ETV Bharat / state

গৃহবধূকে ধর্ষণে চার বছর পর মিলল বিচার, দোষী ব্যক্তির 10 বছরের সশ্রম কারাদণ্ড - Punishment for Rape

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 7:27 PM IST

10 Years Imprisonment for Rape in Cooch Behar: চার বছর বিচার চলার পর দোষী সাব্যস্ত অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড ঘোষণা করল কোচবিহার জেলা আদালত ৷ 2020 সালের এক রাতে কী হয়েছিল সেদিন ?

Cooch Behar District Court
কোচবিহার জেলা আদালত (ইটিভি ভারত)

কোচবিহার, 22 অগস্ট: গৃহবধূকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কোচবিহার জেলা আদালত । ভারতীয় ন্যায় সংহিতার 448 ও 376 ধারা অনুযায়ী অভিযুক্তের সাজা ঘোষণা করা হয় বৃহস্পতিবার । পাশাপাশি নির্যাতিতা যাতে ক্ষতিপূরণ পান সেই জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ।

এই মামলার বিষয়ে সরকারি আইনজীবী বিবেক চক্রবর্তী বলেন, "ধর্ষণের অভিযোগে অভিযুক্তের দশ বছরের সশ্রম কারাদণ্ড ও 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে । পাশাপাশি, মহিলার ঘরে অনধিকার প্রবেশের জন্য 6 মাস সশ্রম কারাদন্ড ও 500 টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে আরও সাতদিন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ৷ দুটো সাজাই একসঙ্গে চলবে ।"

কোচবিহার আদালত সূত্রে জানা গিয়েছে, 2020 সালে কোচবিহার-1 ব্লকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে । ওই মহিলার স্বামী ভিনরাজ্যে কাজ করতেন । বাড়িতে তিন সন্তানকে নিয়ে একাই থাকতেন বধূ । রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে গেলে অভিযুক্ত কমল রায় ঘরে ঢুকে খাটের নীচে লুকিয়ে পড়ে । এরপর ঘরে এসে ওই মহিলা আলো নিভিয়ে শুয়ে পড়লে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে । এরপর নির্যাতিতার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কমল পালিয়ে যায় । পরদিন ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করলে কমলকে গ্রেফতার করে পুলিশ । চার বছর ধরে মামলা চলার পর গত মঙ্গলবার অভিযুক্ত কমল রায়কে দোষী সাব্যস্ত করে আদালত । এরপর বুধবার সাজা ঘোষণা করে আদালত ।

কোচবিহার, 22 অগস্ট: গৃহবধূকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কোচবিহার জেলা আদালত । ভারতীয় ন্যায় সংহিতার 448 ও 376 ধারা অনুযায়ী অভিযুক্তের সাজা ঘোষণা করা হয় বৃহস্পতিবার । পাশাপাশি নির্যাতিতা যাতে ক্ষতিপূরণ পান সেই জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ।

এই মামলার বিষয়ে সরকারি আইনজীবী বিবেক চক্রবর্তী বলেন, "ধর্ষণের অভিযোগে অভিযুক্তের দশ বছরের সশ্রম কারাদণ্ড ও 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে । পাশাপাশি, মহিলার ঘরে অনধিকার প্রবেশের জন্য 6 মাস সশ্রম কারাদন্ড ও 500 টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে আরও সাতদিন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ৷ দুটো সাজাই একসঙ্গে চলবে ।"

কোচবিহার আদালত সূত্রে জানা গিয়েছে, 2020 সালে কোচবিহার-1 ব্লকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে । ওই মহিলার স্বামী ভিনরাজ্যে কাজ করতেন । বাড়িতে তিন সন্তানকে নিয়ে একাই থাকতেন বধূ । রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে গেলে অভিযুক্ত কমল রায় ঘরে ঢুকে খাটের নীচে লুকিয়ে পড়ে । এরপর ঘরে এসে ওই মহিলা আলো নিভিয়ে শুয়ে পড়লে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে । এরপর নির্যাতিতার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কমল পালিয়ে যায় । পরদিন ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করলে কমলকে গ্রেফতার করে পুলিশ । চার বছর ধরে মামলা চলার পর গত মঙ্গলবার অভিযুক্ত কমল রায়কে দোষী সাব্যস্ত করে আদালত । এরপর বুধবার সাজা ঘোষণা করে আদালত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.