ETV Bharat / state

'পুরসভার কাছে জল ভ্যানিশের জাদুকাঠি নেই', মন্তব্য কলকাতার মেয়রের

একটানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ৷ জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে ভবানীপুরে ৷ হাওড়ায় মৃত্যু হয়েছে আরও একজনের ৷

Mayor Firhad Hakim
জলমগ্ন কলকাতা নিয়ে ফিরহাদ (নিজস্বন চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

কলকাতা, 27 অক্টোবর: পাশের রাজ্য ওড়িশার উপকূলে বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা ৷ উপড়ে যায় গাছ, জলমগ্ন চাষের জমি ৷ তবে সে রাজ্যে প্রাণহানীর কোনও ঘটনা নেই ৷ অথচ, বাংলায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে খাস কলকাতাতেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিনভর চলে রাজনৈতিক তরজা ৷ জবাবে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমাদের হাতে জাদুকাঠি নেই যে 'ভ্যানিশ' বললেই জল চলে যাবে ।"

জলমগ্ন শহরের বেহাল দশা নিয়ে কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কলকাতার মেয়রকে 'অপদার্থ' বলে ভর্ৎসনা করেন তিনি । এবার তারই পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম ।

কী বললেন মেয়র ? (ইটিভি ভারত)

কলকাতা কর্পোরেশনের মেয়র বলেন, "দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এমন বিপদ এড়াতে কলকাতা কর্পোরেশনের সমস্ত বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল । যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ! তবে, তা কলকাতা কর্পোরেশনের কোনও বাতিস্তম্ভ থেকে হয়নি । ছেলেটি জমা জলে কোনও ভাবে টাল সামলাতে না পেরে একটি বহুতলের পাঁচিলে হাত রাখেন । সেই পাঁচিলের রেলিংয়ে একটি তার ঝুলে ছিল ৷ কোনও ভাবে তাতে বিদ্যুৎ প্রবাহ চালু ছিল ৷ আর তাতেই এই মর্মান্তিক পরিণতি হয় ।"

এরপরই তিনি বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছে কলকাতায় । অস্বাভাবিকভাবে ব্যাপক বৃষ্টিপাত হলে সেই জল নামতে একটু সময় লাগে । আমাদের হাতে কোনও জাদুকাঠি নেই যে 'ভ্যানিশ' বললেই জল ভ্যানিস হয়ে যাবে । যদিও দ্রুততার সঙ্গে জল নেমে গিয়েছে । শুধু নিচু এলাকায় কয়েকটি জায়গায় জল আছে । সেটাও নেমে যাবে দ্রুত ।"

অসুস্থ বাবাকে কলকাতায় দেখতে এসেছিলেন প্রয়াগরাজের যুবক ৷ কিন্তু, আর বাড়ি ফেরা হয়নি তাঁর ৷ ভবানীপুর এলাকায় জমা জলে টাল সামলাতে না পেরে একটি বহুতলের পাঁচিলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি । ঘটনাটি ঘটে শুক্রবার রাতে । সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি ৷ একটানা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় শহর কলকাতা ৷ অথচ, এই বিষয়ে রাজ্য প্রশাসন কেন কোনও পদক্ষেপ নেয় না ? এই নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিরোধী শিবিরে, যার জবাব দিলেন ফিরহাদ হাকিম ৷

পড়ুন: বাড়ির সামনে হাঁটু-জল, ক্ষুব্ধ সৌগত; ফিরহাদের জবাব 'ওঁর বাবার আমল থেকেই জল জমে'

পড়ুন: দানা ফের কাড়ল প্রাণ ! ভবানীপুরে পাঁচিলে হাত দিতেই মর্মান্তিক পরিণতি যুবকের

পড়ুন: রাস্তার জমা জলে পড়ে মৃত্যু পুরকর্মীর, পরিবারে শোকের ছায়া

কলকাতা, 27 অক্টোবর: পাশের রাজ্য ওড়িশার উপকূলে বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা ৷ উপড়ে যায় গাছ, জলমগ্ন চাষের জমি ৷ তবে সে রাজ্যে প্রাণহানীর কোনও ঘটনা নেই ৷ অথচ, বাংলায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে খাস কলকাতাতেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিনভর চলে রাজনৈতিক তরজা ৷ জবাবে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমাদের হাতে জাদুকাঠি নেই যে 'ভ্যানিশ' বললেই জল চলে যাবে ।"

জলমগ্ন শহরের বেহাল দশা নিয়ে কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কলকাতার মেয়রকে 'অপদার্থ' বলে ভর্ৎসনা করেন তিনি । এবার তারই পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম ।

কী বললেন মেয়র ? (ইটিভি ভারত)

কলকাতা কর্পোরেশনের মেয়র বলেন, "দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এমন বিপদ এড়াতে কলকাতা কর্পোরেশনের সমস্ত বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল । যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ! তবে, তা কলকাতা কর্পোরেশনের কোনও বাতিস্তম্ভ থেকে হয়নি । ছেলেটি জমা জলে কোনও ভাবে টাল সামলাতে না পেরে একটি বহুতলের পাঁচিলে হাত রাখেন । সেই পাঁচিলের রেলিংয়ে একটি তার ঝুলে ছিল ৷ কোনও ভাবে তাতে বিদ্যুৎ প্রবাহ চালু ছিল ৷ আর তাতেই এই মর্মান্তিক পরিণতি হয় ।"

এরপরই তিনি বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছে কলকাতায় । অস্বাভাবিকভাবে ব্যাপক বৃষ্টিপাত হলে সেই জল নামতে একটু সময় লাগে । আমাদের হাতে কোনও জাদুকাঠি নেই যে 'ভ্যানিশ' বললেই জল ভ্যানিস হয়ে যাবে । যদিও দ্রুততার সঙ্গে জল নেমে গিয়েছে । শুধু নিচু এলাকায় কয়েকটি জায়গায় জল আছে । সেটাও নেমে যাবে দ্রুত ।"

অসুস্থ বাবাকে কলকাতায় দেখতে এসেছিলেন প্রয়াগরাজের যুবক ৷ কিন্তু, আর বাড়ি ফেরা হয়নি তাঁর ৷ ভবানীপুর এলাকায় জমা জলে টাল সামলাতে না পেরে একটি বহুতলের পাঁচিলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি । ঘটনাটি ঘটে শুক্রবার রাতে । সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি ৷ একটানা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় শহর কলকাতা ৷ অথচ, এই বিষয়ে রাজ্য প্রশাসন কেন কোনও পদক্ষেপ নেয় না ? এই নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিরোধী শিবিরে, যার জবাব দিলেন ফিরহাদ হাকিম ৷

পড়ুন: বাড়ির সামনে হাঁটু-জল, ক্ষুব্ধ সৌগত; ফিরহাদের জবাব 'ওঁর বাবার আমল থেকেই জল জমে'

পড়ুন: দানা ফের কাড়ল প্রাণ ! ভবানীপুরে পাঁচিলে হাত দিতেই মর্মান্তিক পরিণতি যুবকের

পড়ুন: রাস্তার জমা জলে পড়ে মৃত্যু পুরকর্মীর, পরিবারে শোকের ছায়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.