটাই ভালো আছে।

আলিপুরদুয়ার, 2 নভেম্বর: ফালাকাটার পর ফের নাবালিকা ধর্ষণ ৷ এবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে। ঘটনায় গ্রেফতার এক। জয়গাঁও এবং ফালাকাটার পর আলিপুরদুয়ার জেলার প্রান্তিক ব্লক কুমারগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ।

চকোলেটের লোভ দেখিয়ে এক নাবালিকাকে স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ভারত ভুটান সীমান্তের কুমারগ্রাম থানা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, 9 বছরের ওই মেয়েটি কালীপুজোর প্রসাদ খেয়ে বাড়ির পিছনে খেলছিল। সেসময় অভিযুক্ত মেয়েটিকে প্রলোভন দেখিয়ে সংকোশ নদী পার করে স্থানীয় জঙ্গলে নিয়ে যায়। নির্জন জঙ্গলে মেয়েটিক ধর্ষণ করে ওই যুবক। ঘটনার কথা বাড়িতে জানালে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত।

দীর্ঘক্ষণ মেয়ের খোঁজ না-পেয়ে বাড়ির লোকজন মেয়েকে খুঁজতে বের হন। পথে ওই যুবকের সঙ্গে মেয়েকে আসতে দেখে বাড়ি নিয়ে যায় মেয়ের মা। বাড়ি ফিরে মেয়ের গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে দেখে মেয়েটির মা কী হয়েছে জানতে চাইলে মেয়ে সব কিছু খুলে বলে। এরপর মেয়েটির বাবা ওই প্রতিবেশী যুবককে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের ফাঁসি চাইছে পরিবার।

অতিরিক্ত রক্তপাতের কারণে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি নির্যাতিতাকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পাশবিক অত্যাচারের কারণে আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

শনিবার অভিযুক্ত ওই যুবককে আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল জানান, মেয়েটিকে খুব খারাপ অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। এখন অবশ্য সে অনেকটাই ভালো আছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.