ETV Bharat / state

ছেলেকে ফেলে পালিয়েছিলেন স্ত্রী, ফিরতেই তাঁর প্রেমিককে কুপিয়ে খুন স্বামীর ! - Man kills wife paramour - MAN KILLS WIFE PARAMOUR

Man Kills Wife's Paramour: ছেলেকে ফেলে পালিয়েছিলেন স্ত্রী ৷ তিনি ফিরে আসতেই তাঁর প্রেমিককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার ঘটনা ৷

ETV BHARAT
স্ত্রী'র প্রেমিককে কুপিয়ে খুন স্বামীর (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 3:35 PM IST

রঘুনাথগঞ্জ, 11 সেপ্টেম্বর: এক যুবক পরকীয়া সম্পর্কে জড়িয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন ! এক মাস পর বাড়ি ফিরতেই তাঁর স্বামী ওই যুবককে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ উঠল ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তালাই শেলালপুর গ্রামে ।

মৃতের নাম বিশাল দাস (25)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার তালাই শেলালপুর গ্রামে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম শুভ মাঝি ওরফে পিকু । তাঁর বাড়ি ওই থানারই কুলোরী গ্রামে ।

অভিযোগ, তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বিশাল ৷ সেই আক্রোশের বশে মঙ্গলবার গভীর রাতে বিশালের বাড়িতে চড়াও হন শুভ । তিনি ধারালো অস্ত্র দিয়ে বিশালের গলা কেটে দেন বলে অভিযোগ । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিশাল । স্থানীয় লোকজন তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে শুভ মাঝির বিয়ে হয়। দম্পতির বছর চারেকের একটি সন্তানও রয়েছে । স্থানীয় মানুষের দাবি, শুভর স্ত্রী বিশালের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন । এক মাস আগে শুভর স্ত্রী ছেলেকে ফেলে রেখে পালিয়ে যান বিশালের সঙ্গে ৷ একমাস পর গত সোমবার তাঁরা ফিরে আসেন এবং বিশালের বাড়িতে গিয়ে ওঠেন । মঙ্গলবার রাতে ওই বাড়িতে ঢুকে বিশালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে শুভর বিরুদ্ধে ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । অভিযোগের ভিত্তিতে শুভকে গ্রেফতার করেছে পুলিশ । তিনি পুলিশি জেরার মুখে স্বীকার করে নিয়েছেন যে, আক্রোশ মেটাতেই তিনি খুন করেছেন স্ত্রীয়ের প্রেমিককে । খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ ।

রঘুনাথগঞ্জ, 11 সেপ্টেম্বর: এক যুবক পরকীয়া সম্পর্কে জড়িয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন ! এক মাস পর বাড়ি ফিরতেই তাঁর স্বামী ওই যুবককে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ উঠল ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তালাই শেলালপুর গ্রামে ।

মৃতের নাম বিশাল দাস (25)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার তালাই শেলালপুর গ্রামে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম শুভ মাঝি ওরফে পিকু । তাঁর বাড়ি ওই থানারই কুলোরী গ্রামে ।

অভিযোগ, তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বিশাল ৷ সেই আক্রোশের বশে মঙ্গলবার গভীর রাতে বিশালের বাড়িতে চড়াও হন শুভ । তিনি ধারালো অস্ত্র দিয়ে বিশালের গলা কেটে দেন বলে অভিযোগ । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিশাল । স্থানীয় লোকজন তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে শুভ মাঝির বিয়ে হয়। দম্পতির বছর চারেকের একটি সন্তানও রয়েছে । স্থানীয় মানুষের দাবি, শুভর স্ত্রী বিশালের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন । এক মাস আগে শুভর স্ত্রী ছেলেকে ফেলে রেখে পালিয়ে যান বিশালের সঙ্গে ৷ একমাস পর গত সোমবার তাঁরা ফিরে আসেন এবং বিশালের বাড়িতে গিয়ে ওঠেন । মঙ্গলবার রাতে ওই বাড়িতে ঢুকে বিশালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে শুভর বিরুদ্ধে ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । অভিযোগের ভিত্তিতে শুভকে গ্রেফতার করেছে পুলিশ । তিনি পুলিশি জেরার মুখে স্বীকার করে নিয়েছেন যে, আক্রোশ মেটাতেই তিনি খুন করেছেন স্ত্রীয়ের প্রেমিককে । খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.