কলকাতা, 26 সেপ্টেম্বর: আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে এসএফআই, ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে অবস্থান বিক্ষোভ চলছে গত 3 সেপ্টেম্বর থেকে ৷ বুধবার সেই কর্মসূচিতে সংহতি জানিয়ে অবস্থান মঞ্চে উপস্থিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ৷
এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেন, "এত জোরালো প্রতিবাদ যে, সব ধর্মবর্ণ উপেক্ষা করে মানুষ এককাট্টা হয়েছে ৷ সুতরাং, বিচারের জন্য গণআন্দোলনের সাক্ষী থাকল গোটা রাজ্য ৷" এদিন সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ তাঁর অবস্থান মঞ্চে আসার থাকার কথা থাকলেও বৃষ্টির কারণে পৌঁছতে অনেকটাই দেরি হয় ৷ এই অবস্থান মঞ্চে বামমনস্ক বহু বুদ্ধিজীবী, শিল্পী, কলাকুশলীরা উপস্থিত ছিলেন ৷ আরজি করের সংহতিতে তাঁরা বক্তৃতা দিয়েছেন ৷
আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তায় নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ ৷ তাঁরা প্রতিবাদ জানিয়েছেন, স্লোগানে গলা মিলিয়েছেন ৷ আরজি করের তরুণী পড়ুয়া-চিকিৎসক ধর্ষণ ও খুনে অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনকারীদের মিথ্যা মামলায় আটক করেছে পুলিশ ৷ আজ বৃহস্পতিবার তাঁদের মুক্তির দাবিতে ধর্মতলায় বামপন্থী ছাত্র-যুব-মহিলাদের প্রতিবাদী সমাবেশ রয়েছে ৷
তার আগের রাতে শ্যমবাজারের প্রতিবাদ মঞ্চে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যর উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ ৷ এদিন মীরা ভট্টাচার্য বলেন, "নির্যাতিতার বিচারের দাবিতে মানুষ রাস্তায় নামছেন, গণআন্দোলনের আকার নিয়েছে ৷ বিচারের দাবি তুলছেন ৷ এমনটা কখনও দেখেছেন ? কেউ কখনও এমন ছবি দেখেননি ৷"
এদিকে সিপিএম সূত্রে খবর, আপাতত বৃহস্পতিবারই শেষ হচ্ছে বাম ছাত্র-যুবদের অবস্থান ৷ বেলা 1টায় হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হবে ৷ কলকাতা জেলার মিছিল শুরু হবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের 3নং গেট থেকে বেলা 12 টায় ৷ এছাড়া আরও দু'টি মিছিল ধর্মতলায় পৌঁছানোর কথা রয়েছে ৷