ETV Bharat / state

রাতে মহিলাদের রাজপথে বিক্ষোভ, অবরুদ্ধ কার্জনগেট - RG kar Doctor Rape and Murder

Reclaim The Night Women Massive Midnight Protest on the Streets: রাতে মহিলাদের রাজপথে বিক্ষোভ ৷ অবরুদ্ধ বর্ধমানের কার্জনগেট ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Reclaim The Night Women
রাতে মহিলাদের রাজপথে বিক্ষোভে অবরুদ্ধ কার্জনগেট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 1:31 PM IST

বর্ধমান, 15 অগস্ট: কলকাতার পাশাপাশি জেলাতেও ছড়িয়ে পড়েছে আরজি কর-কাণ্ডের রেশ ৷ বুধবার মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনায় রাজপথে নামেন মহিলারা। কাতারে কাতারে মহিলারা ভিড় করেছিলেন কার্জনগেট চত্বরে ৷ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ৷ আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবির পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করতে একজোট হয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা।

রাতে মহিলাদের রাজপথে বিক্ষোভ (ইটিভি ভারত)

আন্দোলনকারীদের অভিযোগ, "দিনে দিনে মহিলাদের উপরে অত্যাচার বাড়ছে। তাদের নিরাপত্তা থাকছে না। একটা মেয়ে রাত জেগে রোগীদের সেবা মহিলাদের নিরাপত্তা নেই। প্রতিবাদে এবার তাঁরা পথে নেমেছেন। নিজেদের আত্মরক্ষার জন্য তারা যা খুশি করতে পারে বলে হুঁশিয়ারি দেয় তাঁরা।" বর্ধমানে আন্দোলনকারী বিয়াস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা নিজেদের আত্মরক্ষার জন্য যা খুশি করতে পারি। সেক্ষেত্রে আমাদের মধ্যে কোনও অনুশোচনা বোধ কাজ করবে না। আজ আমার বোন আমার দিদি জন-কল্যাণে রাত জেগে রোগী দেখছিলেন। তাহলে কেন বলা হচ্ছে একটা মেয়ে রাতে কেন একা থাকবে। যিনি ধর্ষণ করলেন সেটা দোষের হল না। আসল ঘটনা টেনে বের করুন। আমরা আর কোন নাটক দেখব না।"

এদিকে প্রতিবাদের দিনই স্বাধীনতা দিবসের আগের দিন রাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে গেট ভেঙে আরজি কর হাসপাতালে ঢুকে পড়ল একদল দুষ্কৃতী ৷ নির্বিচারে ভাঙচুর চালাল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ৷ আন্দোলনকারীদের পালটা প্রশ্ন, ইমারজেন্সি বিভাগের ভিতরে ঢুকে কোনওভাবে তারা সেমিনার হলের সামনে গিয়ে কোনও প্রমাণ লোপাট করেনি তো ? কারণ প্রায় 50 জনেরও বেশি মানুষ ঢুকে গিয়েছিল এদিন রাতে ইমার্জেন্সি বিভাগের ভিতরে।

বর্ধমান, 15 অগস্ট: কলকাতার পাশাপাশি জেলাতেও ছড়িয়ে পড়েছে আরজি কর-কাণ্ডের রেশ ৷ বুধবার মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনায় রাজপথে নামেন মহিলারা। কাতারে কাতারে মহিলারা ভিড় করেছিলেন কার্জনগেট চত্বরে ৷ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ৷ আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবির পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করতে একজোট হয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা।

রাতে মহিলাদের রাজপথে বিক্ষোভ (ইটিভি ভারত)

আন্দোলনকারীদের অভিযোগ, "দিনে দিনে মহিলাদের উপরে অত্যাচার বাড়ছে। তাদের নিরাপত্তা থাকছে না। একটা মেয়ে রাত জেগে রোগীদের সেবা মহিলাদের নিরাপত্তা নেই। প্রতিবাদে এবার তাঁরা পথে নেমেছেন। নিজেদের আত্মরক্ষার জন্য তারা যা খুশি করতে পারে বলে হুঁশিয়ারি দেয় তাঁরা।" বর্ধমানে আন্দোলনকারী বিয়াস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা নিজেদের আত্মরক্ষার জন্য যা খুশি করতে পারি। সেক্ষেত্রে আমাদের মধ্যে কোনও অনুশোচনা বোধ কাজ করবে না। আজ আমার বোন আমার দিদি জন-কল্যাণে রাত জেগে রোগী দেখছিলেন। তাহলে কেন বলা হচ্ছে একটা মেয়ে রাতে কেন একা থাকবে। যিনি ধর্ষণ করলেন সেটা দোষের হল না। আসল ঘটনা টেনে বের করুন। আমরা আর কোন নাটক দেখব না।"

এদিকে প্রতিবাদের দিনই স্বাধীনতা দিবসের আগের দিন রাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে গেট ভেঙে আরজি কর হাসপাতালে ঢুকে পড়ল একদল দুষ্কৃতী ৷ নির্বিচারে ভাঙচুর চালাল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ৷ আন্দোলনকারীদের পালটা প্রশ্ন, ইমারজেন্সি বিভাগের ভিতরে ঢুকে কোনওভাবে তারা সেমিনার হলের সামনে গিয়ে কোনও প্রমাণ লোপাট করেনি তো ? কারণ প্রায় 50 জনেরও বেশি মানুষ ঢুকে গিয়েছিল এদিন রাতে ইমার্জেন্সি বিভাগের ভিতরে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.