ETV Bharat / state

বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে আটকে হাজারের বেশি পর্যটক, খারাপ আবহাওয়ায় করা যাচ্ছে না এয়ারলিফটও - Rain Ravages Sikkim

Rain Ravages Sikkim: বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে আটকে বহু পর্যটক ৷ উদ্ধারের জন্য সেনাকে এয়ারলিফটের আবেদন সিকিম সরকারের ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে আটকে এয়ারলিফটও ৷ এদিকে টান পড়ছে খাদ্যসামগ্রীতে ৷ ফলে চিন্তায় প্রশাসন ৷

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 1:30 PM IST

Updated : Jun 14, 2024, 6:45 PM IST

শিলিগুড়ি, 14 জুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম । একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । শুক্রবার সকালে নতুন করে ধসের ঘটনা ঘটেছে উত্তর ও দক্ষিণ সিকিমে । এখনও পর্যন্ত সিকিমে ধসের ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জনের । অন্যদিকে, ধসের কারণে সিকিমে আটকে অন্তত দেড় হাজার পর্যটক । আর সাধারণ মানুষের পাশাপাশি তাঁদের নিয়েও দুশ্চিন্তায় সিকিম প্রশাসন ।

বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, খারাপ আবহাওয়ায় আটকে এয়ারলিফটও (ইটিভি ভারত)

এ দিন সকালে টুং, দক্ষিণ সিকিমের লিঙ্গসে, লিঙ্গে ও পাইয়ংয়ের মূল রাস্তায় ধসের ঘটনা ঘটেছে । পাশাপাশি ধসের ঘটনা ঘটেছে কাওখোলা ও সুন্তালে এলাকাতেও । যার ফলে সিংথামের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে ওই সব এলাকায় । পর্যটকদের উদ্ধারে উদ্যোগী হয়েছে সিকিম প্রশাসন । কিন্তু মূল সড়ক ধসে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আটকে রয়েছে উদ্ধারকাজ । বিকল্প কোন পথে পর্যটকদের উদ্ধার করা যায়, তা নিয়ে বৈঠকে সিকিম প্রশাসন । সাহায্য নেওয়া হতে পারে সেনার ৷ কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে করা সম্ভব নয় এয়ারলিফটও ।

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

বৃহস্পতিবার রাতে সিকিম থেকে লাচেন যাওয়ার মূল রাস্তার উপর থাকা সাঙ্গেকেলাংয়ের সেতু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে । এমত অবস্থায় লাচেন-সহ অন্যান্য এলাকায় আটকে থাকা পর্যটকদের টুং চেকপোস্ট পর্যন্ত নামিয়ে নিয়ে আসা হয়েছে । কিন্তু তারপর তাঁদের আর নামিয়ে নিয়ে আসা যায়নি । সেখান থেকে পর্যটকদের গ্যাংটক ফেরাতে হলে এয়ারলিফট ছাড়া আর কোনও উপায় নেই ।

সেই কারণে ভারতীয় সেনার কাছে সাহায্যের আবেদন জানাতে চলেছে সিকিম প্রশাসন বলে জানা গিয়েছে । এদিকে এ দিন সকালে কালিম্পংয়ের তিস্তাবাজার, মাল্লির ছবিটা ছিল ভয়াবহ । প্রতিটি বাড়িতে ঢুকে গিয়েছে নদীর জল । কোথাও কোথাও বাড়ির ভিতরে জমে গিয়েছে পলি । এ দিনও কালিম্পং, দার্জিলিং রাস্তা বন্ধ । তিস্তাবাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে । ঘুরপথে বিরিকধারা-মংপু-সিটং-তাকদা হয়ে চলছে ছোট গাড়ি ।

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

ইস্টার্ন হিমালয়ান ট্র্যাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, "প্রায় দেড় হাজারের বেশি পর্যটকরা সেখানে আটকে রয়েছে । মূল রাস্তা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সড়কপথে তাঁদের উদ্ধারের কোনও সুযোগ নেই ৷ একমাত্র এয়ারলিফট করেই তাদের উদ্ধার করতে হবে । কিন্তু আবহাওয়াও খারাপ । ফলে আবহাওয়া ঠিক না হলে এয়ারলিফটও সম্ভব নয় ।"

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল অঞ্জনকুমার বাসুমাতারি বলেন, "ভারতীয় সেনারা পর্যটকদের উদ্ধারের কাজে নেমেছে । তবে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে । ওই এলাকায় বিভিন্ন হোটেলগুলিতে থাকা পর্যটকদের আগামী কিছুদিনের খাদ্যসামগ্রী মজুত রয়েছে । সিকিম সরকারের তরফে যোগাযোগ করা হচ্ছে । আবহাওয়া এয়ারলিফটের অনুকূল নেই । এখন প্রতীক্ষা ছাড়া কিছু করার নেই ৷"

