কলকাতা, 16 জুন: শেষ হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার । অস্ত্রোপচারের পর তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ এ কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতালের তরফে জানানো হয়েছে, আজ সকালেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । ছোট একটি সার্জারি করা হয় তাঁর । তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল । তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ৷
সূত্রের খবর, রবিবার সকাল আটটা নাগাদ অভিষেক বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে যান ৷ সকাল ন'টার সময় হাসপাতালে ভর্তি হন ডায়মন্ড হারবারের সাংসদ । তাঁর চিকিৎসার জন্য এটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় । চিকিৎসক আদীশ বসুর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন তিনি ।
আজ দুপুরে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়, "লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে ৷ তিনি এখন স্থিতিশীল আছেন ৷" ডায়মন্ড হারবারের সাংসদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে হাসপাতালের তরফে ৷ তবে তাঁর কীসের অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে হাসপাতাল বা অভিষেকের দলের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ৷ হাসপাতালে তাঁকে আজ দেখতে যান সুজিত বসু ।
দিনকয়েক আগেই চিকিৎসার জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই বিরতির মাঝেও নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে জয়ের উৎসবে সামিল হন তিনি ৷ সেখান থেকে ফিরেই আর দেরি না-করে রবিবাসরীয় সকালে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিষেক ।
এর আগে, একাধিকবার চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেখা গিয়েছে তাঁকে । চোখের সমস্যার জন্য একাধিকবার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি । নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই 'নবজোয়ার যাত্রা'য় মাইলের পর মাইল পরিক্রমা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এছাড়া লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কেন্দ্রে সভাও করতে দেখা যায় অভিষেককে । তবে লোকসভা নির্বাচন সম্পূর্ণ শেষ হওয়ার পরেই সোশাল মিডিয়ায় নিজের চিকিৎসা করানোর কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