ETV Bharat / state

নলপুরে বেলাইন সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস; লেট-ঘুরপথে একাধিক ট্রেন - SHALIMAR AC SF EXPRESS DERAILED

নলপুরে ট্রেন বেলাইন হওয়ার ঘটনায় শনিবার দক্ষিণ-পূর্ব রেলের শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার খবর জানাল দক্ষিণ-পূর্ব রেল। একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷

TRAIN LATE
লেট-ঘুরপথে একাধিক ট্রেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 2:08 PM IST

কলকাতা, 9 নভেম্বর: ভোর সাড়ে 5টা নাগাদ শালিমারে ঢোকার মুখেই নলপুরের কাছে লাইনচ্যুত হয় ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের তিনটি বগি। এর মধ্যে একটি পার্সেল ভ্যানও রয়েছে। এর জেরে নলপুরে পরিষেবা ব্যাহত দক্ষিণ-পূর্ব রেলের। নলপুরে ট্রেন বেলাইন হওয়ার ঘটনায় শনিবার দক্ষিণ-পূর্ব রেলের শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার খবর জানাল দক্ষিণ-পূর্ব রেল। একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷

12151 লোকমান্য তিলক-শালিমার এক্সপ্রেস চন্ডিল, জয়চন্ডী পাহাড় স্টেশন, আসানসোল, ভট্টনগর স্টেশন ঘুরে চলবে। 12809 মুম্বাই-হাওড়া মেল চন্ডিল, জয়চন্ডী পাহাড় স্টেশন, আসানসোল, ভট্টনগর স্টেশন ঘুরে চলবে। 18029 লোকমান্য তিলক-শালিমার খড়্গপুর অবধি চলবে। ট্রেনটি খড়্গপুর থেকে চন্ডিল, জয়চন্ডী পাহাড় স্টেশন, আসানসোল, ভট্টনগর স্টেশন ঘুরে চলবে।

যাত্রা সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা:
18616 হাতিয়া-হাওড়া মেছেদা স্টেশন অবধি চলবে।
18410 পুরী-শালিমার এক্সপ্রেস খড়্গপুর অবধি চলবে।
22804 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস খড়্গপুর অবধি চলবে।
12842 এমজি রামচন্দ্রণ-শালিমার খড়্গপুর অবধি চলবে।
18004 আদাপুর-হাওড়া গোদাপিআসাল অবধি চলবে।
12828 পুরুলিয়া-হাওড়া বিষ্ণুপুর অবধি চলবে।
12078 ভুবনেশ্বর-হাওড়া ভদ্রক অবধি চলবে।
12278 পুরী-হাওড়া ভদ্রক অবধি চলবে।
18043/18044 ভদ্রক-হাওড়া-ভদ্রক খড়্গপুর অবধি চলবে।
128104 টাটা-হাওড়া খড়্গপুর অবধি চলবে।

12151 এলটিটি মুম্বাই-শালিমার এক্সপ্রেস চান্ডিল-জয়চণ্ডী পাহাড়-আসানসোল-ভট্ট নগর হয়ে গন্তব্যে পৌঁছবে।
12809 সিএসএমটি মুম্বাই - হাওড়া এক্সপ্রেস চান্ডিল-জয়চণ্ডী পাহাড়-আসানসোল-ভট্ট নগর হয়ে গন্তব্যে পৌঁছবে।
18029 এলটিটি মুম্বাই-শালিমার এক্সপ্রেস চান্ডিল-জয়চণ্ডী পাহাড়-আসানসোল-ভট্ট নগর হয়ে গন্তব্যে পৌঁছবে।
12509 SMVT বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস খড়গপুর-মেদিনীপুর-আদ্রা-আসানসোল হয়ে গন্তব্যে পৌঁছবে।
22503 কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস হিজলি-নিমপুরা-মেদিনীপুর-আদ্রা-আসানসোল হয়ে গন্তব্যে পৌঁছবে।

18616 হাতিয়া হাওড়া এক্সপ্রেস মেচেদায় যাত্রা সংক্ষিপ্ত করবে।
18410 পুরি শালিমার এক্সপ্রেস খড়্গপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
সম্বলপুর শালিমার এক্সপ্রেস খড়্গপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
12842 এম জি আর চেন্নাই সেন্ট্রাল শালিমার এক্সপ্রেস খড়্গপুরে যাত্রা সংক্ষিপ্ত করবে।

18004 আদ্রা হাওড়া এক্সপ্রেস গোদাপাইশলে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
12828 পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস বিষ্ণুপুরে সংক্ষিপ্তযাত্রা শেষ করবে।
12074/12073 ভুবনেশ্বর হাওড়া ভুবনেশ্বর জনশতাবদি এক্সপ্রেস খড়্গপুরে সংক্ষিপ্তযাত্রা শেষ করবে আবার খড়গপুর থেকেই যাত্রা শুরু করবে।
12278 পুরি হাওড়া জনশতাবদি এক্সপ্রেস ভদ্রকে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
18043/18044 ভদ্র খাওরা ভদ্রক এক্সপ্রেস খড়্গপুরে সংক্ষিপ্তযাত্রা শেষ করবে আবার খড়গপুর থেকেই যাত্রা শুরু করবে।
12814 টাটানগর হাওড়া এক্সপ্রেস খড়্গপুরে যাত্রা সংক্ষিপ্ত করবে।
22892/22891 রাচি হাওড়া রাঁচি এক্সপ্রেস টাটানগরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে আবার টাটানগর থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
18006 জগদ্দলপুর হাওড়া এক্সপ্রেস বীর শিবপুরে যাত্রা শেষ করবে।
18012 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস দেউলটিতে যাত্রা শেষ করবে।
20898/20897 রাচি হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস উলুবেরিয়ায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং খড়গপুর থেকে যাত্রা শুরু করবে।
12261 সিএসআমটি মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেস মেচেদা এর সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
12905 পোরবান্দার শালিমার এক্সপ্রেস পাঁশকুড়ায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
12813 হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস খড়গপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

বাতিল ট্রেনের তালিকা:
12858 দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে।
22897 হাওড়া দিঘা কান্ডারী এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে।
18003 হাওড়া আদ্রা এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে।
12827 হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস আজ বাতিল থাকছে।

ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের তিনটি লাইনচ্যুত বগি সরিয়ে ফেলার পর আপ লাইনের ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে ৷ তবে, ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা সে ভাবে স্বাভাবিক হয়নি ৷ ফলে, বেশ কয়েকটি লোকাল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, দুটি ট্রেন বাতিলও করা হয়েছে ৷

আরও পড়ুন
ফের দুর্ঘটনা! লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের 3টি বগি
দুর্ঘটনায় ভাঙল ট্র্যাক, ধীরগতির কারণেই বড় বিপদ এড়াল সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস

কলকাতা, 9 নভেম্বর: ভোর সাড়ে 5টা নাগাদ শালিমারে ঢোকার মুখেই নলপুরের কাছে লাইনচ্যুত হয় ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের তিনটি বগি। এর মধ্যে একটি পার্সেল ভ্যানও রয়েছে। এর জেরে নলপুরে পরিষেবা ব্যাহত দক্ষিণ-পূর্ব রেলের। নলপুরে ট্রেন বেলাইন হওয়ার ঘটনায় শনিবার দক্ষিণ-পূর্ব রেলের শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার খবর জানাল দক্ষিণ-পূর্ব রেল। একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷

12151 লোকমান্য তিলক-শালিমার এক্সপ্রেস চন্ডিল, জয়চন্ডী পাহাড় স্টেশন, আসানসোল, ভট্টনগর স্টেশন ঘুরে চলবে। 12809 মুম্বাই-হাওড়া মেল চন্ডিল, জয়চন্ডী পাহাড় স্টেশন, আসানসোল, ভট্টনগর স্টেশন ঘুরে চলবে। 18029 লোকমান্য তিলক-শালিমার খড়্গপুর অবধি চলবে। ট্রেনটি খড়্গপুর থেকে চন্ডিল, জয়চন্ডী পাহাড় স্টেশন, আসানসোল, ভট্টনগর স্টেশন ঘুরে চলবে।

যাত্রা সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা:
18616 হাতিয়া-হাওড়া মেছেদা স্টেশন অবধি চলবে।
18410 পুরী-শালিমার এক্সপ্রেস খড়্গপুর অবধি চলবে।
22804 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস খড়্গপুর অবধি চলবে।
12842 এমজি রামচন্দ্রণ-শালিমার খড়্গপুর অবধি চলবে।
18004 আদাপুর-হাওড়া গোদাপিআসাল অবধি চলবে।
12828 পুরুলিয়া-হাওড়া বিষ্ণুপুর অবধি চলবে।
12078 ভুবনেশ্বর-হাওড়া ভদ্রক অবধি চলবে।
12278 পুরী-হাওড়া ভদ্রক অবধি চলবে।
18043/18044 ভদ্রক-হাওড়া-ভদ্রক খড়্গপুর অবধি চলবে।
128104 টাটা-হাওড়া খড়্গপুর অবধি চলবে।

12151 এলটিটি মুম্বাই-শালিমার এক্সপ্রেস চান্ডিল-জয়চণ্ডী পাহাড়-আসানসোল-ভট্ট নগর হয়ে গন্তব্যে পৌঁছবে।
12809 সিএসএমটি মুম্বাই - হাওড়া এক্সপ্রেস চান্ডিল-জয়চণ্ডী পাহাড়-আসানসোল-ভট্ট নগর হয়ে গন্তব্যে পৌঁছবে।
18029 এলটিটি মুম্বাই-শালিমার এক্সপ্রেস চান্ডিল-জয়চণ্ডী পাহাড়-আসানসোল-ভট্ট নগর হয়ে গন্তব্যে পৌঁছবে।
12509 SMVT বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস খড়গপুর-মেদিনীপুর-আদ্রা-আসানসোল হয়ে গন্তব্যে পৌঁছবে।
22503 কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস হিজলি-নিমপুরা-মেদিনীপুর-আদ্রা-আসানসোল হয়ে গন্তব্যে পৌঁছবে।

18616 হাতিয়া হাওড়া এক্সপ্রেস মেচেদায় যাত্রা সংক্ষিপ্ত করবে।
18410 পুরি শালিমার এক্সপ্রেস খড়্গপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
সম্বলপুর শালিমার এক্সপ্রেস খড়্গপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
12842 এম জি আর চেন্নাই সেন্ট্রাল শালিমার এক্সপ্রেস খড়্গপুরে যাত্রা সংক্ষিপ্ত করবে।

18004 আদ্রা হাওড়া এক্সপ্রেস গোদাপাইশলে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
12828 পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস বিষ্ণুপুরে সংক্ষিপ্তযাত্রা শেষ করবে।
12074/12073 ভুবনেশ্বর হাওড়া ভুবনেশ্বর জনশতাবদি এক্সপ্রেস খড়্গপুরে সংক্ষিপ্তযাত্রা শেষ করবে আবার খড়গপুর থেকেই যাত্রা শুরু করবে।
12278 পুরি হাওড়া জনশতাবদি এক্সপ্রেস ভদ্রকে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
18043/18044 ভদ্র খাওরা ভদ্রক এক্সপ্রেস খড়্গপুরে সংক্ষিপ্তযাত্রা শেষ করবে আবার খড়গপুর থেকেই যাত্রা শুরু করবে।
12814 টাটানগর হাওড়া এক্সপ্রেস খড়্গপুরে যাত্রা সংক্ষিপ্ত করবে।
22892/22891 রাচি হাওড়া রাঁচি এক্সপ্রেস টাটানগরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে আবার টাটানগর থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
18006 জগদ্দলপুর হাওড়া এক্সপ্রেস বীর শিবপুরে যাত্রা শেষ করবে।
18012 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস দেউলটিতে যাত্রা শেষ করবে।
20898/20897 রাচি হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস উলুবেরিয়ায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং খড়গপুর থেকে যাত্রা শুরু করবে।
12261 সিএসআমটি মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেস মেচেদা এর সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
12905 পোরবান্দার শালিমার এক্সপ্রেস পাঁশকুড়ায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
12813 হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস খড়গপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

বাতিল ট্রেনের তালিকা:
12858 দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে।
22897 হাওড়া দিঘা কান্ডারী এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে।
18003 হাওড়া আদ্রা এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে।
12827 হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস আজ বাতিল থাকছে।

ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের তিনটি লাইনচ্যুত বগি সরিয়ে ফেলার পর আপ লাইনের ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে ৷ তবে, ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা সে ভাবে স্বাভাবিক হয়নি ৷ ফলে, বেশ কয়েকটি লোকাল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, দুটি ট্রেন বাতিলও করা হয়েছে ৷

আরও পড়ুন
ফের দুর্ঘটনা! লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের 3টি বগি
দুর্ঘটনায় ভাঙল ট্র্যাক, ধীরগতির কারণেই বড় বিপদ এড়াল সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.