ETV Bharat / state

রিপোর্ট নেগেটিভ, যুবকের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি কেন লিখল আরজি কর ? প্রশ্ন মেয়র ফিরহাদের

শুক্রবার গভীর রাতে আরজি কর হাসপাতালে এক যুবকের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম ৷

Mayor Firhad Hakim
মেয়র ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 5:26 PM IST

কলকাতা, 9 নভেম্বর: অন্যান্য বছর ডেঙ্গির দাপটে ঘুম ছুটত প্রশাসনিক মহলের ৷ কলকাতা পুরনিগমের দেওয়া তথ্য অনুযায়ী, গতবারের তুলনায় এবার শহরে ডেঙ্গি কমেছে 93 শতাংশ ৷ এদিকে সরকারি হাসপাতালে এক যুবকের মৃত্যুর শংসাপত্রে কারণ হিসাবে ডেঙ্গি উল্লেখ করা হয়েছে ৷ তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির কথা বলা হয়নি ৷ তাহলে মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ ডেঙ্গি কেন ? প্রশ্ন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷

তিনি গোটা বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানিয়ে তদন্ত করার অনুরোধ করেছেন ৷ 8 নভেম্বর রাত দেড়টা নাগাদ জোড়াবাগান এলাকার এক যুবক বিট্টিু সিংহের (36) মৃত্যু হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ তাঁর ডেঙ্গি হয়েছে কি না, তা জানতে রক্ত পরীক্ষা করা হয়েছিল একটি বেসরকারি সংস্থা থেকে ৷ এদিকে আরজি কর হাসপাতাল যুবকের শংসাপত্রে মৃত্যুর কারণ হিসাবে 'ডেঙ্গি জ্বর' লিখেছে ৷ স্বভাবতই এতে মৃত্যুর কারণ নিয়ে একদিকে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, অন্যদিকে প্রশ্ন উঠেছে ৷

ডেঙ্গিতে যুবকের মৃত্যু কীভাবে, প্রশ্ন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (ইটিভি ভারত)

কলকাতা পুরনিগমের তরফে দাবি, বেসরকারি সংস্থায় আইজিএম রক্ত পরীক্ষা করা হয়েছিল ৷ সেই রিপোর্ট নেগেটিভ ৷ হাসপাতালের নিজস্ব রেকর্ডে যুবকের অতীতে ডেঙ্গি হয়েছিল বলে জানানো হয়েছে ৷ তাঁকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা ন্যূনতম যে পরীক্ষাগুলি করেছেন, তাতে ডেঙ্গি পাওয়া যায়নি ৷ তার পরেও কীভাবে ডেঙ্গির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, ডেথসার্টিফিকেটে এমনটা উল্লেখ করা হল ? কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের তরফে ওই রোগীর সব রিপোর্ট সংগ্রহ করা হয়েছে ৷

এই ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাকে বললেন, আইজিএম রিপোর্টে ডেঙ্গি ছিল না ৷ শুধু ডেঙ্গি লিখে দিলেই হবে না ৷ ডেঙ্গি হয়েছে বলার আগে তার সমর্থনে একটা রিপোর্ট দরকার ৷ সেটা কোথায় ? আইজিএম রিপোর্ট নেগেটিভ, কিছু পাওয়া যায়নি ৷ যুবক জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ৷ তার মানেই সেটা ডেঙ্গি নয় ৷ কোন অসুখে মৃত্যু, সেটা তো পরীক্ষার রিপোর্ট থেকেই জানা যাবে ৷"

মৃত্যুর সঠিক কারণ কী ? এই প্রসঙ্গে মেয়র বলেন, "আমি স্বাস্থ্য ভবনকে বলেছি এটার তদন্ত করুন ৷ তবু ওই যুবকের বাড়ির চারদিক পরিষ্কার করা, মশা লার্ভা স্প্রে করার কাজ করছি ৷ ডেঙ্গি এবছর খুবই কম ৷ তার কারণ প্রশাসনিক তৎপরতা আছে ৷ নাগরিক সচেতনতাও আছে ৷"

কলকাতা, 9 নভেম্বর: অন্যান্য বছর ডেঙ্গির দাপটে ঘুম ছুটত প্রশাসনিক মহলের ৷ কলকাতা পুরনিগমের দেওয়া তথ্য অনুযায়ী, গতবারের তুলনায় এবার শহরে ডেঙ্গি কমেছে 93 শতাংশ ৷ এদিকে সরকারি হাসপাতালে এক যুবকের মৃত্যুর শংসাপত্রে কারণ হিসাবে ডেঙ্গি উল্লেখ করা হয়েছে ৷ তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির কথা বলা হয়নি ৷ তাহলে মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ ডেঙ্গি কেন ? প্রশ্ন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷

তিনি গোটা বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানিয়ে তদন্ত করার অনুরোধ করেছেন ৷ 8 নভেম্বর রাত দেড়টা নাগাদ জোড়াবাগান এলাকার এক যুবক বিট্টিু সিংহের (36) মৃত্যু হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ তাঁর ডেঙ্গি হয়েছে কি না, তা জানতে রক্ত পরীক্ষা করা হয়েছিল একটি বেসরকারি সংস্থা থেকে ৷ এদিকে আরজি কর হাসপাতাল যুবকের শংসাপত্রে মৃত্যুর কারণ হিসাবে 'ডেঙ্গি জ্বর' লিখেছে ৷ স্বভাবতই এতে মৃত্যুর কারণ নিয়ে একদিকে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, অন্যদিকে প্রশ্ন উঠেছে ৷

ডেঙ্গিতে যুবকের মৃত্যু কীভাবে, প্রশ্ন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (ইটিভি ভারত)

কলকাতা পুরনিগমের তরফে দাবি, বেসরকারি সংস্থায় আইজিএম রক্ত পরীক্ষা করা হয়েছিল ৷ সেই রিপোর্ট নেগেটিভ ৷ হাসপাতালের নিজস্ব রেকর্ডে যুবকের অতীতে ডেঙ্গি হয়েছিল বলে জানানো হয়েছে ৷ তাঁকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা ন্যূনতম যে পরীক্ষাগুলি করেছেন, তাতে ডেঙ্গি পাওয়া যায়নি ৷ তার পরেও কীভাবে ডেঙ্গির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, ডেথসার্টিফিকেটে এমনটা উল্লেখ করা হল ? কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের তরফে ওই রোগীর সব রিপোর্ট সংগ্রহ করা হয়েছে ৷

এই ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাকে বললেন, আইজিএম রিপোর্টে ডেঙ্গি ছিল না ৷ শুধু ডেঙ্গি লিখে দিলেই হবে না ৷ ডেঙ্গি হয়েছে বলার আগে তার সমর্থনে একটা রিপোর্ট দরকার ৷ সেটা কোথায় ? আইজিএম রিপোর্ট নেগেটিভ, কিছু পাওয়া যায়নি ৷ যুবক জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ৷ তার মানেই সেটা ডেঙ্গি নয় ৷ কোন অসুখে মৃত্যু, সেটা তো পরীক্ষার রিপোর্ট থেকেই জানা যাবে ৷"

মৃত্যুর সঠিক কারণ কী ? এই প্রসঙ্গে মেয়র বলেন, "আমি স্বাস্থ্য ভবনকে বলেছি এটার তদন্ত করুন ৷ তবু ওই যুবকের বাড়ির চারদিক পরিষ্কার করা, মশা লার্ভা স্প্রে করার কাজ করছি ৷ ডেঙ্গি এবছর খুবই কম ৷ তার কারণ প্রশাসনিক তৎপরতা আছে ৷ নাগরিক সচেতনতাও আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.