ETV Bharat / state

'রাত দখলের নামে মাতালদের গুন্ডামি', ঋতুপর্ণার হেনস্তা টেনে বেফাঁস মন্ত্রী চন্দ্রনাথ - Minister Slams Raat Dokhol

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 9:38 PM IST

Chandranath Sinha: রাত দখল কর্মসূচির নাম করে সিপিএম, বিজেপির ঝান্ডা হাতে গুন্ডামি হচ্ছে রাস্তায় ৷ বললেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ তাই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্তা হতে হয়েছে ৷ তাঁর এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে ৷

Minister Chandranath Sinha
কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ (ইটিভি ভারত)

মুরারই (বীরভূম), 7 সেপ্টেম্বর: রাত দখলের নামে সিপিএম ও বিজেপির ঝান্ডা হাতে কয়েকজন মাতলামি করছে, এমন বেঁফাস মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ শনিবার বীরভূমের মুরারইয়ে একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "রাত দখলের নামে মাতালদের গুণ্ডামি চলছে" ৷

কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ (ইটিভি ভারত)

আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে 4 সেপ্টেম্বর রাত দখল কর্মসূচিতে অংশ নিতে শ্যামবাজার পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ সেখানে তাঁকে এই কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হয়নি ৷ অভিনেত্রীকে দেখে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয় ৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হয় ৷

এই প্রসঙ্গ তোলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ বিজেপি-সিপিআইএমকে নিশানা করে চন্দ্রনাথ সিংহ বলেন, "বিজেপি-সিপিএমের ঝান্ডা নিয়ে যাঁরা মাতলামো করছে, তাঁদের বাংলার মানুষ ক্ষমা করবে না ৷" আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুনের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে উত্তাল রাজ্য ৷ 'মেয়েদের রাত দখল' কর্মসূচিও চলছে দফায় দফায় ৷ সেই আবহে রাত দখল নিয়ে বিস্ফোরক রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷

তিনি বলেন, "রাত দখলে যাওয়ায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্থা করেছে ৷ সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে মাতলামি করেছে ৷ ঋতুপর্ণা একজন জনপ্রিয় বাংলা নায়িকা আন্দোলনে গিয়েছিলেন ৷ আমরা কী দেখলাম, ঋতুপর্ণাকে অপমানিত হতে হল ৷ সেখানে কিছু মানুষ মদ খেয়ে আসে ৷ ঋতুপর্ণা অভিনেত্রীর তকমা ফেলে দিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে এসেছিল আন্দোলনে নেতৃত্ব দিতে ৷ কিন্তু তাঁকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হল না ৷"

মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আরও বলেন, "রাত দখলের নামে মাতলদের গুন্ডামি চলছে ৷ বিজেপি-সিপিএমের ঝান্ডা নিয়ে মাতলামো করছে, যা বাংলার মানুষ ক্ষমা করবে না ৷ এই ধরনের বিশৃঙ্খলা, অরাজকতার বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল কর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে ৷ অপশক্তির মোকাবিলা করতে হবে ৷ বাংলার মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় ।" তবে মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের মন্তব্যে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ৷

মুরারই (বীরভূম), 7 সেপ্টেম্বর: রাত দখলের নামে সিপিএম ও বিজেপির ঝান্ডা হাতে কয়েকজন মাতলামি করছে, এমন বেঁফাস মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ শনিবার বীরভূমের মুরারইয়ে একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "রাত দখলের নামে মাতালদের গুণ্ডামি চলছে" ৷

কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ (ইটিভি ভারত)

আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে 4 সেপ্টেম্বর রাত দখল কর্মসূচিতে অংশ নিতে শ্যামবাজার পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ সেখানে তাঁকে এই কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হয়নি ৷ অভিনেত্রীকে দেখে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয় ৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হয় ৷

এই প্রসঙ্গ তোলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ বিজেপি-সিপিআইএমকে নিশানা করে চন্দ্রনাথ সিংহ বলেন, "বিজেপি-সিপিএমের ঝান্ডা নিয়ে যাঁরা মাতলামো করছে, তাঁদের বাংলার মানুষ ক্ষমা করবে না ৷" আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুনের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে উত্তাল রাজ্য ৷ 'মেয়েদের রাত দখল' কর্মসূচিও চলছে দফায় দফায় ৷ সেই আবহে রাত দখল নিয়ে বিস্ফোরক রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷

তিনি বলেন, "রাত দখলে যাওয়ায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্থা করেছে ৷ সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে মাতলামি করেছে ৷ ঋতুপর্ণা একজন জনপ্রিয় বাংলা নায়িকা আন্দোলনে গিয়েছিলেন ৷ আমরা কী দেখলাম, ঋতুপর্ণাকে অপমানিত হতে হল ৷ সেখানে কিছু মানুষ মদ খেয়ে আসে ৷ ঋতুপর্ণা অভিনেত্রীর তকমা ফেলে দিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে এসেছিল আন্দোলনে নেতৃত্ব দিতে ৷ কিন্তু তাঁকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হল না ৷"

মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আরও বলেন, "রাত দখলের নামে মাতলদের গুন্ডামি চলছে ৷ বিজেপি-সিপিএমের ঝান্ডা নিয়ে মাতলামো করছে, যা বাংলার মানুষ ক্ষমা করবে না ৷ এই ধরনের বিশৃঙ্খলা, অরাজকতার বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল কর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে ৷ অপশক্তির মোকাবিলা করতে হবে ৷ বাংলার মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় ।" তবে মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের মন্তব্যে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.