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সেখানে 1200 ভারতীয় ও 15 জন বিদেশি পর্যটক রয়েছেন ৷ বিদেশিদের মধ্য়ে থাইল্যান্ডের দু’জন, নেপালের তিনজন ও বাংলাদেশ 10 জন রয়েছেন ৷

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 14 জুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম । একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । শুক্রবার সকালে নতুন করে ধসের ঘটনা ঘটেছে উত্তর ও দক্ষিণ সিকিমে । এখনও পর্যন্ত সিকিমে ধসের ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জনের । অন্যদিকে, ধসের কারণে সিকিমে আটকে অন্তত দেড় হাজার পর্যটক । আর সাধারণ মানুষের পাশাপাশি তাঁদের নিয়েও দুশ্চিন্তায় সিকিম প্রশাসন ।

বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, খারাপ আবহাওয়ায় আটকে এয়ারলিফটও (ইটিভি ভারত)

এ দিন সকালে টুং, দক্ষিণ সিকিমের লিঙ্গসে, লিঙ্গে ও পাইয়ংয়ের মূল রাস্তায় ধসের ঘটনা ঘটেছে । পাশাপাশি ধসের ঘটনা ঘটেছে কাওখোলা ও সুন্তালে এলাকাতেও । যার ফলে সিংথামের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে ওই সব এলাকায় । পর্যটকদের উদ্ধারে উদ্যোগী হয়েছে সিকিম প্রশাসন । কিন্তু মূল সড়ক ধসে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আটকে রয়েছে উদ্ধারকাজ । বিকল্প কোন পথে পর্যটকদের উদ্ধার করা যায়, তা নিয়ে বৈঠকে সিকিম প্রশাসন । সাহায্য নেওয়া হতে পারে সেনার ৷ কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে করা সম্ভব নয় এয়ারলিফটও ।

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

বৃহস্পতিবার রাতে সিকিম থেকে লাচেন যাওয়ার মূল রাস্তার উপর থাকা সাঙ্গেকেলাংয়ের সেতু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে । এমত অবস্থায় লাচেন-সহ অন্যান্য এলাকায় আটকে থাকা পর্যটকদের টুং চেকপোস্ট পর্যন্ত নামিয়ে নিয়ে আসা হয়েছে । কিন্তু তারপর তাঁদের আর নামিয়ে নিয়ে আসা যায়নি । সেখান থেকে পর্যটকদের গ্যাংটক ফেরাতে হলে এয়ারলিফট ছাড়া আর কোনও উপায় নেই ।

সেই কারণে ভারতীয় সেনার কাছে সাহায্যের আবেদন জানাতে চলেছে সিকিম প্রশাসন বলে জানা গিয়েছে । এদিকে এ দিন সকালে কালিম্পংয়ের তিস্তাবাজার, মাল্লির ছবিটা ছিল ভয়াবহ । প্রতিটি বাড়িতে ঢুকে গিয়েছে নদীর জল । কোথাও কোথাও বাড়ির ভিতরে জমে গিয়েছে পলি । এ দিনও কালিম্পং, দার্জিলিং রাস্তা বন্ধ । তিস্তাবাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে । ঘুরপথে বিরিকধারা-মংপু-সিটং-তাকদা হয়ে চলছে ছোট গাড়ি ।

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

ইস্টার্ন হিমালয়ান ট্র্যাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, "প্রায় দেড় হাজারের বেশি পর্যটকরা সেখানে আটকে রয়েছে । মূল রাস্তা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সড়কপথে তাঁদের উদ্ধারের কোনও সুযোগ নেই ৷ একমাত্র এয়ারলিফট করেই তাদের উদ্ধার করতে হবে । কিন্তু আবহাওয়াও খারাপ । ফলে আবহাওয়া ঠিক না হলে এয়ারলিফটও সম্ভব নয় ।"

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল অঞ্জনকুমার বাসুমাতারি বলেন, "ভারতীয় সেনারা পর্যটকদের উদ্ধারের কাজে নেমেছে । তবে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে । ওই এলাকায় বিভিন্ন হোটেলগুলিতে থাকা পর্যটকদের আগামী কিছুদিনের খাদ্যসামগ্রী মজুত রয়েছে । সিকিম সরকারের তরফে যোগাযোগ করা হচ্ছে । আবহাওয়া এয়ারলিফটের অনুকূল নেই । এখন প্রতীক্ষা ছাড়া কিছু করার নেই ৷"

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)

সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সেখানে 1200 ভারতীয় ও 15 জন বিদেশি পর্যটক রয়েছেন ৷ বিদেশিদের মধ্য়ে থাইল্যান্ডের দু’জন, নেপালের তিনজন ও বাংলাদেশ 10 জন রয়েছেন ৷

Rain Ravaged Sikkim
বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং (নিজস্ব চিত্র)
Last Updated : Jun 14, 2024, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.