ETV Bharat / state

সুশান্তকাণ্ডে ফিরহাদ-বিক্রম, ভিন্ন সুরে পুলিশ-স্তুতি মেয়র পারিষদদের

কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে দুষ্কৃতী ৷ ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম পুলিশের নিন্দা করেছেন ৷ মেয়র পারিষদরা কে কী বললেন ?

Councillors have different opinion
মতপার্থক্য মেয়র পারিষদের ভাবনায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 16 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় পুলিশের সমালোচনা করেছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর ঠিক উলটো সুর গাইলেন কলকাতা পুরনিগমের মেয়র পরিষদের অন্য সদস্যরা ৷ শনিবার সকালে এই ঘটনায় মূল অভিযুক্ত আফরোজ খানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ৷

এরপর সুশান্তকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে মতানৈক্য দেখা দিল শাসকদলের কাউন্সিলরদের মধ্যেই ৷ এই ঘটনায় পুলিশের সাফল্য দেখছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ অন্যদিকে, কলকাতাকে নিরাপদ শহর বলে আখ্যা দিলেন সন্দীপন সাহা ৷ ঘটনাটি দুর্ভাগ্যজনক ও উদ্বেগের বিষয়, এমনই মত আরেক মেয়র পারিষদ অসীম বসুর ৷

কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম দলীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশের ভূমিকায় মেজাজ হারান ৷ তিনি বলেন, "কোথায় গোয়েন্দারা ? কেন মুখ্যমন্ত্রী বলার পরেও পুলিশ ভিন রাজ্য থেকে আসা অপরাধীদের বা অস্ত্র আটকাতে পারছে না ? আমাদের যেমন পুর-পরিষেবা দেওয়া কাজ, তেমনই অপরাধী ঠেকানোর কাজ পুলিশের ৷ সেটা তাঁরা সঠিকভাবে করছেন না কেন ?"

পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তুলছেন খোদ কলকাতার মহানাগরিক তখন মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "ঘটনা দুর্ভাগ্যজনক ৷ তবে পুলিশকে ধন্যবাদ জানাব । কারণ পুলিশ সঙ্গে সঙ্গে দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ৷ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি না ৷ এই শহরের প্রতিটি মানুষ নিরাপদে রয়েছেন। আমারও আছি ৷ ঘটনায় কলকাতা পুলিশের ব্যর্থতা আছে বলে মনে করি না। বরং এটা পুলিশের সাফল্য যে তারা সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে ৷" তিনি দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিও ৷

মেয়র পরিষদ সন্দীপন সাহার কথায়, "দুষ্কৃতীরা এই রাজ্যের নয় ৷ কলকাতা যে নিরাপদ শহর, তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে ৷ কেন্দ্রকে দেখতে হবে যাতে অন্য রাজ্য থেকে কেউ এই রাজ্যে এসে অশান্তি করতে না পারে ৷ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি ৷ তখন নিরাপত্তার অভাব বোধ করিনি, আজ একটা দুষ্কৃতীর থেকে আমরা নিরাপত্তাহীন মনে করব !" মেয়র পারিষদ অসীম বসু বলেন, "ঘটনাটি দুর্ভাগ্যজনক ৷ ঈশ্বরের কৃপায় কিছু হয়নি ৷ বিশ্বাস আছে পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেবে ৷ এমন ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক হবেই ৷ সেটা সাময়িক ভাবে কাটিয়ে উঠেছি ৷ পুলিশের উপর আস্থা আছে ৷"

কলকাতা, 16 নভেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় পুলিশের সমালোচনা করেছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর ঠিক উলটো সুর গাইলেন কলকাতা পুরনিগমের মেয়র পরিষদের অন্য সদস্যরা ৷ শনিবার সকালে এই ঘটনায় মূল অভিযুক্ত আফরোজ খানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ৷

এরপর সুশান্তকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে মতানৈক্য দেখা দিল শাসকদলের কাউন্সিলরদের মধ্যেই ৷ এই ঘটনায় পুলিশের সাফল্য দেখছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ অন্যদিকে, কলকাতাকে নিরাপদ শহর বলে আখ্যা দিলেন সন্দীপন সাহা ৷ ঘটনাটি দুর্ভাগ্যজনক ও উদ্বেগের বিষয়, এমনই মত আরেক মেয়র পারিষদ অসীম বসুর ৷

কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম দলীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশের ভূমিকায় মেজাজ হারান ৷ তিনি বলেন, "কোথায় গোয়েন্দারা ? কেন মুখ্যমন্ত্রী বলার পরেও পুলিশ ভিন রাজ্য থেকে আসা অপরাধীদের বা অস্ত্র আটকাতে পারছে না ? আমাদের যেমন পুর-পরিষেবা দেওয়া কাজ, তেমনই অপরাধী ঠেকানোর কাজ পুলিশের ৷ সেটা তাঁরা সঠিকভাবে করছেন না কেন ?"

পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তুলছেন খোদ কলকাতার মহানাগরিক তখন মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "ঘটনা দুর্ভাগ্যজনক ৷ তবে পুলিশকে ধন্যবাদ জানাব । কারণ পুলিশ সঙ্গে সঙ্গে দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ৷ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি না ৷ এই শহরের প্রতিটি মানুষ নিরাপদে রয়েছেন। আমারও আছি ৷ ঘটনায় কলকাতা পুলিশের ব্যর্থতা আছে বলে মনে করি না। বরং এটা পুলিশের সাফল্য যে তারা সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে ৷" তিনি দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিও ৷

মেয়র পরিষদ সন্দীপন সাহার কথায়, "দুষ্কৃতীরা এই রাজ্যের নয় ৷ কলকাতা যে নিরাপদ শহর, তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে ৷ কেন্দ্রকে দেখতে হবে যাতে অন্য রাজ্য থেকে কেউ এই রাজ্যে এসে অশান্তি করতে না পারে ৷ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি ৷ তখন নিরাপত্তার অভাব বোধ করিনি, আজ একটা দুষ্কৃতীর থেকে আমরা নিরাপত্তাহীন মনে করব !" মেয়র পারিষদ অসীম বসু বলেন, "ঘটনাটি দুর্ভাগ্যজনক ৷ ঈশ্বরের কৃপায় কিছু হয়নি ৷ বিশ্বাস আছে পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেবে ৷ এমন ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক হবেই ৷ সেটা সাময়িক ভাবে কাটিয়ে উঠেছি ৷ পুলিশের উপর আস্থা আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.