ETV Bharat / state

টানা বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা, শিয়ালদা-হাসনাবাদ শাখায় বাতিল আরও ট্রেন - TRAIN CANCELATION - TRAIN CANCELATION

Train Cancelation List: রবিবার মধ্যরাতে সমতলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল ৷ বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ার পর প্রায় ঘণ্টাদু'য়েক তাণ্ডব চালায় রেমাল ৷ রেমালের প্রভাবে বাতিল হয়ে যায় শিয়ালদা-হাসনাবাদ শাখার একাধিক ট্রেন পরিষেবা ৷

Train Cancelation List
ট্রেন বাতিল (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 11:37 AM IST

কলকাতা, 27 মে: রেমালের প্রভাবে বির্পযস্ত একাধিক ট্রেন পরিষেবা ৷ টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শিয়ালদা-হাসনাবাদ শাখায় বাতিল একাধিক ট্রেন পরিষেবা ৷ সেই তালিকায় যুক্ত হল আরও কিছু ট্রেন ৷ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে একাধিক ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে আমজনতা ৷

পূর্ব রেলে সূত্রে পাওয়া তথ্য অনুয়ায়ী শিয়ালদা-হাসনাবাদ শাখার আপ ও ডাউন লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:

  • শিয়ালদা-লক্ষীকান্তপুর:ট্রেন নম্বর 34727,34723,34721,34715,34719,34725,34733,34711, 34729, 34713,34717, 34712, 34714,34718, 34720, 34716 ৷
  • শিয়ালদা-ডায়মন্ড হারবার: ট্রেন নম্বর 34821, 34827, 34825, 34811, 34829, 34831, 34823, 34813, 34819, 34817, 34815, 34814, 34820, 34818, 34822, 34824, 34816, 34812
  • শিয়ালদা-ক্যানিং: ট্রেন নম্বর 34519, 34513, 34523, 34517, 34525, 34511, 34515, 34501, 34521, 34514, 34516, 34512
  • শিয়ালদা-সোনারপুর জংশন: ট্রেন নম্বর 34413, 34411,34412

আরও পড়ুন: আতঙ্কের রাত সুন্দরবনে, আছড়ে পড়ল রেমাল

  • শিয়ালদা-কোমাগাটা মারো বজবজ: ট্রেন নম্বর 34117, 34119, 34115, 34113, 34111, 34121, 34118, 34120, 34116, 34122
  • শিয়ালদা-বারুইপুর জংশন: ট্রেন নম্বর 34617, 34619, 34615, 34618, 34614, 34620, 34616
  • শিয়ালদা-হাসনাবাদ জংশন: ট্রেন নম্বর 33513, 33515, 33511, 33512, 33520, 33514, 33516, 33518
  • বারাসত রেল স্টেশন-হাসনাবাদ: ট্রেন নম্বর 33313, 33315, 33311, 33312, 33314
  • সোনারপুর জংশন-বারুইপুর ডায়মন্ড হারবার: ট্রেন নম্বর 34891, 34881, 34882, 34892
  • নামখানা-লক্ষীকান্তপুর: ট্রেন নম্বর 34913, 34915, 34935, 34981, 34919, 34917, 34916, 34914, 34920, 34918
  • নামখানা-শিয়ালদা: ট্রেন নম্বর 34791
  • শিয়ালদা-নৈহাটি: ট্রেন নম্বর 31413, 31422
  • শিয়ালদা-গোবরডাঙ্গা: ট্রেন নম্বর 33686
  • হাসনাবাদ-বিবাদি বাগ: ট্রেন নম্বর 30322
  • নৈহাটি -কোমাগাটা মারো বজবজ স্টেশন: ট্রেন নম্বর 31051, 34052
  • দমদম-ব্যারাকপুর: ট্রেন নম্বর 33231, 33232
  • সোনারপুর জংশন-ক্যানিং: ট্রেন নম্বর 34353, 34352, 34354, 34356, 34360
  • সোনারপুর-চম্পাহাটি: ট্রেন নম্বর 34392
  • মাঝেরহাট-চম্পাহাটি: ট্রেন নম্বর 30511
  • হাসনাবাদ-দমদম: ট্রেন নম্বর 33282
  • মাঝেরহাট-হাসনাবাদ: ট্রেন নম্বর 30361, 30324
  • বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন: ট্রেন নম্বর 30145
  • নামখানা-কাকদ্বীপ: ট্রেন নম্বর 34937
  • কাকদ্বীপ-লক্ষ্মীকান্তপুর: 34981
  • লক্ষীকান্তপুর-ব্যারাকপুর: 34331, 34332
  • দমদম জংশন-গোবরডাঙ্গা: 33271

আরও পড়ুন: ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

রেমালের কারণে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কিছু লোকাল ট্রেন বন্ধ । রবিবার রাত্রি 11টা থেকে শিয়ালদা-দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন বন্ধ হয়ে যায়। ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্রেনেই আটকে পড়েন নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রী । ট্রেনের মধ্যেই রাত কাটান নিত্যযাত্রীরা ৷ সপ্তাহের প্রথম দিন ট্রেন পরিষেবায় বিঘ্ন হওয়ায় সমস্যার মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। টানা বৃষ্টির মধ্যে শিয়ালদা- দক্ষিণ শাখার বেশ কিছু স্টেশনে ভিড় জমিয়েছে রেল যাত্রীরা।

শুধু ট্রেন পরিষেবা নয়, ঘূর্ণিঝড় রেমালের কারণে রাস্তায় প্রায় যানবাহন শূন্য । কলকাতা-সহ সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকা জলমগ্ন ৷ ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় ব্লক প্রশাসনের আধিকারিকেরা কাজ চালাচ্ছে।

আরও পড়ুন: ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

কলকাতা, 27 মে: রেমালের প্রভাবে বির্পযস্ত একাধিক ট্রেন পরিষেবা ৷ টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শিয়ালদা-হাসনাবাদ শাখায় বাতিল একাধিক ট্রেন পরিষেবা ৷ সেই তালিকায় যুক্ত হল আরও কিছু ট্রেন ৷ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে একাধিক ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে আমজনতা ৷

পূর্ব রেলে সূত্রে পাওয়া তথ্য অনুয়ায়ী শিয়ালদা-হাসনাবাদ শাখার আপ ও ডাউন লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:

  • শিয়ালদা-লক্ষীকান্তপুর:ট্রেন নম্বর 34727,34723,34721,34715,34719,34725,34733,34711, 34729, 34713,34717, 34712, 34714,34718, 34720, 34716 ৷
  • শিয়ালদা-ডায়মন্ড হারবার: ট্রেন নম্বর 34821, 34827, 34825, 34811, 34829, 34831, 34823, 34813, 34819, 34817, 34815, 34814, 34820, 34818, 34822, 34824, 34816, 34812
  • শিয়ালদা-ক্যানিং: ট্রেন নম্বর 34519, 34513, 34523, 34517, 34525, 34511, 34515, 34501, 34521, 34514, 34516, 34512
  • শিয়ালদা-সোনারপুর জংশন: ট্রেন নম্বর 34413, 34411,34412

আরও পড়ুন: আতঙ্কের রাত সুন্দরবনে, আছড়ে পড়ল রেমাল

  • শিয়ালদা-কোমাগাটা মারো বজবজ: ট্রেন নম্বর 34117, 34119, 34115, 34113, 34111, 34121, 34118, 34120, 34116, 34122
  • শিয়ালদা-বারুইপুর জংশন: ট্রেন নম্বর 34617, 34619, 34615, 34618, 34614, 34620, 34616
  • শিয়ালদা-হাসনাবাদ জংশন: ট্রেন নম্বর 33513, 33515, 33511, 33512, 33520, 33514, 33516, 33518
  • বারাসত রেল স্টেশন-হাসনাবাদ: ট্রেন নম্বর 33313, 33315, 33311, 33312, 33314
  • সোনারপুর জংশন-বারুইপুর ডায়মন্ড হারবার: ট্রেন নম্বর 34891, 34881, 34882, 34892
  • নামখানা-লক্ষীকান্তপুর: ট্রেন নম্বর 34913, 34915, 34935, 34981, 34919, 34917, 34916, 34914, 34920, 34918
  • নামখানা-শিয়ালদা: ট্রেন নম্বর 34791
  • শিয়ালদা-নৈহাটি: ট্রেন নম্বর 31413, 31422
  • শিয়ালদা-গোবরডাঙ্গা: ট্রেন নম্বর 33686
  • হাসনাবাদ-বিবাদি বাগ: ট্রেন নম্বর 30322
  • নৈহাটি -কোমাগাটা মারো বজবজ স্টেশন: ট্রেন নম্বর 31051, 34052
  • দমদম-ব্যারাকপুর: ট্রেন নম্বর 33231, 33232
  • সোনারপুর জংশন-ক্যানিং: ট্রেন নম্বর 34353, 34352, 34354, 34356, 34360
  • সোনারপুর-চম্পাহাটি: ট্রেন নম্বর 34392
  • মাঝেরহাট-চম্পাহাটি: ট্রেন নম্বর 30511
  • হাসনাবাদ-দমদম: ট্রেন নম্বর 33282
  • মাঝেরহাট-হাসনাবাদ: ট্রেন নম্বর 30361, 30324
  • বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন: ট্রেন নম্বর 30145
  • নামখানা-কাকদ্বীপ: ট্রেন নম্বর 34937
  • কাকদ্বীপ-লক্ষ্মীকান্তপুর: 34981
  • লক্ষীকান্তপুর-ব্যারাকপুর: 34331, 34332
  • দমদম জংশন-গোবরডাঙ্গা: 33271

আরও পড়ুন: ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

রেমালের কারণে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কিছু লোকাল ট্রেন বন্ধ । রবিবার রাত্রি 11টা থেকে শিয়ালদা-দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন বন্ধ হয়ে যায়। ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্রেনেই আটকে পড়েন নিত্য যাত্রী থেকে সাধারণ যাত্রী । ট্রেনের মধ্যেই রাত কাটান নিত্যযাত্রীরা ৷ সপ্তাহের প্রথম দিন ট্রেন পরিষেবায় বিঘ্ন হওয়ায় সমস্যার মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। টানা বৃষ্টির মধ্যে শিয়ালদা- দক্ষিণ শাখার বেশ কিছু স্টেশনে ভিড় জমিয়েছে রেল যাত্রীরা।

শুধু ট্রেন পরিষেবা নয়, ঘূর্ণিঝড় রেমালের কারণে রাস্তায় প্রায় যানবাহন শূন্য । কলকাতা-সহ সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকা জলমগ্ন ৷ ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় ব্লক প্রশাসনের আধিকারিকেরা কাজ চালাচ্ছে।

আরও পড়ুন: ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.