ETV Bharat / state

প্রেমের টান ! ব্রাজিল থেকে হাজির ম্যানুয়েলা, শুক্রেই সানাই বাজবে নবদ্বীপের মণ্ডলবাড়িতে - Social Media Love turns Marriage - SOCIAL MEDIA LOVE TURNS MARRIAGE

Social Media Love results in Marriage: প্রেমের ফাঁদ পাতা ভুবনে ৷ ফুটবল নয়, এবার সেই ফাঁদই জুড়ে দিয়েছে বাংলা ও ব্রাজিলকে ৷ চারহাত এক হচ্ছে ম্যানুয়েলা ও কার্তিকের ৷

Etv Bharat
প্রেমের টান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 9:24 PM IST

Updated : Jun 19, 2024, 10:19 PM IST

নবদ্বীপ, 19 জুন: প্রেম কী যাচিলে মেলে ? আপনই উদয় হয় শুভযোগ পেলে ৷ 14766 কিলোমিটার ৷ নবদ্বীপ ও ব্রাজিলের এই দূরত্বটাই ঘুচিয়ে দিয়েছিল অন্তর্জাল ৷ সমাজ মাধ্যমে পরিচয়, সেখান থেকে মন দেওয়া-নেওয়া ৷ নবদ্বীপের কার্তিক মণ্ডল ও ব্রাজিলের ম্যানুয়েলা আলভেস দ্য সিলভা বুঝতেই পারেননি কখন প্রেমের টান ভেঙে দিয়েছিল দেশ, খাদ্যাভাস, রুচির আগল ৷

প্রেমের ফাঁদ পাতা ভুবনে (ইটিভি ভারত)

কিন্তু প্রেম তো হয়েছে, তার পরিণতি তো পরিণয় ৷ দেশ পেরিয়ে, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া যে অসাধ্যসাধনের সমান ৷ তাই করেছেন ম্যানুয়েলা ৷ পনেরো হাজার কিলোমিটার পথ উচিয়ে সুদুর ব্রাজিল থেকে এসে হাজির হয়েছেন নবদ্বীপে ব্লকের ফরেস্ট ডাঙা এলাকার মণ্ডল পরিবারে ।

প্রেমিকা হাজির হতেই আর দেরী করতে রাজি নয় মণ্ডল পরিবার ৷ শুক্রবারই বসছে বিয়ের আসর । সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে ৷ ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে প্যান্ডেল ৷ ছেলের বিয়ের আয়োজনে খামতি রাখতে নারাজ বাবা দিলীপ মণ্ডল ৷ বিদেশিনী বউমাকে দেখতে প্রতিবেশীদেরও উৎসাহ তুঙ্গে । কিন্তু পাত্রী তো ব্রাজিলের, ভাষা আলাদা ৷ সেক্ষেত্রে কথোপকথন চলছে কীভাবে ? আধুনিক প্রযুক্তির সাহায্যেই চলছে দিনযাপন ।

ETV Bharat
চারহাত এক হচ্ছে ম্যানুয়েলা ও কার্তিকের (নিজস্ব চিত্র)
ভাষা এখনও না-শিখলেও তা ম্যানুয়েলার ভালোবাসায় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি ৷ আকার-ঈঙ্গিতেই তিনি জানিয়েছেন, নবদ্বীপের মণ্ডল পরিবারে এসে তাঁর ভালো লেগেছে ৷ শাড়ি পরতে ভালোবাসে, তাও জানিয়েছে ব্রাজিলের কন্যে । মণ্ডল পরিবার জানিয়েছে, বৌমা এখানে এসে বাঙালি খাবারই খাচ্ছে ৷ তবে ঝালটা এখনও অভ্যাস হয়নি ।

নবদ্বীপ, 19 জুন: প্রেম কী যাচিলে মেলে ? আপনই উদয় হয় শুভযোগ পেলে ৷ 14766 কিলোমিটার ৷ নবদ্বীপ ও ব্রাজিলের এই দূরত্বটাই ঘুচিয়ে দিয়েছিল অন্তর্জাল ৷ সমাজ মাধ্যমে পরিচয়, সেখান থেকে মন দেওয়া-নেওয়া ৷ নবদ্বীপের কার্তিক মণ্ডল ও ব্রাজিলের ম্যানুয়েলা আলভেস দ্য সিলভা বুঝতেই পারেননি কখন প্রেমের টান ভেঙে দিয়েছিল দেশ, খাদ্যাভাস, রুচির আগল ৷

প্রেমের ফাঁদ পাতা ভুবনে (ইটিভি ভারত)

কিন্তু প্রেম তো হয়েছে, তার পরিণতি তো পরিণয় ৷ দেশ পেরিয়ে, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া যে অসাধ্যসাধনের সমান ৷ তাই করেছেন ম্যানুয়েলা ৷ পনেরো হাজার কিলোমিটার পথ উচিয়ে সুদুর ব্রাজিল থেকে এসে হাজির হয়েছেন নবদ্বীপে ব্লকের ফরেস্ট ডাঙা এলাকার মণ্ডল পরিবারে ।

প্রেমিকা হাজির হতেই আর দেরী করতে রাজি নয় মণ্ডল পরিবার ৷ শুক্রবারই বসছে বিয়ের আসর । সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে ৷ ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে প্যান্ডেল ৷ ছেলের বিয়ের আয়োজনে খামতি রাখতে নারাজ বাবা দিলীপ মণ্ডল ৷ বিদেশিনী বউমাকে দেখতে প্রতিবেশীদেরও উৎসাহ তুঙ্গে । কিন্তু পাত্রী তো ব্রাজিলের, ভাষা আলাদা ৷ সেক্ষেত্রে কথোপকথন চলছে কীভাবে ? আধুনিক প্রযুক্তির সাহায্যেই চলছে দিনযাপন ।

ETV Bharat
চারহাত এক হচ্ছে ম্যানুয়েলা ও কার্তিকের (নিজস্ব চিত্র)
ভাষা এখনও না-শিখলেও তা ম্যানুয়েলার ভালোবাসায় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি ৷ আকার-ঈঙ্গিতেই তিনি জানিয়েছেন, নবদ্বীপের মণ্ডল পরিবারে এসে তাঁর ভালো লেগেছে ৷ শাড়ি পরতে ভালোবাসে, তাও জানিয়েছে ব্রাজিলের কন্যে । মণ্ডল পরিবার জানিয়েছে, বৌমা এখানে এসে বাঙালি খাবারই খাচ্ছে ৷ তবে ঝালটা এখনও অভ্যাস হয়নি ।
Last Updated : Jun 19, 2024, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.