ETV Bharat / state

দমকলের 16 ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে লর্ডসের আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি !

দক্ষিণ কলকাতায় বিধংসী আগুন ৷ আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল আধিকারিকরা ৷ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ৷

fire in kolkata
কলকাতার বাজারে অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 22 hours ago

Updated : 19 hours ago

কলকাতা, 13 নভেম্বর: দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ের কাছে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে যায় দমকলের 16টি ইঞ্জিন ৷ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে দমকল ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ ঘটনাস্থলে যায় কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ এদিনের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লর্ডসের মোড়ে বুধবার 3টে নাগাদ আগুন লাগে ৷ বাজারের ভিতরে ঝুপড়ি এলাকা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় । সেখান থেকে আগুন ছড়িয়ে পড়়ে সান্ধ্য বাজার চত্বরে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন । পরে আসে আরও 6টি দমকলের গাড়ি ৷

দাউ দাউ করে জ্বলছে দোকানগুলি (ইটিভি ভারত)

প্রথমে এ দিন একটি বিরিয়ানির দোকান থেকে আগুন লাগে ৷ এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও ঝুপড়িতে ৷ এ দিনের ঘটনায় রাস্তার উপর দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ আগুন দেখে রাস্তায় দাঁড়িয়ে পরে সারি সারি গাড়ি ৷ উৎসুক জনতাও ভিড় জমান রাস্তার উপর ৷ এলাকাবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ ফোন বের করে সকলে ভিডিয়ো তুলতে থাকেন ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ মানুষজনকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয় ৷

দমকল সূত্রে খবর, জোরকদমে আগুন নেভানোর চেষ্টা করা হয় ৷ আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেদিকে তৎপর হয় দমকল ৷ প্রাথমকিভাবে অনুমান করা হয়, দোকানগুলিতে অনেক দাহ্য পদার্থ মজুত ছিল ৷ তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে ৷ তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে ৷ দমকলের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ৷

fire in kolkata
আগুনে পুড়ে ছাই একাধিক দোকান (নিজস্ব ছবি)

কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "3টে নাগাদ আগুন লেগেছে ৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ দমকল খতিয়ে দেখে বলতে পারবে আগুন লাগার সঠিক কারণ ৷ 15-16টা ঘর ও দোকান পুড়ে গিয়েছে ৷ কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনই তা বলা যাবে না ৷ তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷"

কলকাতা, 13 নভেম্বর: দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ের কাছে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনাস্থলে যায় দমকলের 16টি ইঞ্জিন ৷ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে দমকল ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ ঘটনাস্থলে যায় কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ এদিনের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লর্ডসের মোড়ে বুধবার 3টে নাগাদ আগুন লাগে ৷ বাজারের ভিতরে ঝুপড়ি এলাকা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় । সেখান থেকে আগুন ছড়িয়ে পড়়ে সান্ধ্য বাজার চত্বরে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন । পরে আসে আরও 6টি দমকলের গাড়ি ৷

দাউ দাউ করে জ্বলছে দোকানগুলি (ইটিভি ভারত)

প্রথমে এ দিন একটি বিরিয়ানির দোকান থেকে আগুন লাগে ৷ এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও ঝুপড়িতে ৷ এ দিনের ঘটনায় রাস্তার উপর দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷ আগুন দেখে রাস্তায় দাঁড়িয়ে পরে সারি সারি গাড়ি ৷ উৎসুক জনতাও ভিড় জমান রাস্তার উপর ৷ এলাকাবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ ফোন বের করে সকলে ভিডিয়ো তুলতে থাকেন ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ মানুষজনকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয় ৷

দমকল সূত্রে খবর, জোরকদমে আগুন নেভানোর চেষ্টা করা হয় ৷ আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেদিকে তৎপর হয় দমকল ৷ প্রাথমকিভাবে অনুমান করা হয়, দোকানগুলিতে অনেক দাহ্য পদার্থ মজুত ছিল ৷ তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে ৷ তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে ৷ দমকলের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ৷

fire in kolkata
আগুনে পুড়ে ছাই একাধিক দোকান (নিজস্ব ছবি)

কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "3টে নাগাদ আগুন লেগেছে ৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ দমকল খতিয়ে দেখে বলতে পারবে আগুন লাগার সঠিক কারণ ৷ 15-16টা ঘর ও দোকান পুড়ে গিয়েছে ৷ কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনই তা বলা যাবে না ৷ তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷"

Last Updated : 19 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.