ETV Bharat / state

নির্বাচনের আগে অভিযোগের ডালি রাজভবনের শান্তিকক্ষে, অণ্ডালে বললেন রাজ্যপাল - Governor CV Ananda Bose

Governor CV Ananda Bose: লোকসভা নির্বাচনে এখনও বাকি কয়েকদিন ৷ তার আগেই অনেক ভোট সংক্রান্ত হিংসার অভিযোগ জমা পড়ল রাজভবনে ৷ অণ্ডাল বিমানবন্দরে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 4:46 PM IST

অণ্ডালে বিমানবন্দরে রাজ্যপাল সিভি আনন্দ বোস

দুর্গাপুর, 27 মার্চ: লোকসভা নির্বাচনের আগে প্রচুর অভিযোগ জমা পড়েছে রাজভবনের শান্তি কক্ষে ৷ বুধবার অণ্ডাল বিমানবন্দরের নেমে এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার আসানসোলে পৌঁছন তিনি ৷ এদিন কলকাতা থেকে অণ্ডাল বিমানবন্দরে এসে নামেন রাজ্যপাল । বিমানবন্দরের বাইরে 'গার্ড অফ অনার' দেওয়া হয় তাঁকে । সিভি আনন্দ বোস এরপর সড়কপথে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন ।

ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভোটের আগেই হিংসার খবর সামনে এসেছে । পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। মৃতের পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার রাজভবনেও গিয়েছিলেন বিরোধী দলনেতা ৷

এই প্রসঙ্গে রাজ্যপাল এদিন বলেন, "নির্বাচনী হিংসার অনেকগুলি অভিযোগ আমার কাছে রাজভবনে জমা পড়েছে । আমি সেই সমস্ত অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি ।" তিনি জানিয়েছেন, অভিযোগগুলি নির্বাচন কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তাঁর কথায়, এই লোকসভা নির্বাচনে একজন রাজ্যপালের ভূমিকা যাওয়া হওয়া উচিত তিনি সেই ভূমিকাই পালন করবেন ।

রামকৃষ্ণলোকে বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ ৷ মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান হয়েছে তাঁর ৷ অণ্ডাল বিমানবন্দরে দাঁড়িয়ে স্বামী স্মরণানন্দ মহারাজকে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ৷ তিনি বলেন, "শান্তির দূত ছিলেন স্বামীজি । অত্যন্ত ধার্মিক মানুষ হিসাবে সুপরিচিত তিনি । তাঁর এই পরলোক গমনে দেশের বিরাট ক্ষতি হল । তাঁর জীবন দেশ ও জাতিকে প্রেরণা জোগাবে ।"

আরও পড়ুন:

  1. পিংলার বিজেপিকর্মীর মৃত্যু নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর
  2. রামকৃষ্ণলোকে স্বামী স্মরণানন্দ, শোকজ্ঞাপন মোদি-মমতার
  3. ভোটের আগেই হিংসা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে শুভেন্দু

অণ্ডালে বিমানবন্দরে রাজ্যপাল সিভি আনন্দ বোস

দুর্গাপুর, 27 মার্চ: লোকসভা নির্বাচনের আগে প্রচুর অভিযোগ জমা পড়েছে রাজভবনের শান্তি কক্ষে ৷ বুধবার অণ্ডাল বিমানবন্দরের নেমে এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার আসানসোলে পৌঁছন তিনি ৷ এদিন কলকাতা থেকে অণ্ডাল বিমানবন্দরে এসে নামেন রাজ্যপাল । বিমানবন্দরের বাইরে 'গার্ড অফ অনার' দেওয়া হয় তাঁকে । সিভি আনন্দ বোস এরপর সড়কপথে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন ।

ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভোটের আগেই হিংসার খবর সামনে এসেছে । পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। মৃতের পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার রাজভবনেও গিয়েছিলেন বিরোধী দলনেতা ৷

এই প্রসঙ্গে রাজ্যপাল এদিন বলেন, "নির্বাচনী হিংসার অনেকগুলি অভিযোগ আমার কাছে রাজভবনে জমা পড়েছে । আমি সেই সমস্ত অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি ।" তিনি জানিয়েছেন, অভিযোগগুলি নির্বাচন কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তাঁর কথায়, এই লোকসভা নির্বাচনে একজন রাজ্যপালের ভূমিকা যাওয়া হওয়া উচিত তিনি সেই ভূমিকাই পালন করবেন ।

রামকৃষ্ণলোকে বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ ৷ মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান হয়েছে তাঁর ৷ অণ্ডাল বিমানবন্দরে দাঁড়িয়ে স্বামী স্মরণানন্দ মহারাজকে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ৷ তিনি বলেন, "শান্তির দূত ছিলেন স্বামীজি । অত্যন্ত ধার্মিক মানুষ হিসাবে সুপরিচিত তিনি । তাঁর এই পরলোক গমনে দেশের বিরাট ক্ষতি হল । তাঁর জীবন দেশ ও জাতিকে প্রেরণা জোগাবে ।"

আরও পড়ুন:

  1. পিংলার বিজেপিকর্মীর মৃত্যু নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর
  2. রামকৃষ্ণলোকে স্বামী স্মরণানন্দ, শোকজ্ঞাপন মোদি-মমতার
  3. ভোটের আগেই হিংসা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে শুভেন্দু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.