কলকাতা, 12 জুন: ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে আগামী 16 জুন, রবিবার ৷ সেকথা মাথায় রেখে ওইদিন মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী, অভিভাবক এবং কর্মীদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত। বুধবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷
পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নর্থ-সাউথ করিডর অর্থাৎ ব্লু লাইনে সকাল 7 টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা। সাধারণত রবিবার ব্লু লাইনে সারাদিনে 130টি মেট্রো চলে ৷ তবে ইউপিএসসি পরীক্ষার কথা মাথায় রেখে ওইদিন ব্লু লাইনে চলবে 138টি মেট্রো । যার মধ্যে থাকবে 69টি আপ ও 69টি ডাউন পরিষেবা। এর মধ্যে 133টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করবে (65টি আপ ও 68টি ডাউন)। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আপ ও ডাউন লাইনে প্রতি 30 মিনিট অন্তর পাওয়া যাবে একটি করে মেট্রো। অপরিবর্তিত থাকছে শেষ মেট্রোর সময়ও।
16 জুন দিনের প্রথম পরিষেবার সময় :
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 7টায় ।
দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 7টায় ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 7টা 15 মিনিটে ।
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার জন্য সকাল 9টার পরিবর্তে দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7টা 30 মিনিটে ।
16 জুন দিনের শেষ পরিষেবা :
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার জন্য মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ, অন্যান্য রবিবারের মতো ওইদিনও শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 27 মিনিটে ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ, অন্যান্য রবিবারের মতো ওই দিনও শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে ।
দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অন্যান্য রবিবারের মতো ওই দিনও দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ।