কলকাতা, 22 অক্টোবর: শক্তি বৃদ্ধি করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। 24 অক্টোবর রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি কোনও একটি স্থানে আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড় ৷ দানার প্রভাব পড়বে রাজ্যের একাধিক জায়গায়। তাই আগাম সর্তকতা জারি করা হয়েছে স্টেশনগুলিতেও। দানা ঘূর্ণিঝড়ের জন্য দক্ষিণ-পূর্ব রেলের 151টি ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল? তার তালিকা দেখে নিন।
এখনও পর্যন্ত পূর্বরেলের যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলোর তালিকা এক নজরে-
- 12552 কামাখ্যা-এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস
- 22644 পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস
![SEVERAL TRAIN CANCELLED](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-10-2024/22738472_wb_4.jpg)
- 03101 কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশাল
- 03102 পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশাল
- 22504 ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস
- 22503 কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস
![SEVERAL TRAIN CANCELLED](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-10-2024/22738472_wb_7.jpg)
- 12509 এসএমভিবি বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস
- 03429 সেকেন্দ্রাবাদ-মালদা টাউন এক্সপ্রেস স্পেশাল
- 03430 মালদা টাউন-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশাল
- 18419 পুরী-জয়নগর এক্সপ্রেস
![SEVERAL TRAIN CANCELLED](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-10-2024/22738472_wb_87.jpg)
- 22202 পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস
- 22201 শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস
- 03230 পটনা-পুরী এক্সপ্রেস স্পেশাল
- 12514 শিলচর-সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস
![SEVERAL TRAIN CANCELLED](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-10-2024/22738472_wb_9.jpg)
- 15227 এসএমভিপি বেঙ্গালুরু-মুজাফফরপুর এক্সপ্রেস
- 13418 মালদা টাউন-দিঘা এক্সপ্রেস
- 13417 দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
- 22330 আসানসোল-হলদিয়া এক্সপ্রেস
- 22329 হলদিয়া-আসানসোল এক্সপ্রেস
![SEVERAL TRAIN CANCELLED](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-10-2024/22738472_wb_897.jpg)
এর পাশাপাশি আরও বহু ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়াও রেলের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কোথাও কোনওরকম জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে যাতে সত্ত্বর যাত্রীদের জানানো সম্ভব হয় তাই সবকটি স্টেশনে পাবলিক অ্যানাউন্সমেন্ট ব্যবস্থা সচল রাখা হবে। ঝড়-বৃষ্টির জেরে যাতে প্ল্যাটফর্ম ও অন্যান্য জায়গা ক্ষতিগ্রস্ত না-হয় তাই প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও কলকাতা ও শিয়ালদা স্টেশনের মতো বড় স্টেশনগুলিতে ডিজি সেট এবং ইমার্জেন্সি আলোর ব্যবস্থা রাখা হয়েছে।
ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও ঝড়ের জেরে ওভারহেডের তার ছিঁড়ে গেলে দ্রুত মেরামতের জন্য পর্যাপ্ত কর্মী-সহ টাওয়ার ওয়াগন মজুত রাখা হচ্ছে। নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ঝড়-বৃষ্টির কারণে সিগনালে যদি কোনও সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করার ব্যবস্থা করা হয়েছে ৷ শিয়ালদা ডিভিশনের গুরুত্বপূর্ণ জায়গা-সহ স্টেশনগুলিতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী 24 ঘণ্টা মোতায়েন রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে ৷