জামবনি, 13 অগস্ট: প্রতিবেশীকে কুড়ুল দিয়ে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিল ঝাড়গ্রামের এডিজে-2 আদালত । মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করেন এডিজে-2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় । সাজা প্রাপ্ত ব্যক্তির নাম রবি শবর । বাড়ি জামবনি থানার কষাফলিয়া গ্রামে ।
জানা গিয়েছে, 2016 সালের 19 জুন সন্ধ্যাবেলায় প্রতিবেশী বনমালী শবরের সঙ্গে কথা কাটাকাটির জেরে কুড়ুল দিয়ে বনমালীর কানের নিচে কোপ মারে রবি শবর । বনমালীকে বাঁচাতে গেলে তাঁর মেয়েকেও কুড়ুল দিয়ে কোপ মারে রবি । দু'জনকে উদ্ধার করে তৎকালীন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয় । পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বনমালীর ৷ বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সেরে ওঠে মেয়ে ।
ঘটনার পরের দিনেই বনমালীর ভাইপো ভবেশ শবর জামবনি থানায় লিখিত অভিযোগ জানায় । তার ভিত্তিতে ওইদিন রাতেই রবিকে গ্রেফতার করে পুলিশ । খুন ও খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পেশ করে জামবনি থানার পুলিশ । তারপর থেকেই জেল হেফাজতে ছিল রবি । 2016 সালের 13 সেপ্টেম্বরে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । 2017 সালের 2 অগস্ট গঠিত হয় চার্জ ফেম ।
মৃত বনমালী শবরের মেয়ে, ভাইপো ভবেশ শবর, পুলিশ ও চিকিৎসক-সহ মোট 20 জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে গতকাল সোমবার রবিকে দোষী সাব্যস্ত করে আদালত । এই বিষয়ে ঝাড়গ্রাম আদালতের সরকারি আইনজীবী সত্যজিৎ সিনহা বলেন,"দোষী সাব্যস্ত রবি শবরকে আইপিসি 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড, 10 হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর জেলে নির্দেশ দেন । এর পাশাপাশি আইপিসি 307 ধারা অনুযায়ী 7 বছর কারাদণ্ড, 3 হাজার টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেন এডিজে-2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় ।"