ETV Bharat / state

কৃষ্ণনগরে তরুণীর মৃত্যু, অভিযুক্ত রাহুলের আগেও বিয়ে হয়েছিল - KRISHNANAGAR GIRL KILLED

রাহুল বসুর আগে বিয়ে হয়েছিল। অভিযুক্ত নিজেই স্বীকার করছেন আরোহী নামে মেয়েটির সঙ্গে তাঁর প্রেম ছিল। পরবর্তী সময়ে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

KRISHNANAGAR GIRL KILLED
অভিযুক্ত রাহুলের আগে বিয়ে হয়েছিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 6:50 PM IST

কৃষ্ণনগর, 25 অক্টোবর: কৃষ্ণনগরের তরুণীর মৃত্যুর ঘটনায় উঠে এল নতুন তথ্য। জানা গিয়েছে, অভিযুক্ত রাহুল বসুর সঙ্গে আরোহী নামে এক তরুণীর আগে বিয়ে হয়েছিল। তাছাড়া তরুণীর মৃত্যুর দিন রাহুলের বন্ধু সৌরভের সঙ্গে আরোহীর ফোনে কথাও হয়।

তরুণীর মৃত্যুর পর প্রায় 9 দিন অতিক্রান্ত হতে চলল। ময়নাতদন্তে স্পষ্ট হয়নি যে তাঁকে খুন করা হয়েছে না কি, তিনি আত্মহত্যা করেছেন। এখনও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, পরিবার এখনও নিজেদের দাবিতে অনড় যে তাদের মেয়েকে খুনই করা হয়েছে। ঠিক এর মধ্যেই আবারও নতুন তথ্য উঠে এল। পুলিশের দাবি, রাহুল বসু জেরায় স্বীকার করছেন, আরোহী নামে মেয়েটির সঙ্গে তাঁর প্রেম ছিল। অনুষ্ঠান করে বিয়ে না-করলেও তাঁরা নিজেরা বিয়ে করেছিলেন বলে দাবি অভিযুক্তর।

সূত্রের খবর, ঘটনার দিন রাহুল বসু আবার রানাঘাটের এক বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। মৃত তরুণী যাতে তাঁকে কোনওরকমভাবে বিরক্ত করতে না-পারেন তাই নিজের ফোনটি সুইচ অফ করে রেখেছিলেন। একাধিকবার ফোন করেও ওই তরুণী রাহুল বসুর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পুলিশ সূত্রে খবর, অবশেষে ওই তরুণী রাহুলের বন্ধু সৌরভকে ফোন করেছিলেন। এরপর সৌরভ বিকেল নাগাদ রাহুলের বাড়ি যান।

অন্যদিকে, ঘটনার দিন মৃত তরুণী রাহুলের মায়ের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন বলে জানা যায়। সৌরভের দাবি তাঁর সঙ্গে যখন তরুণী কথা বলেছিলেন তখন তিনি নিজেই জানিয়েছিলেন, আত্মহত্যা করার জন্য কেরোসিন তেল এবং একটি দেশলাই কিনেছেন। তাহলে কি সেই রাতে তরুণী আত্মহত্যা করেছিলেন? নাকি এর নেপথ্যে আছে অন্য কোনও রহস্য? সেই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। যদিও পুলিশের দাবি সম্পূর্ণ ফরেন্সিক রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হয়ে যাবে ওই তরুণী আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছিল ৷

কৃষ্ণনগর, 25 অক্টোবর: কৃষ্ণনগরের তরুণীর মৃত্যুর ঘটনায় উঠে এল নতুন তথ্য। জানা গিয়েছে, অভিযুক্ত রাহুল বসুর সঙ্গে আরোহী নামে এক তরুণীর আগে বিয়ে হয়েছিল। তাছাড়া তরুণীর মৃত্যুর দিন রাহুলের বন্ধু সৌরভের সঙ্গে আরোহীর ফোনে কথাও হয়।

তরুণীর মৃত্যুর পর প্রায় 9 দিন অতিক্রান্ত হতে চলল। ময়নাতদন্তে স্পষ্ট হয়নি যে তাঁকে খুন করা হয়েছে না কি, তিনি আত্মহত্যা করেছেন। এখনও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, পরিবার এখনও নিজেদের দাবিতে অনড় যে তাদের মেয়েকে খুনই করা হয়েছে। ঠিক এর মধ্যেই আবারও নতুন তথ্য উঠে এল। পুলিশের দাবি, রাহুল বসু জেরায় স্বীকার করছেন, আরোহী নামে মেয়েটির সঙ্গে তাঁর প্রেম ছিল। অনুষ্ঠান করে বিয়ে না-করলেও তাঁরা নিজেরা বিয়ে করেছিলেন বলে দাবি অভিযুক্তর।

সূত্রের খবর, ঘটনার দিন রাহুল বসু আবার রানাঘাটের এক বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। মৃত তরুণী যাতে তাঁকে কোনওরকমভাবে বিরক্ত করতে না-পারেন তাই নিজের ফোনটি সুইচ অফ করে রেখেছিলেন। একাধিকবার ফোন করেও ওই তরুণী রাহুল বসুর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পুলিশ সূত্রে খবর, অবশেষে ওই তরুণী রাহুলের বন্ধু সৌরভকে ফোন করেছিলেন। এরপর সৌরভ বিকেল নাগাদ রাহুলের বাড়ি যান।

অন্যদিকে, ঘটনার দিন মৃত তরুণী রাহুলের মায়ের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন বলে জানা যায়। সৌরভের দাবি তাঁর সঙ্গে যখন তরুণী কথা বলেছিলেন তখন তিনি নিজেই জানিয়েছিলেন, আত্মহত্যা করার জন্য কেরোসিন তেল এবং একটি দেশলাই কিনেছেন। তাহলে কি সেই রাতে তরুণী আত্মহত্যা করেছিলেন? নাকি এর নেপথ্যে আছে অন্য কোনও রহস্য? সেই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। যদিও পুলিশের দাবি সম্পূর্ণ ফরেন্সিক রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হয়ে যাবে ওই তরুণী আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.