ফরাক্কা, 23 এপ্রিল: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ফরাক্কার একটি স্কুলেরই 36 জন শিক্ষক-শিক্ষিকার চাকরি একসঙ্গে বাতিল হল । 2016 সালের প্যানেলভুক্ত প্রায় 26 হাজার শিক্ষকের মধ্যে 36 জনই ছিলেন এই স্কুলে ৷ একসঙ্গে এতজনের চাকরি বাতিল হওয়ায় শিক্ষকের সংখ্যা অর্ধেকেরও নীচে নেমে এসেছে ৷ ফলে কীভাবে স্কুল চলবে তা ভেবে চিন্তায় পড়ে গিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । চিন্তায় অভিভাবকরাও ৷
ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুলের 36 জনের চাকরি বাতিল হয়েছে ৷ এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক মহলে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ সোহরাব আলি বলেন, "একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি চলে গেলে স্কুল চালাতে সমস্যা হবে । এখানে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দশ হাজারেরও অধিক ছাত্রছাত্রী রয়েছে ।"
এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । তাতে প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষিকা ও গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে । 2016 সালের গোটা প্যানেলটিই বাতিল করা হয়েছে । আর এই প্যানেলেই ছিলেন ফরাক্কা থানার অর্জুনপুর হাইস্কুলের 36 জন শিক্ষক । এর মধ্যে 20 জন শিক্ষক এই স্কুলেই যোগ দিয়েছিলেন । বাকি 16 জন শিক্ষক মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এই স্কুলে যোগ দেন । বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ছিল 60 জন । আছেন সাতজন পার্শ্বশিক্ষক ।
এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি । 2016 সালের প্যানেলের তালিকাভুক্ত ছিলেন এখানকার 36 জন শিক্ষক-শিক্ষিকা । হাইকোর্টের রায়ে 36 জনেরই চাকরি গেলে স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা নেমে আসবে 24 জনে । মাত্র 24 জন শিক্ষক-শিক্ষিকাকে দিয়ে দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে পড়ানোর কাজ অসম্ভব বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷ গভীর চিন্তায় পড়েছেন অভিভাবকরাও ৷ কীভাবে স্কুলের পঠন পাঠন চলবে, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন: