ETV Bharat / state

কুড়ুল দিয়ে খুন ! প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড - Life Imprisonment

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 9:01 PM IST

Jhargram District Court: 8 বছর বিচার চলার পর খুনের শাস্তি দিল ঝাড়গ্রাম জেলা আদালত ৷ প্রতিবেশীকে খুনের দায়ে ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক ৷

Jhargram District Court
ঝাড়গ্রাম জেলা আদালত (Etv Bharat)

জামবনি, 13 অগস্ট: প্রতিবেশীকে কুড়ুল দিয়ে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিল ঝাড়গ্রামের এডিজে-2 আদালত । মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করেন এডিজে-2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় । সাজা প্রাপ্ত ব্যক্তির নাম রবি শবর । বাড়ি জামবনি থানার কষাফলিয়া গ্রামে ।

যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত (ইটিভি ভারত)

জানা গিয়েছে, 2016 সালের 19 জুন সন্ধ্যাবেলায় প্রতিবেশী বনমালী শবরের সঙ্গে কথা কাটাকাটির জেরে কুড়ুল দিয়ে বনমালীর কানের নিচে কোপ মারে রবি শবর । বনমালীকে বাঁচাতে গেলে তাঁর মেয়েকেও কুড়ুল দিয়ে কোপ মারে রবি । দু'জনকে উদ্ধার করে তৎকালীন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয় । পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বনমালীর ৷ বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সেরে ওঠে মেয়ে ।

ঘটনার পরের দিনেই বনমালীর ভাইপো ভবেশ শবর জামবনি থানায় লিখিত অভিযোগ জানায় । তার ভিত্তিতে ওইদিন রাতেই রবিকে গ্রেফতার করে পুলিশ । খুন ও খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পেশ করে জামবনি থানার পুলিশ । তারপর থেকেই জেল হেফাজতে ছিল রবি । 2016 সালের 13 সেপ্টেম্বরে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । 2017 সালের 2 অগস্ট গঠিত হয় চার্জ ফেম ।

মৃত বনমালী শবরের মেয়ে, ভাইপো ভবেশ শবর, পুলিশ ও চিকিৎসক-সহ মোট 20 জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে গতকাল সোমবার রবিকে দোষী সাব্যস্ত করে আদালত । এই বিষয়ে ঝাড়গ্রাম আদালতের সরকারি আইনজীবী সত্যজিৎ সিনহা বলেন,"দোষী সাব্যস্ত রবি শবরকে আইপিসি 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড, 10 হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর জেলে নির্দেশ দেন । এর পাশাপাশি আইপিসি 307 ধারা অনুযায়ী 7 বছর কারাদণ্ড, 3 হাজার টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেন এডিজে-2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় ।"

জামবনি, 13 অগস্ট: প্রতিবেশীকে কুড়ুল দিয়ে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিল ঝাড়গ্রামের এডিজে-2 আদালত । মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করেন এডিজে-2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় । সাজা প্রাপ্ত ব্যক্তির নাম রবি শবর । বাড়ি জামবনি থানার কষাফলিয়া গ্রামে ।

যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত (ইটিভি ভারত)

জানা গিয়েছে, 2016 সালের 19 জুন সন্ধ্যাবেলায় প্রতিবেশী বনমালী শবরের সঙ্গে কথা কাটাকাটির জেরে কুড়ুল দিয়ে বনমালীর কানের নিচে কোপ মারে রবি শবর । বনমালীকে বাঁচাতে গেলে তাঁর মেয়েকেও কুড়ুল দিয়ে কোপ মারে রবি । দু'জনকে উদ্ধার করে তৎকালীন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয় । পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বনমালীর ৷ বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সেরে ওঠে মেয়ে ।

ঘটনার পরের দিনেই বনমালীর ভাইপো ভবেশ শবর জামবনি থানায় লিখিত অভিযোগ জানায় । তার ভিত্তিতে ওইদিন রাতেই রবিকে গ্রেফতার করে পুলিশ । খুন ও খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পেশ করে জামবনি থানার পুলিশ । তারপর থেকেই জেল হেফাজতে ছিল রবি । 2016 সালের 13 সেপ্টেম্বরে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । 2017 সালের 2 অগস্ট গঠিত হয় চার্জ ফেম ।

মৃত বনমালী শবরের মেয়ে, ভাইপো ভবেশ শবর, পুলিশ ও চিকিৎসক-সহ মোট 20 জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে গতকাল সোমবার রবিকে দোষী সাব্যস্ত করে আদালত । এই বিষয়ে ঝাড়গ্রাম আদালতের সরকারি আইনজীবী সত্যজিৎ সিনহা বলেন,"দোষী সাব্যস্ত রবি শবরকে আইপিসি 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড, 10 হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর জেলে নির্দেশ দেন । এর পাশাপাশি আইপিসি 307 ধারা অনুযায়ী 7 বছর কারাদণ্ড, 3 হাজার টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেন এডিজে-2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.