ETV Bharat / state

কোন্নগরে 5 বছরের ছেলের সামনেই স্ত্রীকে গুলি করে খুন, গ্রেফতার অভিযুক্ত - MAN KILLS WIFE

Young Man Kills Wife: স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ পুরো ঘটনাটি দাঁড়িয়ে দেখল 5 বছরের ছেলে ৷ হুগলির কোন্নগরের ঘটনা ৷ অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ ৷ কোথা থেকে আগ্নয়াস্ত্র এল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Young Man Kills Wife
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 11:40 AM IST

কোন্নগর, 26 সেপ্টেম্বর: ছেলের সামনে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ । মৃতের নাম মৈত্রী বারুই (22) । ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির কোন্নগরের কানাইপুর মাতৃ মন্দির এলাকায় ।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "খুনের অভিযোগ দায়ের করা হবে । দেহের ময়নাতদন্তে ভিডিয়োগ্রাফি করা হবে । অভিযুক্তের দাবি খতিয়ে দেখা হবে । অত্যাধুনিক অস্ত্র পুকুর থেকে পেলে সেটা লোডেড থাকা সম্ভব না ৷ যদি সে পেয়েও থাকে, পুলিশকে জানায়নি কেন ? সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।"

অভিযুক্তের বাবা পরিমল বারুইয়ের বক্তব্য (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ছেলের ঘর থেকে পটকার আওয়াজ শুনতে পান পরিমল বারুই । সেই শব্দ শুনে ছুটে এসে দেখেন বউমা মৈত্রীর গলা থেকে রক্ত ঝরছে । চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে ভিড় করে । তড়িঘড়ি তাদের সহায়তায় জখম মৈত্রীকে উদ্ধার করে কোন্নগর কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কানাইপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত মৃতের স্বামীকে আটক করেছে । তবে কীভাবে আগ্নেয়াস্ত্র পেলেন প্রসেনজিৎ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও অভিযুক্তের দাবি, তিনি আগ্নেয়াস্ত্রটি কুড়িয়ে পেয়েছেন ৷ দুষ্কৃতীদের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ।

অভিযুক্তের বাবা পরিমল বারুইয়ের কথায়,"ছেলে প্রসেনজিৎ রাজমিস্ত্রির কাজ করে । ছেলে বউমার মধ্যে ভালো সম্পর্ক ছিল । ঝগড়া অশান্তি কিছু ছিল না । পাঁচ বছরের ছেলে রয়েছে তাঁদের ৷ বউমা নাতি ছেলে একই ঘরের মধ্যে ছিল । হঠাই পটকা ফাটার মত শব্দ পেয়ে দৌড়ে যাই তাঁদের ঘরে । ছেলের ঘরে গিয়ে দেখি এই কাণ্ড । নাতির সামনেই এই ঘটনা ঘটেছে । ছেলে আগ্নেয়াস্ত্র কোথায় পেল সেটা জানি না । কাদের সঙ্গে মিশত বলতে পারব না । ছেলে বলল, বন্দুক দেখতে গিয়ে গুলি বেরিয়ে যায় । বন্ধুকটি কুড়িয়ে পেয়েছে বলছে ।"

কোন্নগর, 26 সেপ্টেম্বর: ছেলের সামনে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ । মৃতের নাম মৈত্রী বারুই (22) । ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির কোন্নগরের কানাইপুর মাতৃ মন্দির এলাকায় ।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "খুনের অভিযোগ দায়ের করা হবে । দেহের ময়নাতদন্তে ভিডিয়োগ্রাফি করা হবে । অভিযুক্তের দাবি খতিয়ে দেখা হবে । অত্যাধুনিক অস্ত্র পুকুর থেকে পেলে সেটা লোডেড থাকা সম্ভব না ৷ যদি সে পেয়েও থাকে, পুলিশকে জানায়নি কেন ? সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।"

অভিযুক্তের বাবা পরিমল বারুইয়ের বক্তব্য (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ছেলের ঘর থেকে পটকার আওয়াজ শুনতে পান পরিমল বারুই । সেই শব্দ শুনে ছুটে এসে দেখেন বউমা মৈত্রীর গলা থেকে রক্ত ঝরছে । চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে ভিড় করে । তড়িঘড়ি তাদের সহায়তায় জখম মৈত্রীকে উদ্ধার করে কোন্নগর কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কানাইপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত মৃতের স্বামীকে আটক করেছে । তবে কীভাবে আগ্নেয়াস্ত্র পেলেন প্রসেনজিৎ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও অভিযুক্তের দাবি, তিনি আগ্নেয়াস্ত্রটি কুড়িয়ে পেয়েছেন ৷ দুষ্কৃতীদের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ।

অভিযুক্তের বাবা পরিমল বারুইয়ের কথায়,"ছেলে প্রসেনজিৎ রাজমিস্ত্রির কাজ করে । ছেলে বউমার মধ্যে ভালো সম্পর্ক ছিল । ঝগড়া অশান্তি কিছু ছিল না । পাঁচ বছরের ছেলে রয়েছে তাঁদের ৷ বউমা নাতি ছেলে একই ঘরের মধ্যে ছিল । হঠাই পটকা ফাটার মত শব্দ পেয়ে দৌড়ে যাই তাঁদের ঘরে । ছেলের ঘরে গিয়ে দেখি এই কাণ্ড । নাতির সামনেই এই ঘটনা ঘটেছে । ছেলে আগ্নেয়াস্ত্র কোথায় পেল সেটা জানি না । কাদের সঙ্গে মিশত বলতে পারব না । ছেলে বলল, বন্দুক দেখতে গিয়ে গুলি বেরিয়ে যায় । বন্ধুকটি কুড়িয়ে পেয়েছে বলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.