মেদিনীপুর, 20 অক্টোবর: সামনেই মেদিনীপুরে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ নাম ঘোষণা হতেই নিজের কেন্দ্রে প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় । এ দিন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের আশির্বাদ নিয়ে সকাল সকাল প্রচার সারলেন তিনি ৷ জেতার ব্যাপারে 100 শতাংশ আশাবাদী শুভজিৎ রায় ৷
কে এই শুভজিৎ ?
শুভজিৎ রায় মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা ৷ পেশায় তিনি মেদিনীপুর জাজ কোর্টের আইনজীবী । এলাকায় বান্টি নামে পরিচিত তিনি ৷ 2004 সাল থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত শুভজিৎ । এক সময় এবিভিপি করে আসা এই বিজেপি নেতা এবারে শাসকদলের বিরুদ্ধে বিধানসভা আসনে লড়াই করবেন ।
2011 সালে রাজ্যে পালাবদলের পর মেদিনীপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী প্রয়াত মৃগেন মাইতির বিরুদ্ধে লড়াই করেছিলেন শুভজিৎ রায় । তবে সেবার বিশেষ প্রভাব ফেলতে পারেননি ৷ সেই যাত্রায় তিনি বিপুল ভোটে হেরে যান । এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর । তবে তিনি থেমে থাকেননি । দু'বার পুরসভা ভোটে লড়াই করেছেন ৷ কিন্তু দুই ক্ষেত্রেই সামান্য ভোটে পরাজয় হয়েছে তাঁর ।
2022 সালের পুরসভা ভোটে শুভজিৎ রায় তৃণমূল প্রার্থী গোলক বিহারী মাঝির কাছে পরাজিত হন । এরপর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 2024 লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে তিনি প্রচারে বেরিয়েছিলেন । শুভজিৎ যেমন একদিকে দিলীপ ঘোষের সফরসঙ্গী, তেমনই আবার শুভেন্দু অধিকারীরও প্রিয় পাত্র । যতবার মেদিনীপুরে প্রচার এসেছেন, ততবারই তিনি শুভেন্দুর অনুগামী হয়ে কাজ করেছেন । এবার তিনি লড়াই করবেন মেদিনীপুরের উপনির্বাচনে ।
শনিবার রাতে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ পরের দিন অর্থাৎ রবিবার সকালেই প্রচারে নেমে পড়লেন শুভজিৎ রায় । প্রথমে মন্দিরে মন্দিরে গেলেন পুজো দিতে । তারই মধ্যে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সঙ্গেও সাক্ষাৎ করে নিলেন । পা ছুঁয়ে প্রণাম করলেন তাঁর ৷ এরপর একাধিক কর্মসূচি নিয়ে নেমে পড়লেন প্রচারে ।
এ বিষয়ে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় এ দিন বলেন, "বিগত বিধায়ক পাঁচ বছর কমপ্লিট করতে পারেননি । ফলে তিনি কোনও কাজও করেননি । মেদিনীপুরের যা অবস্থা, তাতে বিধায়কের কাজের কোনও উল্লেখ নেই । তিন বছর মাত্র ছিলেন তিনি । তাই মেদিনীপুরের সকল বিষয়ে বিধায়কের কী কাজ সেটা দেখানো দরকার । মেদিনীপুরের সকল মানুষ আমাদের সঙ্গে আছে বলেই আমি জেতার বিষয়ে বিশ্বাসী ।"
উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন জুন মালিয়া ৷ তবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে তাঁকে প্রার্থী করে শাসকদল ৷ তাতে তিনি জয়লাভ করেন ৷ এরপরেই বিধায়ক থেকে সাংসদ হন তিনি ৷ তাঁর আসনটি খালি হওয়ায় মেদিনীপুরে ফের উপনির্বাচন হতে চলেছে ৷