কলকাতা, 8 ফেব্রুয়ারি: স্কুলের অ্য়াকাউন্ট থেকে টাকা সরিয়ে অন্য সংস্থায় খাটানোর অভিযোগ স্কুলের প্রশাসক কমিটির সদস্যের বিরুদ্ধে ৷ অ্যাকাউন্ট থেকে মোট 10 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ দায়ের করেছিল স্কুল কর্তৃপক্ষ ৷ তদন্তে নেমে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে হেয়ারস্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম কৃষ্ণ দামানি।
পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি ধাপে ধাপে স্কুলের অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা সরিয়েছেন। এরপরই স্কুল কর্তৃপক্ষের হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ এরপর বৃহস্পতিবারই ওই ব্যক্তিকে স্কুল চত্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ ।জানা গিয়েছে, 2020 সালের এপ্রিল মাস থেকে 2023-এর জুন মাস পর্যন্ত তছরুপ হওয়া টাকার পরিমাণ প্রায় 10 কোটি টাকা।
এসব দেখে চোখ কপালে ওঠার জোগার তদন্তকারীদের । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "আমরা ওই সংস্থাটির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং লেনদেনের তথ্য খতিয়ে দেখছি।" এছাড়াও সংস্থার মালিক কে এবং সেখানে কী ধরনের কাজ হয়- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর। ইতিমধ্যেই ওই ব্যক্তি যে সংস্থায় টাকা সরিয়েছিলেন সেই বিষয় খোঁজ নিতে শুরু করে লালবাজার।
পাশাপাশি ,ঘটনার সঙ্গে প্রভাবশালী কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কলকাতার আরএন মুখার্জি রোডে ওই ব্যক্তির একটি অফিস রয়েছে। সেখানে যাতায়াত করতেন তিনি ৷ তবে তদন্তকারীদের দাবি, একটি স্কুলের অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তি 10 কোটি টাকা সরিয়েছেন ৷ আর তার কোনও আভাস পেলেন না কেউ ৷ সেই বিষয়টিও রহস্যময় বলে দাবি করছেন তদন্তকারীরা। এই ঘটনায় সংশ্লিষ্ট স্কুলের আধিকারিকদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: