ETV Bharat / state

কোষাগারে টান, কলকাতা পৌরনিগমের বাজেটে কাটছাঁটের আশঙ্কা - KMC budget for 2024

Kolkata Municipal Corporation Budget: আজ কলকাতা পৌরনিগমের নতুন অর্থবর্ষের বাজেট ৷ বাজেটে ঘাটতি কমানোর দিকে জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ মেয়র ফিরহাদ হাকিম বাজেট পেশ করবেন ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগমের বাজেট
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 10:46 AM IST

Updated : Feb 17, 2024, 11:43 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: ঘাটতির পরিমাণ কমানোই বাজেটে লক্ষ্য ফিরহাদের ৷ বরাদ্দের বিভিন্ন খাতে কাটছাঁট হতে পারে ৷ শনিবার দুপুরে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম ৷ কোষাগারের হালহকিকতের ছবি অনেকটাই স্পষ্ট হবে ৷

তবে চলতি পৌর বোর্ডের বাজেটে এবার মূল লক্ষ্য গত অর্থবর্ষের তুলনায় ঘাটতি কমানো ৷ আর তার জন্য বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ কমবেশি কাটছাঁট হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে ৷ কলকাতা পৌরনিগমের 2022-23 অর্থবর্ষে ফিরহাদ হাকিমের পেশ করা বাজেটে 177 কোটি টাকার ঘাটতি বাজেট ছিল ৷ 2023-24 অর্থাৎ চলতি অর্থবর্ষে সেই ঘাটতি কিছুটা কমে 144 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন ৷

আজ 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন ফিরহাদ ৷ চলতি অর্থবর্ষে সম্পত্তি কর, বিনোদন কর, বাজার-সহ বিভিন্ন খাতে যেমন আয় হয়েছে তেমনই খরচের বহরও বেড়েছে ৷ ফলে কোষাগারের স্বাস্থ্য মোটেও ভালো হয়নি ৷ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন, গ্র্যাচুইটির বিপুল টাকা এই বাজেটে সংস্থান করে উঠতে পারছে না বলেই পৌরনিগম সূত্রে খবর ৷ ঠিক তেমনই কর্মরতদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা বা বকেয়া ডিএ দেওয়ার জন্যও অর্থ বরাদ্দ থাকছে না ৷

কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, স্বাস্থ্য, শিক্ষা, জঞ্জাল সাফাই, সংখ্যালঘু উন্নয়ন, বস্তি, আলোকায়নের মতো একাধিক বিভাগে কম-বেশি বরাদ্দ হ্রাসের আশঙ্কা আছে ৷ একদিকে কমবেশি বরাদ্দ কমানো, অন্যদিকে সরকারি অনুদান বৃদ্ধি-এই দুয়ের মেলবন্ধনে বাজেটে ঘাটতি কমানোর পথে হাঁটতে পারে বর্তমান বোর্ড ৷ তাঁর কথায়, "পার্কিংয়ের মতো একটি লাভজনক বিভাগে আয়ের উৎস বাড়ানোর পদক্ষেপ নিয়েও দলীয় রাজনীতিতে মুখ পুড়েছে ফিরহাদ হাকিমের ৷ ফলে রাজস্ব আদায় যে পরিমাণ বৃদ্ধি পেত, সেই জায়গায় ধাক্কা খেয়েছে ৷ অন্যদিকে এই ঘটনার পরবর্তী সময় অন্য বিভাগগুলোর আয় বৃদ্ধিতে নবান্নের সবুজ সংকেতের উপর নির্ভরশীল হতে হয়েছে স্বশাসিত সংস্থা কলকাতা কর্পোরেশনকে ৷"

আরও পড়ুন:

  1. ধাপায় জমি পুনরুদ্ধার কেএমসির, মৎস্যজীবী-কৃষকদের বড়সড় ক্ষতিপূরণ
  2. 'আইন করলেই তো ধাক্কা খাব', শহরে ছাদ বিক্রির কথা স্বীকার করে বললেন ফিরহাদ
  3. নাগরিকদের জন্য সুখবর ! সম্পত্তি কর ছাড় নিয়ে বড় ঘোষণা পৌরনিগমের

কলকাতা, 17 ফেব্রুয়ারি: ঘাটতির পরিমাণ কমানোই বাজেটে লক্ষ্য ফিরহাদের ৷ বরাদ্দের বিভিন্ন খাতে কাটছাঁট হতে পারে ৷ শনিবার দুপুরে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম ৷ কোষাগারের হালহকিকতের ছবি অনেকটাই স্পষ্ট হবে ৷

তবে চলতি পৌর বোর্ডের বাজেটে এবার মূল লক্ষ্য গত অর্থবর্ষের তুলনায় ঘাটতি কমানো ৷ আর তার জন্য বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ কমবেশি কাটছাঁট হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে ৷ কলকাতা পৌরনিগমের 2022-23 অর্থবর্ষে ফিরহাদ হাকিমের পেশ করা বাজেটে 177 কোটি টাকার ঘাটতি বাজেট ছিল ৷ 2023-24 অর্থাৎ চলতি অর্থবর্ষে সেই ঘাটতি কিছুটা কমে 144 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন ৷

আজ 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন ফিরহাদ ৷ চলতি অর্থবর্ষে সম্পত্তি কর, বিনোদন কর, বাজার-সহ বিভিন্ন খাতে যেমন আয় হয়েছে তেমনই খরচের বহরও বেড়েছে ৷ ফলে কোষাগারের স্বাস্থ্য মোটেও ভালো হয়নি ৷ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন, গ্র্যাচুইটির বিপুল টাকা এই বাজেটে সংস্থান করে উঠতে পারছে না বলেই পৌরনিগম সূত্রে খবর ৷ ঠিক তেমনই কর্মরতদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা বা বকেয়া ডিএ দেওয়ার জন্যও অর্থ বরাদ্দ থাকছে না ৷

কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, স্বাস্থ্য, শিক্ষা, জঞ্জাল সাফাই, সংখ্যালঘু উন্নয়ন, বস্তি, আলোকায়নের মতো একাধিক বিভাগে কম-বেশি বরাদ্দ হ্রাসের আশঙ্কা আছে ৷ একদিকে কমবেশি বরাদ্দ কমানো, অন্যদিকে সরকারি অনুদান বৃদ্ধি-এই দুয়ের মেলবন্ধনে বাজেটে ঘাটতি কমানোর পথে হাঁটতে পারে বর্তমান বোর্ড ৷ তাঁর কথায়, "পার্কিংয়ের মতো একটি লাভজনক বিভাগে আয়ের উৎস বাড়ানোর পদক্ষেপ নিয়েও দলীয় রাজনীতিতে মুখ পুড়েছে ফিরহাদ হাকিমের ৷ ফলে রাজস্ব আদায় যে পরিমাণ বৃদ্ধি পেত, সেই জায়গায় ধাক্কা খেয়েছে ৷ অন্যদিকে এই ঘটনার পরবর্তী সময় অন্য বিভাগগুলোর আয় বৃদ্ধিতে নবান্নের সবুজ সংকেতের উপর নির্ভরশীল হতে হয়েছে স্বশাসিত সংস্থা কলকাতা কর্পোরেশনকে ৷"

আরও পড়ুন:

  1. ধাপায় জমি পুনরুদ্ধার কেএমসির, মৎস্যজীবী-কৃষকদের বড়সড় ক্ষতিপূরণ
  2. 'আইন করলেই তো ধাক্কা খাব', শহরে ছাদ বিক্রির কথা স্বীকার করে বললেন ফিরহাদ
  3. নাগরিকদের জন্য সুখবর ! সম্পত্তি কর ছাড় নিয়ে বড় ঘোষণা পৌরনিগমের
Last Updated : Feb 17, 2024, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.