বংশীহারী, 31 অগস্ট: বংশীহারীতে নির্যাতিতা পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর সঙ্গে হাসপাতালে গিয়ে শুক্রবার দেখা করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। দিলেন পাশে থাকার আশ্বাস ৷ এই ঘটনার প্রতিবাদে এদিন পথে নামে আদিবাসী সমাজ ৷ দৌলতপুরে সকাল থেকে বাসস্ট্যান্ডের তিন মাথা মোড়ে 512 জাতীয় সড়কে পথ অবরোধ করেন আদিবাসী যৌথ মঞ্চের সদস্যরা ৷
শুক্রবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতিতা স্কুলছাত্রীর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন বীরবাহা হাঁসদা ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবি তুললেন রাজ্যের মন্ত্রী। এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি ৷ মন্ত্রী বলেন, "খুব তাড়াতাড়ি দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয়, তার ব্যবস্থা করা হবে ৷ এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, তারা মানুষের নামে কলঙ্ক ৷ আমরা চাই, সবাই সুস্থ থাকুক। এরকম ধরনের কাজ যেন কেউ না-করে।"
বুধবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে পঞ্চম শ্রেণির এক আদিবাাসী স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে এক যুবক। এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ ৷ সেইসঙ্গে আগামী 2 সেপ্টেম্বর জেলাজুড়ে বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠনগুলি ৷ এরইমাঝে শুক্রবার নির্যাতিতার সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী।
অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে পথে নামে আদিবাসী সমাজ ৷ দৌলতপুরে আদিবাসী যৌথ মঞ্চের ডাকে এদিন সকাল থেকে বাসস্ট্যান্ডের তিন মাথা মোড়ে 512 জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ সকলেরই হাতে ছিল লাঠি, গাছের ডাল, কুড়াল, তীর ও ধনুক এবং সাবল ৷ ধামসা মাদলের তালে ধর্ষকের ফাঁসি চাই, জোরাল আওয়াজ তোলেন তাঁরা ৷ চার ঘণ্টা অবরোধের জেরে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন জাতীয় সড়কের দুই ধারে দাঁড়িয়ে পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ আধিকারিকরা ৷
বিক্ষোভকারীদের আশ্বাস করেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার ৷ তিনি বলেন, " 28 তারিখ রাতে একটা দুর্ঘটনা ঘটেছে ৷ এক নাবালিকার সঙ্গে ওই গ্রামেরই এক যুবক পাশবিক অত্যাচার করেছে ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে এবং বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওই গ্রামে ছুটে যাই ৷ এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় ৷ ওই বাচ্চা মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে ৷ মহকুমা আদালতে আইনের পরিপ্রেক্ষিতে ওই যুবকের কঠোরতম শাস্তির আবেদন করেছি আমরা ৷"
এই বিষয়ে আদিবাসী যৌথ মঞ্চের সদস্য নরেশ হেমব্রম বলেন, "গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে পঞ্চম শ্রেণfর ছাত্রীকে ওই গ্রামের যুবক ধর্ষণ করে ৷ পরবর্তীতে তাকে খুন করবার চক্রান্ত করলে তার মা বাঁচাতে আসে ৷ ধর্ষণকারী শিশুটির মাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় ৷ আমরা চাই পুলিশ দোষীর উপযুক্ত শাস্তি দিক।"